হগয় ভাববাদীর পুস্তক 1:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)10 তোমাদের এই আচরণের জন্যই আকাশ বারি বর্ষণ করে না, ভূমিও ফসল দেয় না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 এজন্য তোমাদেরই কারণে আসমান রুদ্ধ হয়েছে, শিশির পড়ে না ও ভূমি রুদ্ধ হয়েছে, ফল দেয় না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 সেই কারণে পৃথিবীতে শিশির পড়া বন্ধ, ফলে ফসলও হচ্ছে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 এই জন্য তোমাদেরই কারণ আকাশ রুদ্ধ হইয়াছে, শিশির বর্ষায় না, ও ভূমি রুদ্ধ হইয়াছে, ফল দেয় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 এই জন্য তোমাদেরই কারণে আকাশ বৃষ্টি দেবে না এবং ভূমি ফসল উৎপন্ন করবে না।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 এই জন্য আকাশ শিশির দেওয়া বন্ধ করেছে ও জমি ফসল উত্পন্ন বন্ধ করেছে৷ অধ্যায় দেখুন |