হবক্ 2:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)11 দেওয়ালের ইঁটগুলি পর্যন্ত চীৎকার করবে তোমার বিরুদ্ধে, ছাদের কড়িকাঠগুলিও তার প্রতিধ্বনি করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 কেননা দেয়ালের মধ্য থেকে পাথর কাঁদবে ও কাঠের মধ্য থেকে কড়ি-বরগা তার উত্তর দেবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 প্রাচীরের পাথরগুলি কেঁদে উঠবে, এবং ছাদের কড়িকাঠ তা প্রতিধ্বনিত করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 কেননা ভিত্তির মধ্য হইতে প্রস্তর কাঁদিবে, ও কাষ্ঠের মধ্য হইতে বরগা তাহার উত্তর দিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 পাথরের দেওয়ালগুলি তোমার বিরুদ্ধে চিৎকার করে উঠবে। এমনকি, তোমার নিজের বাড়ীর কাঠের ছাদের কড়ি-বরগাগুলোও স্বীকার করবে যে তুমি অন্যায় করেছ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 কারণ দেওয়ালের মধ্যে দিয়ে পাথরগুলো কাঁদবে ও কড়িকাঠের কাঠগুলো সেই কথায় উত্তর দেবে। অধ্যায় দেখুন |