Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




সফনিয় 1:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 তাদের সম্পদ সমস্তই লুণ্ঠিত হবে,তাদের ঘরবাড়ি হবে বিধ্বস্ত। তারা গৃহনির্মাণ করলেওসেখানে বাস করতে পারবে না। দ্রাক্ষাকুঞ্জ রচনা করলেওতা থেকে উৎপন্ন সুরাপান করতে তারা পারবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 তাদের সম্পদ লুট হবে ও তাদের বাড়িগুলো ধ্বংসস্থান হবে; তারা বাসগৃহ নির্মাণ করবে, কিন্তু তাতে বাস করতে পারবে না; আঙ্গুরক্ষেত প্রস্তুত করবে, কিন্তু তার আঙ্গুর-রস পান করতে পারবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 তাদের ধনসম্পত্তি লুট করা হবে, তাদের ঘরগুলি ধ্বংস করা হবে। তারা নতুন ঘর নির্মাণ করলেও, তাতে তারা বসবাস করতে পারবে না; তারা দ্রাক্ষালতা লাগালেও, তার রস পান করতে পারবে না।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 তাহাদের সম্পদ লুট হইবে, ও তাহাদের গৃহ সকল ধ্বংসস্থান হইবে; তাহারা বাটী নির্ম্মাণ করিবে, কিন্তু তাহাতে বাস করিতে পাইবে না; দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিবে, কিন্তু তাহার দ্রাক্ষারস পান করিতে পাইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 তখন অন্যান্য লোকেরা তাদের সম্পত্তি নেবে এবং বাড়ীগুলি ধ্বংস করবে। সেই সময়ে, লোকে যে সব গৃহ তৈরী করেছে তাতে তারা বাস করতে পারবে না এবং মাঠে যে দ্রাক্ষাগাছ লাগিয়েছিল সেই দ্রাক্ষা থেকে তারা দ্রাক্ষারস পান করতে পারবে না—অন্যান্য লোকেরা সেইসব ভোগ করবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 তাদের সম্পত্তি লুট করা হবে এবং তাদের বাড়ি ধ্বংস হবে৷ তারা বাড়ি তৈরী করবে কিন্তু তাতে বাস করবে না; তারা আংগুর ক্ষেত করবে কিন্তু আংগুরের রস খেতে পাবে না৷

অধ্যায় দেখুন কপি




সফনিয় 1:13
24 ক্রস রেফারেন্স  

তোমরা দীন দুঃখীদের পদদলিত করে, তাদের ফসল কেড়ে নিয়ে যে কারুকার্যমণ্ডিত পাষাণ অট্টালিকা নির্মাণ করেছ, সেখানে আমি তোমাদের বাস করতে দেব না। তোমরা রচনা করেছ মনোরম দ্রাক্ষাকুঞ্জ, কিন্তু তার সুরা তোমাদের পান করতেদেব না।


তোমরা বীজ বুনবে, কিন্তু গোলায় তোলার জন্য কিছুই পাবে না, তোমরা জলপাই পেষাই করবে, কিন্তু ব্যবহারের জন্য একটুও তেল পাবে না, তোমরা দ্রাক্ষা মাড়াই করবে কিন্তু একটুও সুরা পাবে না পানের জন্য।


তোমরা বিবাহের সম্বন্ধ স্থির করবে কিন্তু অন্য লোকে তোমাদের বাগ্‌দত্তা বধূর সতীত্ব হরণ করবে। তোমরা বাড়ি তৈরী করবে, কিন্তু সেখানে বাস করতে পারবে না, তোমরা দ্রাক্ষাকুঞ্জ রচনা করবে কিন্তু তার ফল ভোগ করতে পারবে না।


প্রভু পরমেশ্বর বলেছেন, বিদেশীদের দিয়ে আমি তাদের ধনসম্পদ লুন্ঠন করাব, দস্যুদল তাদের ধনসম্পত্তি লুঠ করে নিয়ে যাবে, কুকাজে ব্যবহার করবে।


প্রভু পরমেশ্বর আমাকে বললেনঃ আমার প্রজাদের ধনসম্পদ লুণ্ঠন করার জন্য আমি শত্রু পাঠাব। সারা দেশ জুড়ে যে পাপাচার তারা করেছে, তারই ফলে তাদের এই শাস্তি!


ঐ শোন, সিয়োনে শোনা যায় ক্রন্দন ধ্বনি, ‘আমরা ধবংস হয়ে গেছি, ভুলুণ্ঠিত আমাদের মান-সম্ভ্রম, ঐ দেশ ছেড়ে আমাদের চলে যেতে হবে, ভেঙ্গে চূরমার হয়ে গেছে আমাদের ঘরবাড়ি।’


তোমরা দ্রাক্ষাকুঞ্জ রচনা করবে, তার পরিচর্যাও করবে কিন্তু তোমরা দ্রাক্ষাসুরা পান করতে পারবে না কিম্বা সেখান থেকে দ্রাক্ষা সংগ্রহ করতে পারবে না, কারণ কীটে সব নষ্ট করে দেবে।


যারা বিজাতীয়দের অনুকরণে লাফ দিয়ে চৌকাঠ ডিঙ্গায়, লুঠতরাজ ও জালিয়াতি করে, চুরি করা ধনে নিজেদের দেবতার মন্দির সাজায় সেইদিন প্রভু পরমেশ্বর তাদেরও দণ্ড দেবেন।


সুতরাং তোমাদের জন্যই সিয়োনকে চষে ফেলা হবে ক্ষেতের মত, জেরুশালেম পরিণত হবে ধ্বংসস্তূপে,যে পর্বতে মন্দির রয়েছে, সেটি হবে অরণ্যের মাঝে একটি টিলার মত।


অতএব আমি আমার ক্রোধের আগল খুলে দিলাম, তাদের কৃতকর্মের জন্য আগুনের মত তাদের গ্রাস করব। প্রভু পরমেশ্বর এ কথা বলেছেন।


তারা সোনা-রূপো জঞ্জালের মত রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে, কারণ সর্বাধিপতি প্রভুর মহাক্রোধ থেকে এইসব বস্তু তাদের রক্ষা করতে পারবে না। নিজেদের অভিলাষ বা উদর পূর্তির জন্য এগুলি তাদের কোন কাজে লাগবে না।


প্রভু পরমেশ্বর বলেন, আমি জেরুশালেমকে পরিণত করব এক ধ্বংসস্তূপে, পরিণত করব এমন একটি স্থানে যেখানে শৃগালের বাস। যিহুদীয়ার শহর-নগর হবে ধূ ধূ প্রান্তর, কোনও জনপ্রাণীর বাস নেই যেখানে।


তারা তোমাদের শস্য ও খাদ্য খেয়ে ফেলবে। তোমাদের পুত্রকন্যাদের হত্যা করবে, নিধন করবে তোমাদের পশুপাল। দ্রাক্ষাক্ষেত ও ডুমুর বাগান কেটে তছ্‌নছ্‌ করবে তারা। দূর্গ-প্রাকারে ঘেরা তোমাদের নিরাপদ আশ্রয় ঐ শহর তাদের সৈন্যদল এসে ধ্বংস করে দেবে।


একটার পর একটা বিপর্যয় আসছে, সমগ্র দেশ ধ্বংসের কবলে। অকস্মাৎ ধ্বংস হয়ে গেল আমাদের শিবির, ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল সেগুলির পর্দা।


গোপন গুহা থেকে সিংহের মত আসছে সে, রওনা হয়ে গেছে জাতিবৃন্দের ধ্বংসকারী। সে আসছে যিহুদীয়াকে ধ্বংস করতে, তার শহর-নগর পরিণত হবে ধ্বংসস্তূপে, কেউ আর বাস করবে না সেখানে।


আমি জিজ্ঞাসা করলাম, হে প্রভু পরমেশ্বর, কতদিন এ অবস্থা চলবে? তিনি বললেন, যতদিন না নগর-জনপদ বিধ্বস্ত ও জনশূন্য হয়, যতদনি না সমস্ত বাসগৃহ বসতিশূন্য হয়, যতদিন না এদেশ পরিত্যক্ত, নির্জন হয়।


তারা তোমাদের পালের পশু ও ক্ষেতের ফসল গ্রাস করবে, যতদিন না তোমরা ধ্বংস হয়ে যাও। তারা তোমাদের ফসল, সুরা, তেল, বাথানের গরু বাছুর, পালের ভেড়া কিছুই অবশিষ্ট রাখবে না যতদিন না তোমরা সম্পূর্ণ ধ্বংস হও।


সারা দেশ জুড়ে তোমরা যে পাপাচার করেছ, তার শাস্তিস্বরূপ তোমাদের সমস্ত ধনসম্পদ শত্রু পাঠিয়ে আমি লুঠ করাব।


আমাদের বিত্ত ও সম্পদ আজ বিদেশীদের করায়ত্ত, আমাদের ঘর-বাড়ি আজ তাদের দখলে।


দুর্ধর্ষ বর্বর এক জাতিকে এখানে আমি নিয়ে আসব, ইসরায়েলীদের বাসস্থান তারা দখল করবে। তারা যখন ইসরায়েলীদের পীঠস্থান অশুচি করবে, তখন ক্ষমতার দম্ভে মত্ত ব্যক্তিরও তাদের বাধা দেবার মত শক্তি বা মনোবল কিছুই থাকবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন