Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




সফনিয় 1:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 যিহুদীয়া রাজ আম্মোনের পুত্র যোশিয়ের রাজত্বকালে প্রভু পরমেশ্বরের এই বাণী নবী সফনিয়ের কাছে এল। ইনি ছিলেন কুশির পুত্র, কুশি গদলিয়ের পুত্র, গদলিয় অমরিয়ের পুত্র, অমরিয় হিষ্কিয়ের পুত্র।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 মাবুদের এই কালাম আমোনের পুত্র এহুদার বাদশাহ্‌ ইউসিয়ার সময়ে সফনিয়ের কাছে নাজেল হল। ইনি কূশির পুত্র, কূশি গদলিয়ের পুত্র, গদলিয় অমরিয়ের পুত্র, অমরিয় হিষ্কিয়ের পুত্র।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 যিহূদার রাজা, আমোনের পুত্র যোশিয়ের রাজত্বকালে সদাপ্রভুর বাক্য কূশির পুত্র সফনিয়ের কাছে আসে, কূশি গদলিয়ের পুত্র, গদলিয় অমরিয়ের পুত্র, অমরিয় হিষ্কিয়ের পুত্র:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 সদাপ্রভুর এই বাক্য আমোনের পুত্র যিহূদা-রাজ যোশিয়ের সময়ে সফনিয়ের নিকটে উপস্থিত হইল। ইনি কূশির পুত্র, কূশি গদলিয়ের পুত্র, গদলিয় অমরিয়ের পুত্র, অমরিয় হিষ্কিয়ের পুত্র।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 প্রভু এই বার্তাটি সফনিয়কে দিয়েছিলেন। আমোনের পুত্র যোশিয় যখন যিহূদার রাজা, সেই সময়ে সফনিয় এই বার্তাটি পেয়েছিলেন। সফনিয় ছিলেন কূশির পুত্র। কূশি ছিলেন গদলিয়ের পুত্র। গদলিয় ছিলেন অমরিয়ের পুত্র। অমরিয় ছিলেন হিষ্কিয়ের পুত্র।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 সদাপ্রভুর এই বাক্য আমোনের ছেলে যিহূদার রাজা যোশিয়ের দিনের কূশির ছেলে সফনিয়ের কাছে এল, কূশি গদলিয়ের ছেলে, গদলিয় অমরিয়ের ছেলে, অমরিয় হিষ্কিয়ের ছেলে৷

অধ্যায় দেখুন কপি




সফনিয় 1:1
12 ক্রস রেফারেন্স  

আমনের পুত্র যিহুদীয়ার রাজা যোশিয়ের রাজত্বকালের ত্রয়োদশ বৎসরে প্রভু পরমেশ্বর যিরমিয়ের সঙ্গে কথা বলেছিলেন।


এর দ্বারা আমাদের কাছে নবীদের বাণীতে আমাদের প্রত্যয় আরও সুদৃঢ় হয়েছে। তোমরা তাতে মনোনিবেশ করলে ভালই হবে, কারণ যতদিন না দিনের আলো ফুটে ওঠে এবং তোমাদের হৃদয়াকাশে প্রভাতী তারার উদয় হয় ততদিন এই বাণীই হবে অন্ধকারে প্রদীপের মত।


উষিয়, যোথাম, আহস ও হিষ্কিয়—যিহুদীয়ার এই নৃপতিবৃন্দের ও যোয়াশের পুত্র ইসরায়েলরাজ যারবিয়অমের আমলে বেরির পুত্র হোশেয়ের কাছে প্রভুর এই বাণী উচ্চারিত হলঃ


ব্যাবিলনের কিবার নদী তীরে প্রভু পরমেশ্বর আমার সাথে কথা বললেন এবং আমি অনুভব করলাম তাঁর পরমাশক্তি।


আমনের পুত্র যিহুদীয়ার রাজা যোশিয়ের রাজত্বের ত্রয়োদশ বৎসর থেকে আজ পর্যন্ত তেইশ বৎসর ধরে প্রভু পরমেশ্বর আমার কাছে সতর্ক বার্তা দিয়ে আসছেন এবং তাঁর এই বার্তা তোমাদের কাছে বার বার পৌঁছে দিতে আমার কোনদিন ভুল হয়নি, কিন্তু তোমরা সে কথা গ্রাহ্য করনি।


সমগ্র শাস্ত্রই ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত এবং শিক্ষাদানের উপযোগী। এর দ্বারা সব দোষ দেখানো যায়, তেমনি ভুল সংশোধন করে মানুষকে ধর্মপথে পরিচালিত করা যায়।


মনঃশির মৃত্যুর পর তাঁকে রাজপ্রাসাদের উজ্জার বাগানে কবর দেওয়া হয়। তাঁর পুত্র আমোন তাঁর সিংহাসনে বসেন।


মৃত্যুর পর মনঃশিকে রাজপ্রাসাদেই কবর দেওয়া হয় এবং তাঁর পুত্র আমোন তাঁর সিংহাসনে আরোহণ করেন।


যোশিয়ের পুত্র শাল্লুম যে তার পিতার পরে যিহুদীয়ার রাজা হয়েছিল, তার সম্বন্ধে প্রভু পরমেশ্বর বলেন, এখান থেকে তাকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে, কোনোদিন সে আর ফিরবে না।


আমোনকে উজ্জার বাগানের সমাধিগুহায় সমাহিত করা হয়। তাঁর পুত্র যোশিয় তাঁর সিংহাসনে বসেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন