Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হগয় ভাববাদীর পুস্তক 2:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 কারণ আর কিছুকাল পরে আমি আর একবার জল-স্থল, স্বর্গ-মর্ত্যকে কাঁপিয়ে তুলব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 কেননা বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, আর একবার, অল্পকালের মধ্যে, আমি আসমান ও জমিনকে এবং সমুদ্র ও শুকনো ভূমিকে কাঁপিয়ে তুলব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 “সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, ‘আর কিছুক্ষণের মধ্যেই আমি আবার আকাশ, পৃথিবী, সমুদ্র এবং ভূমিকে প্রকম্পিত করব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 কেননা বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আর এক বার, অল্পকালের মধ্যে, আমি আকাশমণ্ডল ও পৃথিবীকে এবং সমুদ্র ও শুষ্ক ভূমিকে কম্পান্বিত করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 কারণ প্রভু সর্বশক্তিমান এই কথাগুলো বলছেন! ‘কিছু ক্ষণের মধ্যেই আমি আকাশ ও পৃথিবীকে নাড়া দেব। আমি সমুদ্র ও শুকনো জমিকেও কাঁপিয়ে তুলব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 কারণ বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “আর একবার, অল্পদিনের র মধ্যেই, আমি আকাশমণ্ডল ও পৃথিবীকে এবং সমুদ্র ও শুস্ক ভূমিকে কাঁপাব৷

অধ্যায় দেখুন কপি




হগয় ভাববাদীর পুস্তক 2:6
25 ক্রস রেফারেন্স  

আর কিছুদিনের মধ্যেই আমি তোমাদের উপরে শাস্তির পালা শেষ করব এবং তারপর আমি তাদের ধ্বংস করব।


আমি ঊর্ধ্বে আকাশে দেখাব নানা অলৌকিক লক্ষণ,নীচে, পৃথিবীতে দেখাব বহুতর নিদর্শন,


সিয়োন থেকে প্রভু পরমেশ্বর রণহুঙ্কারে গর্জে উঠেছেন, জেরুশালেম থেকে ধ্বনিত হচ্ছে তাঁর বজ্রনিনাদ, আকাশ ও পৃথিবী কম্পমান, কিন্তু প্রভু তাঁর প্রজাবৃন্দের আশ্রয়স্থল, ইসরায়েলের দুর্গস্বরূপ।


প্রবাদ আছে, এককালে যা ছিল লেবাননের ঘন অরণ্য, খুব শীঘ্রই সেই অরণ্য পরিণত হবে শস্যসমৃদ্ধ কৃষিক্ষেত্রে এবং শস্যক্ষেত্র পরিণত হবে ঘন অরণ্যে।


কারণ শাস্ত্রে লেখা আছে, ‘আর ক্ষণকাল মাত্র, ক্ষণকাল পরেই আসবেন তিনি, যাঁর আবির্ভাব সুনিশ্চিত,তিনি বিলম্ব করবেন না,


এই পৃথিবীর বুকে সেদিন ছোট-বড় নির্বিশেষে সমস্ত পশু-পাখি-মৎস্যকুল এবং প্রতিটি মানুষ আমার ভয়ে কাঁপতে থাকবে। পাহাড়-পর্বত ভেঙ্গে পড়বে, পর্বত শিলা খসে পড়বে, সমস্ত দেওয়াল ধসে পড়বে।


অনতিবিলম্বে শত্রুসৈন্য তাদের হত্যা করবে এবং খামারে শস্য মাড়াই করার মত তাদের মাড়াবে। আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, এই কথা বললাম।


সূর্য, চন্দ্র তারকারাজি ধূলায় পরিণত হবে। আকাশমণ্ডল চোখের নিমিষে মাদুরের মত গুটিয়ে অদৃশ্য হয়ে যাবে। দ্রাক্ষালতা বা ডুমুরের জীর্ণ পাতার মত ঝরে পড়বে আকাশের তারাগুলি।


আর কিছুকাল, তারপরেই লুপ্ত হবে দুষ্টজনের অস্তিত্ব বহু অনুসন্ধানেও তুমি উদ্দেশ পাবে না তাদের।


তখন বিভিন্ন সমাজ, গোষ্ঠী, ভাষা ও জাতিরা লোকেরা এসে সাড়ে তিন দিন ধরে তাঁদের মৃতদেহ দেখবে কিন্তু তারা সেই মৃতদেহ সমাধি দেওয়ার অনুমতি দেবে না।


তিনি পৃথিবীকে কম্পিত করেন তাঁর স্তম্ভগুলি টলে ওঠে


তখন প্রজ্বলিত হল তাঁর ক্রোধ, টলে উঠল পৃথিবী, হল কম্পমান, বিচলিত হল পর্বতরাজির ভিত্তিমূল।


প্রভু পরমেশ্বরের প্রচণ্ড ক্রোধের হাত থেকে তারা আত্মরক্ষা করার জন্য, তাঁর মহিমা ও পরাক্রমের তেজ থেকে নিজেদের আড়াল করার জন্য পর্বতের গুহায় লুকাবে, মাটিতে গর্ত খুঁড়ে সেখানে লুকাবার চেষ্টা করবে! তিনি যখন আসবেন পৃথিবী কেঁপে উঠবে।


আমি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর যে দিন প্রচণ্ড ক্রোধে ফেটে পড়ব সেইদিন আকাশমণ্ডল থর থর করে কাঁপবে, পৃথিবী দুলতে থাকবে, বিচ্যুত হবে আপন কক্ষ থেকে।


প্রভু পরমেশ্বর বলেছেন, ইসরায়েল ও যিহুদীয়ার প্রজাদের কাছে আমার প্রতিশ্রুতি পূর্ণ করার সময় আসন্ন।


প্রচণ্ড ক্রোধের অসহ্য জ্বালায় আমি ঘোষণা করছি, সেদিন ইসরায়েল ভূমিতে ভয়াবহ ভূমিকম্প হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন