Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হগয় ভাববাদীর পুস্তক 2:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 রূপো আমার, সোনাও আমার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 রূপা আমারই, সোনাও আমারই, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, ‘সোনা আমার ও রুপোও আমার,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 রৌপ্য আমারই, স্বর্ণও আমারই, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 ‘সমস্ত রূপো আমারই, সোনাও আমার!’ সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 রূপা ও সোনা আমারই, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন৷

অধ্যায় দেখুন কপি




হগয় ভাববাদীর পুস্তক 2:8
7 ক্রস রেফারেন্স  

এ মর্ত্যভূমি ও তার সমস্ত বস্তুই প্রভু পরমেশ্বরের, এ জগৎ ও জগদ্বাসী সকলেরই অধিপতি তিনি।


ব্রোঞ্জের পরিবর্তে আমি তোমায় এনে দেব স্বর্ণ, এনে দেব রৌপ্য লৌহের পরিবর্তে, কাষ্ঠের পরিবর্তে ব্রোঞ্জ আর প্রস্তরের পরিবর্তে এনে দেব লৌহ। তোমার শাসকেরা আর উৎপীড়ন করবে না তোমায় তাদের আমি করব শান্তিপ্রিয় আমি দান করব তাদের ন্যায়নিষ্ঠা।


তোমাকে পুনর্নির্মাণ করতে হে জেরুশালেম, সুশোভিত করতে আমার মন্দির, বিভূষিত করতে আমার নগরী আনা হবে দেবদারু, ওক আর পাইন কাষ্ঠ সর্বোৎকৃষ্ট বৃক্ষের অরণ্য লেবানন থেকে।


সে কি তোমার কাছে কাকুতি মিনতি করবে? কিম্বা নরম সুরে তোমার সঙ্গে কথা বলবে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন