Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




সফনিয় 3:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 কিন্তু জেরুশালেমে অধিষ্ঠিত পরমেশ্বর ধর্মময়, ন্যায়বান। নিত্য প্রভাতে সূর্যোদয়ের যেমন ব্যতিক্রম নেই, তেমনি ব্যতিক্রম নেই তাঁরও ন্যায়বিচারে। কিন্তু তা সত্ত্বেও অসৎ নির্লজ্জদের চেতনা হয় না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 তার মধ্যবর্তী মাবুদ ধর্মশীল; তিনি অন্যায় করেন না, প্রতি প্রভাতে ন্যায়বিচার স্থাপন করেন, প্রতি ভোরে তা করতে ত্রুটি করেন না; কিন্তু অন্যায়কারীররা লজ্জা পায় না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 তার মাঝে সদাপ্রভু ন্যায়পরায়ণ; তিনি কোনও অন্যায় করেন না। সকালের পর সকাল তিনি ন্যায়বিচার করেন, আর প্রত্যেক নতুন দিনে তিনি ভুল করেন না, তবুও সেই অন্যায়কারীদের কোনও লজ্জা নেই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তাহার মধ্যবর্ত্তী সদাপ্রভু ধর্ম্মশীল; তিনি অন্যায় করেন না, প্রতি প্রভাতে তিনি আপন বিচার আলোকে স্থাপন করেন, ত্রুটি করেন না; কিন্তু অন্যায়াচারী লজ্জা জানে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 ঈশ্বর এখনও পর্যন্ত সেই শহরে আছেন এবং তিনি এখনও তাদের প্রতি অনুগত। ঈশ্বর কোন ভুল কাজ করেন না। তিনি তাঁর প্রজাদের সাহায্য করে যান। প্রতিদিন সকালে ভালো সিদ্ধান্ত নেবার জন্য তিনি লোকেদের সাহায্য করেন। কিন্তু ঐ খারাপ লোকেরা তাদের খারাপ কাজের জন্য মোটেই লজ্জিত নয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তার মধ্যে সদাপ্রভু ধার্মিক; তিনি কোন অন্যায় করেন না৷ প্ রত্যেক সকালে তিনি ন্যায়বিচার করেন; যা আলোতে গোপন থাকবে না৷ তবুও অন্যায়কারীদের লজ্জা নেই৷

অধ্যায় দেখুন কপি




সফনিয় 3:5
41 ক্রস রেফারেন্স  

তিনি পরম আশ্রয়গিরি ন্যায়ের আধার সকল কর্মে তিনি অভ্রান্ত নির্ভুল। প্রতিজ্ঞায় অটল তিনি সত্যে অবিচল, ধর্মময় তিনি যথার্থ ঈশ্বর।


সুর্যোদয়ের মতই তাঁর প্রেম সুনিশ্চিত, ধ্রুব, নূতন প্রভাতের মত সজীব প্রাণময়।


প্রভু পরমেশ্বর সকল কর্মে দয়াবান, ন্যায়পরায়ণ সর্বক্ষেত্রে।


প্রভু তোমার দণ্ড মকুব করেছেন! তোমার শত্রুদের করেছেন বিতাড়িত। ইসরায়েলের অধিপতি প্রভু তোমার সাথে আছেন, তোমার আর অমঙ্গলের ভয় নেই।


আঘাত করবে তোমাদের বার বার। দিনের পর দিন। দিনরাত এই দারুণ দুঃসহ বিপর্যয় সহ্য করতে হবে তোমাদের। সেদিন যখন ঈশ্বরের এই বাণী তোমরা উপলব্ধি করবে তখন ভয়াবহ বিভীষিকা তোমাদের ঘিরে ধরবে।


তোমার ঈশ্বর প্রভু তোমার সহায়, পরাক্রমী উদ্ধারকর্তা তিনি, তুমি হবে তাঁর আদরের ধন। সুগভীর ভালবাসায় তিনি তোমাকে নতুন করে গড়ে তুলবেন। উৎসবের আনন্দে মানুষ যেমন বিভোর হয় তোমায় নিয়ে তাঁরও হবে তেমনি আনন্দ।


আনন্দে মুখর হয়ে উচ্চকন্ঠে গাও স্তবগান হে সিয়োন নিবাসী! ইসরায়েলের পরম আরাধ্য পবিত্র ঈশ্বর অতি সুমহান, প্রজাদের মাঝে বসতি যে তাঁর, পেতেছেন সেথায় আসন।


তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের রক্ষণাবেক্ষণ ও তোমাদের হাতে শত্রুদের সমর্পণ করার জন্য শিবিরের মধ্যে গমনাগমন করেন, সেই জন্য তোমাদের শিবিরকে শুচি রাখতে হবে, তোমাদের কোন অশুচিতা, যেন তিনি দর্শন না করেন তাহলে তোমাদের প্রতি তিনি বিরূপ হবেন।


যিনি নিরপেক্ষভাবে প্রত্যেকের কর্ম অনুযায়ী বিচার করেন, তাঁকে যদি তোমরা ‘পিতা’ বলে সম্বোধন কর, তাহলে তাঁর প্রতি সম্ভ্রম অক্ষুণ্ণ রেখে এই প্রবাসজীবন যাপন কর।


এইভাবেই তিনি এই যুগে তাঁর ধর্মময়তা হয় যে তিনি স্বয়ং ধর্মময় এবং যারা যীশু নির্ভর তাদেরও তিনি ধার্মিক প্রতিপন্ন করেন।


প্রভু পরমেশ্বর বলছেন, এর চারিদিকে আমিই হব অগ্নিপ্রাচীর, আমিই হব এর গৌরব।


তিনিই প্রকাশ করবেন তোমার সততা আলোকের মত, মধ্যদিনের দীপ্তির মত প্রকাশিত হবে তোমায় ন্যায়পরতা।


বিজ্ঞজনেরা, এবার আমার কথা শুনুন, ঈশ্বর যে দুষ্কর্ম করবেন, সর্বশক্তিমান যে অন্যায় করবেন, তা কোনমতেই সম্ভব নয়।


সেই জন্য প্রভুর আগমনের নির্ধারিত লগ্নের আগে তোমরা কারো বিচার করো না। তিনিই অন্ধকারে আবৃত সমস্ত বিষয় আলোকে উদঘাটিত করবেন, সকলের মনের ভাবনা চিন্তা ব্যক্ত করবেন। একমাত্র তখনই প্রত্যেকে ঈশ্বরের কাছ থেকে তার প্রাপ্য প্রশংসা লাভ করবে।


কিন্তু তুমি হৃদয় কঠিন ও অনমনীয় করে বিচার দিনের জন্য তোমার দণ্ড সঞ্চয় করে রাখছ। সেই দিনে ঈশ্বরের ন্যায়বিচার সকলে প্রত্যক্ষ করবে এবং


এমন কিছু লুকানো নেই, যা প্রকাশ পাবে না অথবা এমন কিছু গুপ্ত নেই যা জানা যাবে না।


হে নির্লজ্জ জাতি, সচেতন হও!


তুমি কেন আমার চোখের উপর অন্যায় ঘটতে দিচ্ছ? কেন আমায় দেখতে হচ্ছে এত অবিচার? আমার চারিদিকে চলেছে কত অত্যাচার ও ধ্বংসের লীলা, বেড়ে চলেছে বিরোধ ও কলহ।


প্রভুর ক্রোধ আমি সহ্য করব, কেননা আমি পাপ করেছি তাঁর বিরুদ্ধে, পরিশেষে তিনিই আমার পক্ষ অবলম্বন করবেন, ন্যায়বিচার সম্পন্ন করবেন আমার পক্ষে। তিনিই আমাকে আলোকে উত্তীর্ণ করবেন, প্রত্যক্ষ করব আমি তাঁরই সাধিত পরিত্রাণ।


সেখানকার নেতারা উৎকোচ নিয়ে বিচার করে, পুরোহিতেরা বিধান দেয় অর্থের বিনিময়ে, নবীরাও অর্থেরই বিনিময়ে দৈবানুসন্ধান করে, এমনকি তারা প্রভুর উপর ভরসা রেখে বলে, ‘প্রভু আছেন আমাদের মাঝে, কোনও অমঙ্গল হবে না আমাদের।’


নগরীর চার দেওয়ালের মোট পরিধি আঠারো হাজার হাত। এখন থেকে এই নগরীর নাম হবে “এখানে বিরাজমান প্রভু পরমেশ্বর!’’


এই সমস্ত ঘৃণ্য কার্যকলাপের জন্য আমার প্রজাবৃন্দ কি লজ্জিত? না, তারা বিন্দুমাত্র লজ্জিত নয়, লজ্জা কাকে বলে, তা তারা জানেই না। তাই, অন্যান্যদের মত তাদেরও পতন হবে। যখন আমি তাদের শাস্তি দেব, তখনই তারা শেষ হয়ে যাবে চিরকালের মত। আমি প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


এইসব ঘৃণ্য কাজের জন্য তারা কি লজ্জিত? না, তারা বিন্দুমাত্র লজ্জিত নয়। তারা জানেই না লজ্জা কাকে বলে। কাজেই, আর সকলের যেভাবে পতন হয়েছে, সেইভাবে তাদেরও পতন হবে। আমি যখন তাদের শাস্তি দেব, সে-ই হবে তাদের শেষ পরিণাম। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


সেইজন্য বর্ষা রুদ্ধ হয়েছে, বসন্তে আর বৃষ্টি নামে না। তোমাকে এখন ব্যভিচারিণীর মতই দেখায়, কোন লাজ-লজ্জা নেই তোমার।


অবসাদে আচ্ছন্ন মানুষের বেদনার অনুভূতি প্রভু পরমেশ্বর দিয়েছেন আমায়, তাদের উদ্যম ফিরিয়ে আনার জন্য প্রয়োজন যে কথা, দিয়েছেন তিনি আমায় সেই কথা বলার জ্ঞান। তাঁর শিক্ষা গ্রহণের জন্য প্রতি প্রভাতে তিনি আমায় করেন উৎসুক।


এস, উপস্থিত কর বিচার্য বিষয়, প্রতিবাদীরা পরস্পর করুক আলোচনা, দীর্ঘকাল আগে কে করেছিল ভবিষ্যদ্বাণী আগামী দিনের কথা? সে কি আমি নই? আমিই সেই প্রভু পরমেশ্বর যিনি করেন উদ্ধার তাঁর প্রজাদের!


হে প্রভু পরমেশ্বর, আমাদের প্রতি কৃপা কর। তুমিই আমাদের আশা ও ভরসা। তুমি নিত্য নিয়ত আমাদের রক্ষা কর এবং বিপদের দিনে উদ্ধার কর আমাদের।


ঈশ্বর কি বিচার বিকৃত করেন? সর্বশক্তিমান কি ন্যায়ের অন্যথা করেন?


দোহাই আপনার। দুর্জনদের সঙ্গে ধামির্কদেরও বিনাশ করবেন না। ধার্মিক ও দুর্জনকে এক পর্যায়ে ফেলবেন না। সারা পৃথিবীর বিচারপতি কি ন্যায় বিচার করবেন না?


ওগো সিয়োনদুহিতা, মহোল্লাস কর, জয়ধ্বনি কর ওগো জেরুশালেম কন্যা। ঐ দেখ, তোমার অধিরাজ আসছেন তোমার কাছে যুদ্ধে হয়েছেন তিনি বিজয়ী। তিনি নত-নম্র, গর্দভপৃষ্ঠে আসীন ভারবাহী পশুশাবক তাঁর বাহন।


প্রতি প্রভাতে কেন তুমি তার খোঁজ নাও? পরীক্ষা কর তাকে প্রতি মুহুর্তে?


এই ভাবেই প্রকাশিত হবে যে, প্রভু পরমেশ্বর ন্যায়পরায়ণ, তিনিই আমার আশ্রয়গিরি, তাঁর মধ্যে নেই কোন অধর্ম।


কিন্তু তোমরা বল, ‘প্রভু পরমেশ্বর যা করছেন তা ন্যায্যা নয়’। হে ইসরায়েলীবৃন্দ, শোন আমার কথা, তোমরা কি ভাব আমার কর্মপন্থা সঠিক নয়? আমি বলি তোমরাই বরং ন্যায়ের পথে চল না।


জ্ঞানবান যে, সে-ই বুঝবে এই সমস্ত বিষয়, বিচক্ষণ ব্যক্তি উপলব্ধি করবে এ কথা। কারণ প্রভু পরমেশ্বরের পথ সরল, ধার্মিকেরা সেই পথে চলে ও সফল হয়, কিন্তু অধর্মাচারীরা উছোট খায় সেই পথে, এবং শেষে তাদের পতন হয়।


ইসরায়েলকুলের এই অবশিষ্ট লোকেরা আর অন্যায় করবে না, মিথ্যাকথা বলবে না, তাদের মুখে থাকবে না কোন ছলনা। তাদের জীবন হবে নিশ্চিন্ত ও নিরাপদ, ভয় কাকে বলে তারা জানবে না।


সেই জন্যই আমি নবীদের দ্বারা তোমাদের দোষী সাব্যস্ত করেছি, হনন করেছি তোমাদের আমার মুখনিঃসৃত বাক্য দ্বারা, তড়িৎ শিখার মতই নির্গত হয়েছে আমার দণ্ডাদেশ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন