Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




সফনিয় 3:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 সে কারও কথা শোনে না,কারও শাসন মানে না, পরমেশ্বরের উপর সে কখনও নির্ভর করেনি, তাঁর শরণও নেয়নি কখনও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 সে কাউকে মানে নি, শাসন গ্রহণ করে নি, মাবুদের উপর নির্ভর করে নি, তাঁর আল্লাহ্‌র কাছে আসে নি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 সে কারোর আদেশ মানে না, কোনও অনুশাসনও গ্রহণ করে না। সে সদাপ্রভুতে আস্থা রাখে না, সে তার ঈশ্বরের কাছে যায় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 সে রব শুনে নাই, শাসন গ্রহণ করে নাই, সদাপ্রভুতে নির্ভর করে নাই, আপন ঈশ্বরের নিকটে আইসে নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 তোমার লোকেরা আমার কথা শোনেনি! তারা আমার শিক্ষা গ্রহণ করেনি। জেরুশালেম প্রভুতে বিশ্বাস করেনি। জেরুশালেম তার ঈশ্বরের কাছে যায় নি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 সে ঈশ্বরের কথা শোনেনি, সদাপ্রভুর শাসনও গ্রহণ করে নি৷ সে সদাপ্রভুর উপর আস্থা রাখেনি, তারা ঈশ্বরের কাছে যায়নি৷

অধ্যায় দেখুন কপি




সফনিয় 3:2
30 ক্রস রেফারেন্স  

তুমি যখন সমৃদ্ধিশালী ছিলে, তোমায় সতর্ক করেছিলেন প্রভু পরমেশ্বর। তবু তুমি শোন নি, করেছিলে প্রত্যাখ্যান। সারাটি জীবন তুমি কাটিয়ে দিলে এমনি করেই, প্রভু পরমেশ্বরের বাধ্য হলে না কোনদিন।


প্রভু পরমেশ্বর চান বিশ্বস্ততা, তিনি আঘাত করলেন তোমাদের, তবু তোমরা গ্রাহ্য করলে না। তিনি তোমাদের বিপর্যস্ত করলেন, তবু তোমরা সংশোধন করলে না নিজেদের। চরম ঔদ্ধত্যে একগুঁয়েমি করলে, ফিরে এলে না পাপের পথ থেকে।


তারা আমার দিক থেকে মুখ ফিরিয়েছে। অবিরাম তাদের আমি শিক্ষা দিয়ে এসেছি, তা সত্ত্বেও আমার কথায় তারা কান দেয়নি, নিজেদের সংশোধনও করেনি তারা।


আমি তোমাকে শাস্তি দিয়েছি, কিন্তু তাতে কোনও কাজ হয়নি। তোমাকে সংশোধন করতে তুমি আমাকে দিলে না। ক্রুদ্ধ সিংহের মত তুমি হত্যা করেছ তোমার প্রবক্তা নবীদের।


প্রভু পরমেশ্বর বলেন, কিন্তু হে ইসরায়েল তোমরা আমায় ডাকলে না, আরাধনা করলে না আমার ক্লান্ত তোমরা আমার আরাধনায়।


প্রভু পরমেশ্বর বলেছেন, এই সব লোক আমার আরাধনা করে বলে দাবী করে কিন্তু তাদের কথা অর্থহীন, তাদের মন অন্য কোথাও বাঁধা আছে। তাদের ধর্ম হল মানুষের তৈরী প্রথা ও বিধি বিধান মাত্র, এ শুধু তারা মুখস্থ রাখে।


তুমি তখন বলবে, “হায়! আমি উপদেশ তুচ্ছ করেছি, আমার হৃদয় অবহেলা করেছে তিরস্কার।


কারণ ঈশ্বরে বিশ্বাস ছিল না তাদের, তাঁর ত্রাণশক্তিতে তারা করেনি নির্ভর।


ঈশ্বরের সান্নিধ্যে থাকাই আমার পক্ষে মঙ্গলজনক, তাই সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের শরণ নিয়েছি আমি, যেন গাইতে পারি তাঁরই কীর্তিগাথা।


আমি তোমায় সংশোধন করি, এ তুমি চাও না, অমান্য কর তুমি আমার আদেশ।


উন্নাসিক, গর্বিত দুরাত্মা গ্রাহ্য করে না প্রভু পরমেশ্বরকে, তার জীবনে ঈশ্বরের কোন স্থান নেই।


কিন্তু তোমার প্রজারা বিদ্রোহ করল, অবাধ্য হল তোমার। তোমার অনুশাসন পালনে করল অস্বীকার যারা তাদের সাবধানবাণী শুনিয়েছিল, বলেছিল ফিরে আসতে তোমার কাছে, সেই প্রবক্তা নবীদের তারা করেছিল বধ, বার বার তারা তেমায় করেছিল অপমান।


তখন এস আমরা কলুষমুক্ত বিবেক ও নির্মল জলে স্নাত দেহ নিয়ে সরল মনে ও পূর্ণ বিশ্বাসে এগিয়ে চলি।


জেরুশালেম তোমার ভ্রষ্টাচার তোমাকে অশুচি করেছে। যদিও আমি অনেক চেষ্টা করেছি তোমাকে শুচি করতে, তবুও তুমি অশুচিই রয়ে গেলে। যতক্ষণ না তুমি আমার চরম ক্রোধের জ্বালা অনুভব করতে পারছ ততক্ষণ তুমি শুচি হবে না।


তাই এখন, আমি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর আমার প্রতিজ্ঞা অনুযায়ী আমি যিহুদীয়া এবং জেরুশালেমের মানুষের উপরে সর্বপ্রকার ধ্বংসাত্মক বিপর্যয় আনব। আমি অবশ্যই এ সবই ঘটাব, কারণ তোমরা আমার কথা শোননি এবং সাড়া দাও নি আমার ডাকে।


যারা সাহায্যের জন্য মিশরে যায়, তাদের সমূহ সর্বনাশ আসন্ন! তারা মিশরের বিশাল সামরিক শক্তির উপরে—অশ্ব, রথ ও সৈন্য আস্থা স্থাপন করে। কিন্তু তারা ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপরে আস্থা স্থাপন করে না অথবা সাহায্য প্রার্থনা করে না তাঁর কাছে।


কেন তোমরা বিদ্রোহ করে চলেছ? তোমরা কি আরও বেশী শাস্তি পেতে চাও? হে ইসরায়েল, এরই মধ্যে তোমার মাথা ক্ষতে ভরে গেছে, তোমার হৃদয় ও মন আঘাতে জর্জরিত।


ঈশ্বরভক্তি প্রজ্ঞার প্রথম সোপান, কিন্তু মূর্খেরা অবজ্ঞা করে প্রজ্ঞা ও হিতোপদেশ।


সমগ্র শাস্ত্রই ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত এবং শিক্ষাদানের উপযোগী। এর দ্বারা সব দোষ দেখানো যায়, তেমনি ভুল সংশোধন করে মানুষকে ধর্মপথে পরিচালিত করা যায়।


তিনি বলেছেন, এই হবে তোমার ভবিতব্য। তিনি তোমার এই অবস্থা করবেন বলে মনস্থ করেছেন, কারণ তুমি তাঁকে ভুলে গিয়ে অলীক দেবতাদের উপর আস্থাশীল হয়েছ।


মর্ত্যমানব, ইসরায়েলীদের বল যে, তাদের দেশ অপবিত্র। সেই জন্যই ক্রুদ্ধ হয়ে এ দেশকে আমি শাস্তি দিচ্ছি।


পূর্বে সিরিয়া ও পশ্চিমে ফিলিস্তিয়া তাদের গ্রাস করার জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু তা সত্ত্বেও প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রশমিত হয় নি, শাস্তিদানের জন্য এখনও তাঁর হাত উদ্যত হয়ে আছে।


যারা আমার পথ থেকে সরে গেছে, আর আমাকে ডাকে না, আমার নির্দেশও জানতে চায় না, আমি তাদের বিনাশ করব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন