| সখরিয় 8:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)23 সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, সে দিন বিভিন্ন ভাষাভাষী সর্বজাতির লোকেরা ইহুদীদের কাছে এসে হাত ধরে বলবে, আমরা তোমাদের ঐতিহ্যের অংশীদার হতে চাই, কারণ আমরা জানি যে ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন।অধ্যায় দেখুন আরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, তখন জাতিদের সর্ব ভাষাবাদী দশ জন পুরুষ এক জন ইহুদী পুরুষের পোশাকের কিনারা ধরে এই কথা বলবে, আমরা তোমাদের সঙ্গে যাব, কেনন আমরা শুনলাম, আল্লাহ্ তোমাদের সহবর্তী।অধ্যায় দেখুন বাংলা সমকালীন সংস্করণ23 সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “সেই সময় বিভিন্ন ভাষা ও জাতির দশজন লোক একজন ইহুদির পোশাকের আঁচল ধরে বলবে, ‘চলো, আমরা তোমার সঙ্গে যাই, কারণ আমরা শুনেছি যে, ঈশ্বর তোমাদেরই সঙ্গে আছেন।’ ”অধ্যায় দেখুন পবিত্র বাইবেল O.V. (BSI)23 বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তৎকালে জাতিগণের সর্ব্ব ভাষাবাদী দশ দশ পুরুষ এক এক যিহূদী পুরুষের বস্ত্রের অঞ্চল ধরিয়া এই কথা কহিবে, আমরা তোমাদের সহিত যাইব, কেননা আমরা শুনিলাম, ঈশ্বর তোমাদের সহবর্ত্তী।অধ্যায় দেখুন পবিত্র বাইবেল23 প্রভু সর্বশক্তিমান বলেছেন, “সেই সময়, বিদেশ থেকে বিভিন্ন ভাষাভাষী দশজন বিদেশী একজন ইহুদীর কাছে এসে তার কাপড় টেনে ধরে বলবে, ‘আমরা শুনেছি যে ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন। আমরা কি এসে আপনার সঙ্গে উপাসনা করতে পারি?’”অধ্যায় দেখুন ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, সেই দিনের সমস্ত জাতি থেকে নানা ভাষার মধ্য থেকে দশ জন লোক তোমাদের পোশাকের অংশ ধরে বলবে, “চল, আমরা তোমাদের সঙ্গে যাই, কারণ আমরা শুনেছি যে, ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন।”অধ্যায় দেখুন | 
তখন ঈশ্বরের আত্মা তাঁদের একজন, অমাশয়ের উপর অধিষ্ঠিত হলেন, (ইনি পরে ত্রিশজন বীরের অন্যতম হয়েছিলেন) তিনি উচ্চকন্ঠে বললেনঃ হে যিশয়ের পুত্র দাউদ, আমরা আপনার অনুগামী। আমরা আপনার সঙ্গে আছি! আপনার কল্যাণ হোক, কল্যাণ হোক আপনার অনুগামীদের, ঈশ্বর আপনার সহায়! দাউদ তাঁদের অর্ভ্যথনা জানালেন এবং নিজের সৈন্যদলের সেনানায়ক পদে নিযুক্ত করলেন।