Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হবক্‌ 1:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 নৃপতিদের বিদ্রূপ করে তারা, শাসকেরা তাদের উপহাসের পাত্র। তাদের রোধ করতে পারে না কোনও দুর্গ, প্রাকারের গায়ে মাটির স্তূপ গড়ে নিয়ে তারা দূর্গ অধিকার করে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 সেই জাতি বাদশাহ্‌দেরকে বিদ্রূপ করে এবং শাসনকর্তারা তার উপহাসের পাত্র; সে দৃঢ় দুর্গগুলোকে উপহাস করে ও মাটির ঢিবি তৈরি করে তা হস্তগত করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 তারা রাজাদের বিদ্রুপ করে আর শাসকদের অবজ্ঞা করে। তারা সব উঁচু প্রাচীরে সুরক্ষিত নগরের উপহাস করে; মাটি স্তূপ করে সেইসব নগর অধিকার করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 সেই জাতি রাজগণকে বিদ্রূপ করে, এবং অধ্যক্ষগণ তাহার উপহাসের পাত্র; সে দৃঢ় দুর্গ সমস্তকে উপহাস করে, ও ধূলি রাশীকৃত করিয়া তাহা হস্তগত করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 “বাবিল সৈন্যরা অন্য জাতির রাজাদের দেখে হাসবে। বিদেশী শাসকরা তাদের কাছে ঠাট্টার মতো মনে হবে। বাবিল সৈন্যরা শহরের লম্বা এবং শক্ত দেওয়াল দেখে হাসবে। সৈন্যরা উঁচু দেওয়ালের চূড়ো পর্যন্ত সহজেই মাটির রাস্তা তৈরী করে সহজেই শহরগুলিকে পরাস্ত করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 তাই তারা রাজাদের উপহাস করে এবং শাসকেরা শুধুমাত্র উপহাসের পাত্র; তারা প্রতিটি দুর্গের প্রতি উপহাস করে এবং তারা ধূলোরাশি জড়ো করে এবং তাদের নেয়।

অধ্যায় দেখুন কপি




হবক্‌ 1:10
14 ক্রস রেফারেন্স  

ব্যাবিলনের রাজা নেবুকাডনেজার যিহুদীয়ার রাজ্য আক্রমণ করেন এবং যিহোয়াকিমকে শৃঙ্খলিত করে ব্যাবিলনে নিয়ে যান।


ব্যাবিলনীয়েরা নগরী অবরোধের জন্য চারিদিকে টিলা গড়েছে, শুরু করেছে আক্রমণ। যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারী তাদের বাধ্য করবে আত্মসমর্পণ করতে। তুমি দেখতে পাচ্ছ, যা কিছু তুমি বলেছ, সবই সফল হয়েছে।


মৃতেরা বিস্ময়ে তোমার দিকে চেয়ে থাকবে, আর ভাববে এই ব্যক্তিই না একদিন কাঁপিয়ে তুলতো পৃথিবীকে, রাজ্যসমূহকে কাঁপিয়ে তুলতো দারুণ দাপটে?


বসন্তকাল এলে রাজা নেবুকাডনেজার যিহোয়াখিনকে বন্দী করে ব্যাবিলনে নিয়ে যান এবং মন্দিরের সমস্ত ধনরত্ন নিয়ে যান। নেবুকাডনেজার যিহোয়াখিনের কাকা সেদেকিয়াহকে যিহুদীয়া ও জেরুশালেমের রাজা করে যান।


প্রভু পরমেশ্বর ইসরায়েলের আরাধ্য ঈশ্বর বলেছেন, জেরুশালেমের সমস্ত ঘরবাড়ি এবং যিহুদীয়ার রাজপ্রাসাদ ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হবে। নগরের বাইরে গিয়ে ব্যাবিলনীয়দের অবরোধের বিরুদ্ধে যুদ্ধ করা বৃথা। এতে শুধু নগরী পূর্ণ করা হবে তাদের মৃতদেহে, যাদের আমি প্রচণ্ড ক্রোধে আঘাত করতে চেয়েছি। এই নগরী আমি পরিত্যাগ করেছি কারণ এখানকার মানুষ ঘৃণ্য অনাচার করেছে।


যিহোয়াখিন তখন জননী, পুত্র পারিষদবর্গ, রাজকর্মচারী ও প্রাসাদের সমস্ত কর্মচারীসহ ব্যাবিলন রাজের কাছে আত্মসমর্পণ করেন। নেবুকাডনেজার তাঁর রাজত্বের অষ্টম বছরে তাঁর যিহোয়াখিনকে বন্দী করেন


কল্‌নো এবং কর্কমীশের শহর নগর, হমাত এবং অর্পদের শহর-নগর আমি জয় করেছি।


কোথায় গেল হমাত, অর্পদ, সফর্বয়িম, হেনা ও ইব্বা নগরের সেই রাজারা?


সেদিন তুমি বুঝবে আমার ক্রোধের জ্বালা, সেজিন সেই ক্রোধ জ্বলন্ত অগ্নির মত তোমাদের উপর দাউ দাউ করে জ্বলে উঠবে। ক্রুর, নৃশংস লোকদের হাতে আমি তোমাদের তুলে দেব, যারা ধ্বংস করার কাজে সিদ্ধহস্ত।


শহরের মধ্যে যারা থাকবে, তারা যুদ্ধে নিহত হবে। শত্রুরা পরিখা খনন করবে, গড়বে মাটির বুরুজ আর টিলা। আত্মরক্ষার জন্য গড়বে মাটির অবরোধ প্রাচীর।


সেইদিন তিনি রাজকর্মচারী, রাজকুমারদের বিলাসিতার জন্য এবং যারা ভিন্নজাতির রীতিনীতি, আচার অনুষ্ঠান অনুকরণ করে, তাদের দণ্ড দেবেন।


আমি শুনেছি সন্ত্রাসের চীৎকার শুনেছি ভয়বিহ্বল ক্রন্দন, শান্তি সেখানে নেই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন