Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




সফনিয় 3:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 পরমেশ্বর বলেছেন, আর ভয় নেই, আমি ঘুচিয়ে দেব তোমার দুঃখ-দুর্দশা, মুছে দেব তোমার লজ্জা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 যারা নির্দিষ্ট ঈদ পালন করতে না পেরে খেদ করে, তাদেরকে আমি একত্র করবো; তারা তোমা থেকে উৎপন্ন, তারা ধিক্কারে ভারগ্রস্ত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 “তোমার নির্দিষ্ট উৎসব পালন না করতে পারার জন্য যারা শোক করে তা আমি তোমার থেকে দূর করে দেব, যা তোমার কাছে বোঝা এবং নিন্দা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 যাহারা পর্ব্ববিরহে খেদ করে, তাহাদিগকে আমি একত্র করিব; তাহারা তোমা হইতে উৎপন্ন, তাহারা ধিক্কারে ভারগ্রস্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 প্রভু বলেছিলেন, “আমি তোমার লজ্জাকে দূর করে দেবো। আমি ঐসব লোকদের তোমাকে আঘাত করা থেকে থামাবো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 লোকজন যেমন উত্সবে করে৷ আমি তোমাদের লজ্জা ও ধ্বংসের ভয় দূরে সরিয়ে দেব৷ ৷

অধ্যায় দেখুন কপি




সফনিয় 3:18
18 ক্রস রেফারেন্স  

আমি সমস্ত দেশ ও জাতির মধ্যে থেকে তোমাদের ফিরিয়ে আনব তোমাদেরই নিজের দেশে।


পবিত্র উৎসবের দিনে কেউ আর আসে না সেখানে, কুমারী কন্যাদের গানে মুখর হত যার আকাশ বাতাস, লাঞ্ছনার যন্ত্রণায় সে আজ স্তব্ধ নিথর। শুধু শোনা যায় পুরোহিতকুলের করুণ আর্তনাদ, নগরদ্বার জনশূন্য, পরিত্যক্ত। সিয়োনের পথ আজ রিক্ত, বেদনায় আতুর।


কাল সমাগত! তোমরা যারা ছড়িয়ে আছ প্রবাসে, সবাইকে আমি দেশে ফিরিয়ে আনব, বিখ্যাত করব তোমাদের সারা পৃথিবীতে। আবার আমি তোমাদের ভরিয়ে তুলব সুখ-সমৃদ্ধিতে। এ সবই ঘটবে তোমাদের চোখের সামনে।


প্রভু পরমেশ্বরের নির্দিষ্ট উৎসবের দিনে এবং নির্দিষ্ট পর্বদিনে তোমরা কি করবে?


যিহুদা গোষ্ঠী ও ইসরায়েলী গোষ্ঠীর লোকেরা একত্রে সংগৃহীত হবে, তারা নিজেদের উপরে একজন অধিনায়ক নিযুক্ত করবে এবং তারা সেই দেশ থেকে অভিযান করবে, কারণ যিষ্‌রিয়েলের সেই দিন হবে মহান দিবস।


বিদেশ বিভূঁই থেকে তাদের খুঁজে খুঁজে জড়ো করে ফিরিয়ে আনব তাদের নিজের দেশে। ফিরিয়ে নিয়ে যাব তাদের ইসরায়েলভূমির পর্বতে-উপত্যকায়, নিয়ে যাব নদী-নির্ঝরে সুশোভিত মনোরম স্থানে, নিয়ে যাব শ্যামল চরাণীতে।


ভগ্নস্তূপে পরিণত আজ নির্জন জেরুশালেম সখেদে স্মরণ করে তার গৌরবময় অতীতের বৈভব। যেদিন শত্রুর পদতলে সে হয়েছিল ধরাশায়ী, সাহায্য করেনি কেউ তাকে, তার পতনে বিজয়ী বীরের দল ব্যঙ্গ উল্লাসে হয়েছিল মত্ত।


নানা দেশ থেকে আমি আমার অবশিষ্ট প্রজাদের সংগ্রহ করে আনব, সেইখান থেকে, যেখানে আমি তাদের ছড়িয়ে দিয়েছিলাম। ফিরিয়ে আনব তাদের মাতৃভূমিতে। তাদের অনেক সন্তান সন্ততি হবে, সংখ্যায় তারা বেড়ে অজস্র হবে।


প্রেরণ কর তোমার দীপ্তি ও সত্য, তারাই আমাকে পথ দেখাক, নিয়ে যাক আমায় তোমার পবিত্র শৈলে, তোমার আবাসে।


জেরুশালেমের চারিদিকে যাও, শহরের মধ্যে অনুষ্ঠিত জঘন্য অনাচারের যন্ত্রণায় জর্জরিত মানুষগুলির কপালে চিহ্ন এঁকে দাও।


প্রতিবেশীদের কাছে আমরা আজ ঘৃণাস্পদ সকলের পরিহাস ও বিদ্রূপের পাত্র হয়েছি আমরা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন