Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হগয় ভাববাদীর পুস্তক 2:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 আমি সমস্ত রাজসিংহাসন উৎপাটন করব, বিজাতীয় রাজ্যগুলির শক্তি ধ্বংস করব। রথসহ রথীদের আমি উল্টে ফেলব। অশ্ব এবং অশ্বারোহী–উভয়ের পতন হবে। তারা প্রত্যেকে পরস্পরের অস্ত্রাঘাতে নিহত হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 আর বাদশাহ্‌দের সিংহাসন উল্টে ফেলবো, জাতিদের সকল রাজ্যের পরাক্রম নষ্ট করবো, রথ ও রথারোহীদেরকে উল্টে ফেলব এবং ঘোড়া ও ঘোড়সওয়ারেরা আপন আপন ভাইয়ের তলোয়ারের আঘাতে মারা পড়বে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 আমি রাজাদের সিংহাসন উল্টে দেব এবং বিজাতীয় রাজ্যের ক্ষমতা শেষ করে দেব। আমি রথ ও তার চালকদের উল্টে দেব; ঘোড়া এবং ঘোড়সওয়ারেরা প্রত্যকে তার ভাইদের তরোয়ালের দ্বারা মারা যাবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 আর রাজগণের সিংহাসন উল্টাইয়া ফেলিব, জাতিগণের সকল রাজ্যের পরাক্রম নষ্ট করিব, রথ ও রথারোহীদিগকে উল্টাইয়া ফেলিব, এবং অশ্ব ও অশ্বারোহিগণ আপন আপন ভ্রাতার খড়্‌গে পতিত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 আমি অনেক রাজা ও তাদের রাজ্যকে উল্টে ফেলব। আমি ঐসব রাজ্যের লোকদের শক্তিকেও খর্ব করব। আমি তাদের রথ ও রথের আরোহীদের ধ্বংস করব। তাদের যুদ্ধের ঘোড়া ও ঘোড়সওয়ারীকেও আমি ধ্বংস করব। সেই সমস্ত সৈন্যরা এখন পরস্পরের মিত্র কিন্তু তারাই একে অপরের বিরোধিতা করে তরবারি দিয়ে একে অপরকে হত্যা করবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 কারণ আমি রাজাদের সিংহাসন উলটিয়ে ফেলব, জাতিদের সব রাজ্যের পরাক্রম নষ্ট করব, রথ ও রথের আরোহীদেরকে উলটিয়ে ফেলব এবং অশ্ব ও অশ্বারোহীরা নিজের নিজের ভাইয়ের তরোয়ালে মারা পরবে৷

অধ্যায় দেখুন কপি




হগয় ভাববাদীর পুস্তক 2:22
38 ক্রস রেফারেন্স  

প্রভু বলেনঃ সেই দিন আমি তোমাদের অশ্ববাহিনীকে উৎখাত করব, রথগুলি করব ধ্বংস।


ইসরায়েলীদের তিনশো তুরী যখন একসাথে বেজে উঠল, তখন পরমেশ্বরের পরিচালনায় শিবিরের সমস্ত লোক নিজেদের মধ্যেই যুদ্ধ বাধিয়ে দিল এবং তাদের সেনাবাহিনী সরোরার দিকে বেথ-শিট্টায়, টাব্বাথের কাছাকাছি আবেল-মনোলার সীমান্তে পালিয়ে গেল।


একে জাতির বিরুদ্ধে অন্য জাতির, এক রাষ্ট্রের বিরুদ্ধে অন্য রাষ্ট্রের অভ্যুত্থান হবে এবং বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প দেখা দেবে।


তারা দুঃখসাগর পার হয়ে যাবে সাগর তরঙ্গকে করবে প্রতিহত, শুকিয়ে যাবে নীলনদের বুক আসিরিয়ার দর্প হবে চূর্ণ, মিশরের রাজদণ্ড হবে অপসারিত।


স্বর্গদূত আমাকে প্রভু পরমেশ্বরের এই বাণী জেরুব্বাবেলের কাছে পৌঁছে দিতে বললেন যে সৈন্যবলে নয়, বাহুবলেও নয়, কিন্তু আমার আত্মার সাহায্যেই–তুমি সফল হবে।


দেখ, সেইদিন আসছে যে দিন আমি সর্বজাতিকে আমার সামনে উপস্থিত করব, তাদের বিরুদ্ধে উচ্চারিত হবে আমার অভিযোগ। তাদের উপরে বর্ষিত হবে আমার রোষানল, আমার কোপের আগুনে দগ্ধ হবে সমস্ত পৃথিবী–এই সিদ্ধান্তে আমি অটল।


আমি অবাধ্য জাতিবৃন্দের উপরে প্রচণ্ড ক্রোধে প্রতিশোধ গ্রহণ করব।


আমার ভোজ সভায় তারা অশ্ব, অশ্বারোহী, সৈন্যবাহিনী ও যোদ্ধাদের মাংস প্রাণভরে খাবে। আমি, সর্বাধিপতি প্রভু এই কথা বললাম।


পৃথিবীর প্রান্ত অবধি তিনি যুদ্ধ নিবৃত্ত করেন। ধনুক ভগ্ন করেন তিনি, বর্শা করেন খণ্ডবিখণ্ড রথসমূহ আগুনে পুড়িয়ে দেন।


তার চাতুরীর জোরে সে সবরকম চক্রান্তে সফল হবে। তার দর্পের সীমা থাকবে না। অতর্কিতে বহু লোকের সে বিনাশসাধন করবে। এমন কি রাজাদের রাজাকেও অবমাননা করতে সে ছাড়বে না। তবে তার বিনাশ অবশ্যই হবে। কিন্তু কোন মানুষের হাতে নয়।


হে যাকোবের আরাধ্য ঈশ্বর, তোমার তর্জনে অশ্ব ও অশ্বারোহী উভয়েই হয়েছে অচেতন।


এর পরে সপ্তম দূত তূর্যধ্বনি করলেন। তখন স্বর্গে উচ্চকণ্ঠে এই কথা ঘোষিত হল ঃ “জগতের রাজা এখন আমাদের প্রভুর অধীন,তাঁর অভিষিক্তের পদানত।রাজত্ব করবেন তিনি যুগে যুগে, চিরকাল।”


প্রভু পরমেশ্বর স্বয়ং তখন ঐ সব জাতির বিরুদ্ধে অভিযান করবেন এবং অতীতের মতই তাদের বিরুদ্ধে সংগ্রাম করবেন।


আমি বিনষ্ট করব ইফ্রয়িমের রথ, উচ্ছিন্ন করব জেরুশালেমের অশ্ববাহিনী, ভেঙ্গে ফেলব যুদ্ধের ধনুর্বাণ। সর্বজাতির মাঝে আমি স্থাপন করব শান্তি, সাগর থেকে সাগরে মহানদী থেকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত বিস্তৃত হবে আমার আধিপত্য।


জাতিসমূহের মাঝে বহু জাতি পরিবেষ্টিত যাকোবকুলের অবশিষ্টাংশ হবে, বনের পশুদের মাঝে সিংহের মত, মেষপালের মাঝে তরুণ কেশরীর মত। সে যখন আক্রমণ করে মেষের পালকে তখন তাকে পদদলিত করে ছিন্নভিন্ন করে ফেলে, তাদের উদ্ধারের কোনও পথ থাকে না তখন।


ধ্বংস, ধ্বংস—ধ্বংস করে দেব সব। হ্যাঁ, এ নগরীকে আমি ধ্বংসস্তূপে পরিণত করব, কিন্তু এ নগরীর দণ্ড বিধানের জন্য আমি যাকে মনোনীত করেছি, সে না আসা পর্যন্ত এসব কিছুই ঘটবে না। সে এলে আমি তার হাতেই সব তুলে দেব।


কিন্তু যে সমস্ত জাতি বিমুখ হবে, করবে না তোমার পরিচর্যা বিনষ্ট হবে তারা, সমূলে ধ্বংস হয়ে যাবে।


প্রভু পরমেশ্বর বলেছেন, আমি মিশরে গৃহযুদ্ধ বাধিয়ে দেব, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবে, প্রতিবেশী দাঁড়াবে প্রতিবেশীর বিরুদ্ধে। প্রতিদ্বন্দ্বী নগর-শহরে যুদ্ধ বেধে যাবে এবং প্রতিদ্বন্দ্বী রাজ্যগুলির মধ্যে শুরু হয়ে যাবে ক্ষমতার লড়াই।


তাই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর ক্রুদ্ধ হয়েছেন। তাঁর শাস্তি আগুনের মত নেমে এসে সারা দেশ জ্বালিয়ে দেবে, ধ্বংস করে দেবে মানুষকে—সকলে আত্মরক্ষায় ব্যস্ত হযে উঠবে।


তারা স্তবগান আরম্ভ করার সঙ্গে সঙ্গে প্রভু পরমেশ্বর আক্রমণকারী সৈন্যবাহিনীর মধ্যে সন্ত্রাসের সৃষ্টি করলেন।


বিন্যামীন প্রদেশের গিবিয়া থেকে শৌলের সান্ত্রী সৈন্যরা দেখতে পেল যে ফিলিস্তিনী সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক ছুটোছুটি করছে।


অশ্ব, অশ্বারোহী, রথসহ ফারাও-এর সৈন্যসামন্ত সমুদ্রগর্ভে নেমে গিয়েছিল। প্রভু পরমেশ্বর তখন সমুদ্রের জলরাশি ফিরিয়ে এনে তাদের নিমজ্জিত করলেন। ইসরায়েলীরা কিন্তু শুকনো মাটির উপর দিয়ে হেঁটে সমুদ্র পার হয়ে গেল।


ফারাও-এর সেনাবাহিনী, রথী, অশ্বারোহী ইত্যাদি যারা ইসরায়েলীদের পিছনে তাড়া করে সমুদ্রে নেমে গিয়েছিল, সমুদ্রের জল ফিরে এসে তাদের গ্রাস করল, তাদের একজনও রক্ষা পেল না।


আমি মিশরীদের ক্রোধে এমন উন্মত্ত করে তুলব যে তারা তাদের পিছনে ছুটে যাবে, আর তখন আমি ফারাও ও তার রথী ও অশ্বারোহী সৈন্যদের ধ্বংস করব। এতে লোকে জানবে আমার মহিমা।


ফারাও-এর রথ ও সৈন্যসামন্ত তিনি নিক্ষেপ করেছেন সাগরে, লোহিত সাগরে হয়েছে নিমজ্জিত ফারাও-এর শ্রেষ্ঠ সেনানীকুল।


আম্মোনী ও মোয়াবী সৈন্যরা ইদোমী সৈন্যদের আক্রমণ করে ধ্বংস করে দিল এবং তারা পরস্পরকে আক্রমণ করে অমানুষিক যুদ্ধ আরম্ভ করল।


উপকুলবাসী জাতিবৃন্দের রাজারা নেমে আসবে তাদের সিংহাসন থেকে। খুলে ফেলবে সাজ-পোষাক, খুলে ফেলবে সূচীশিল্প শোভিত অঙ্গাবরণ। কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়বে তারা। তোমার দুর্দশা দেখে তারা এত আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে যে কিছুতেই তাদের কাঁপুনি থামবে না।


সর্বপ্রকার দুর্বিপাকের মধ্যে ফেলে গোগকে আমি আতঙ্কগ্রস্ত করে তুলবো। আমি, সর্বাধিপতি প্রভু এই কথা বলছি। তার সৈন্যবাহিনী নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হবে।


ধনুর্ধারী তিষ্ঠাতে পারবে না স্বস্থানে, ক্ষিপ্রগামী পদাতিক সৈন্য কিম্বা অশ্বারোহী কেউ-ই রক্ষা পাবে না প্রাণে।


সর্বজাতি তা দেখে নিজেদের ক্ষমতা সম্পর্কে লজ্জা অনুভব করবে, তারা দুহাতে মুখ ঢেকে নীরবে থাকবে, তাদের কান হবে বধির।


তারা বিজয়ী সেনার মত পথের কাদায় শত্রুদের পদদলিত করবে। দুর্ধর্ষ অশ্বারোহী সেনানীকে করবে বিপর্যস্ত, কারণ আমি তাদের সহায়।


একটি জাতি অপর জাতির উপর উৎপীড়ন করত, একটি নগর আর একটি নগরের উপর চালাত দমন-পীড়ন। ঈশ্বরই এই অরাজকতা ও দুদর্শা এনেছিলেন তাদের উপর।


তোমার বিপদের বিরুদ্ধে তোমার বাহু হবে পরাক্রান্ত, তোমার শত্রুরা হবে উচ্ছিন্ন।


সেদিন যে সমস্ত জাতি জেরুশালেম আক্রমণ করতে আসবে তিনি তাদের ধ্বংস করবেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন