Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হগয় ভাববাদীর পুস্তক 2:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 এই মন্দিরের রূপ গৌরব আগের চেয়ে ও বেশী হবে। এই স্থানে আমি দান করব শান্তি ও সমৃদ্ধি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 এই গৃহের আগের প্রতাপের চেয়ে এর পরের প্রতাপ অনেক বেশি হবে, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন; আর এই স্থানে আমি শান্তি নিয়ে আসব, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 ভবনের বর্তমানের শোভা অতীতের শোভার চেয়ে মহান হবে।’ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন। ‘আর এখানেই আমি শান্তি প্রদান করব,’ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 এই গৃহের পূর্ব্ব প্রতাপ অপেক্ষা উত্তর প্রতাপ গুরুতর হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন; আর এই স্থানে আমি শান্তি প্রদান করিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 ‘এই মন্দিরটির গৌরব প্রথম মন্দিরের গৌরবের চেয়ে অনেক বেশী হবে। সর্বশক্তিমান প্রভু এই কথা বলেছেন।’ এই স্থানে আমি শান্তি প্রদান করব, সর্বশক্তিমান প্রভু এই কথা বলেছেন।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 এই গৃহ আগের চেয়ে ভবিষ্যতে আরো বেশি মহিমান্বিত হবে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন; আর এই জায়গায় আমি শান্তি প্রদান করব, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন৷

অধ্যায় দেখুন কপি




হগয় ভাববাদীর পুস্তক 2:9
20 ক্রস রেফারেন্স  

একথা কেউ-ই অস্বীকার করতে পারবে না যে আমাদের ধর্মের নিগূঢ়তত্ত্ব কত গভীর। মর্ত্যে মানবরূপে ঘটল লতাঁর আত্মপ্রকাশ, দিব্য আত্মার প্রভাবে তিনি হলেন স্বীকৃত, দূতবৃন্দ প্রত্যক্ষ করল তাঁকে। সর্বজাতির মাঝে কীর্তিত হলেন তিনি, বিশ্বমানবের মাঝে হলেন বন্দিত, দ্যুলোকে উন্নীত হলেন বিপুল গৌরবে।


শান্তি আমি রেখে গেলাম তোমাদের জন্য। দিয়ে গেলাম আমারই শান্তি। সংসার যে শান্তি দেয়, আমার এ দান তার মত নয়। শান্ত কর তোমাদের উদ্বিগ্ন হৃদয়, দূর কর তোমাদের ভয় ব্যাকুলতা।


সেই বাক্ দেহ ধারণ করলেন। আমাদেরই মাঝে করলেন বসতি। আমরা প্রত্যক্ষ করলাম তাঁর মহিমা, পিতার অনন্য পুত্রের মহিমা-যা করুণা ও সত্যে মণ্ডিত।


ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমামর্ত্যলোকে তাঁর প্রীতিভাজনমানবের মাঝে বিরাজ করুক শান্তি।


বন্ধুগণ, আমাদের প্রভু মহিমান্বিত যীশু খ্রীষ্টের উপর তোমরা বিশ্বাস করেছ বলে তোমাদের আচরণ হোক পক্ষপাতশূন্য।


ইসরায়েল জাতির কাছে ঈশ্বর তাঁর বাণী প্রেরণ করেছিলেন, যীশু খ্রীষ্ট যিনি সকলের প্রভু, তাঁর মাধ্যমে শান্তির সুসমাচার প্রচার করছেন।


তিনি হবেন শান্তিস্বরূপ। আসিরিয়ার লোকেরা যখন আমাদের দেশে আসবে, পদদলিত করবে আমাদের দুর্গগুলি, তখন আমরা তাদের বিরুদ্ধে পরাক্রান্ত নেতৃবৃন্দকে আমাদের রক্ষকরূপে নিয়োগ করব।


কেদর ও নবায়োতের মেষপাল আনা হবে তোমার কাছে হোমবলিরূপে উৎসর্গীত হবে তারা বেদীর উপরে প্রভু পরমেশ্বরের সন্তোষ কামনায়। প্রভু পরমেশ্বর তাঁর মন্দিরকে আরও বিভূষিত করবেন তাঁর ঐশ্বর্যের মহিমায়।


প্রভু পরমেশ্বর বলেন, আমি তোমাকে এনে দেব অগাধ ঐশ্বর্য নদীর জলের মত, এনে দেব জাতিবৃন্দের বিপুল ধনসম্পদ স্রোতধারার মত, যে ধারা শুষ্ক হবে না কখনও। দুগ্ধপোষ্য একটি শিশুর মত পরম স্নেহে জননীর কোলে তুমি লালিত হবে।


তোমরা পাহাড় থেকে কাঠ এনে আবার আমার উপযুক্ত মন্দির নির্মাণ কর যেন আমি যোগ্য মর্যাদায় পূজিত হই। তখন আমি স্বমহিমায় আবির্ভূত হব।


তোমরা যারা আগের মন্দিরের রূপ দেখেছ, তাদের কাছে এখানকার রূপ নিতান্ত তুচ্ছ বলে মনে হচ্ছে।


প্রভু পরমেশ্বর বলছেন, এর চারিদিকে আমিই হব অগ্নিপ্রাচীর, আমিই হব এর গৌরব।


প্রভু পরমেশ্বরে আত্মা তখন আমাকে তুলে নিয়ে গেলেন ভিতরের উঠোনে। সেখানে গিয়ে দেখলাম, মন্দিরের ভিতরটা প্রভু পরমেশ্বরের মহিমার আলোক বিভায় পূর্ণ হয়ে গেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন