Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




সখরিয় 7:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7-8 জেরুশালেম যখন জনবহুল ও সমৃদ্ধ ছিল, যখন তার চারিদিকে গড়ে উঠেছিল অনেক জনপদ, যখন দক্ষিণাঞ্চল ও পাহাড়তলীতেও ছিল জনবসিত, তখনও সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, তৎকালীন নবীদের মাধ্যমে এই কথাই ঘোষণা করেছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 জেরুশালেম ও তার চারদিকের সমস্ত নগর যখন বসতি ও কুশলবিশিষ্ট ছিল এবং দক্ষিণ দেশ ও নিম্নভূমি যখন বসতিবিশিষ্ট ছিল, সেই সময় মাবুদ আগেকার নবীদের দ্বারা যেসব কথা ঘোষণা করেছিলেন, তা কি তোমরা শুনবে না?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 যখন জেরুশালেম ও তার চারপাশের নগরগুলিতে লোকজন বাস করছিল ও সেগুলির অবস্থার উন্নতি হয়েছিল আর নেগেভ ও পশ্চিমের নিচু পাহাড়ি এলাকায় যখন লোকদের বসতি ছিল তখনও কি সদাপ্রভু এসব কথা পূর্বতন ভাববাদীদের মাধ্যমে বলেননি?’ ”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 যিরূশালেম ও তাহার চারিদিকের নগর সকল যখন বসতিবিশিষ্ট ও কুশলবিশিষ্ট ছিল, এবং দক্ষিণ দেশ ও নিম্নভূমি যখন বসতিবিশিষ্ট ছিল, তৎকালে সদাপ্রভু পূর্ব্বকার ভাববাদিগণ দ্বারা যে সকল কথা ঘোষণা করিয়াছিলেন, তাহা কি তোমরা শুনিবে না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 এই একই জিনিষ প্রদান করতে প্রভু তাঁর ভাববাদীদের ব্যবহার করেছিলেন। জেরুশালেম যখন উন্নত ও জনমানবে পূর্ণ ছিল তখনও তিনি এই কথাগুলি বলেছিলেন। যখন ঈশ্বর এই কথাগুলি বলেছিলেন তখন জেরুশালেমের আশেপাশের শহর নেগেভ এবং পশ্চিমের পাহাড়ের পাদদেশে লোকজন ছিল।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 যখন যিরুশালেম ও তার আশেপাশের শহরগুলোতে লোকজন বাস করছিল ও সেগুলোর অবস্থার উন্নতি হয়েছিল আর দক্ষিণে ও পশ্চিমের নীচু পাহাড়ী এলাকায় লোকদের বসতি ছিল তখনও কি সদাপ্রভু এই সব কথা আগের ভাববাদীদের মাধ্যমে বলেন নি’?”

অধ্যায় দেখুন কপি




সখরিয় 7:7
23 ক্রস রেফারেন্স  

যিহুদীয়ার শহরাঞ্চলে ও জেরুশালেমের চারিদিকের গ্রামাঞ্চল থেকে লোকেরা আসবে। তারা আসবে বিন্যামীনের এলাকা থেকে, পাহাড়তলি, পার্বত্য এলাকা এবং দক্ষিণ যিহুদীয়া থেকে। আমার মন্দিরে তারা আনবে হোমের নৈবেদ্য, বলি এবং শস্য-নৈবেদ্য, ধূপ এবং কৃতজ্ঞতার উপহার।


লোকে ঐ জমি কিনবে এবং দলিল স্বাক্ষরিত হবে, তারপর হবে সীলমোহর, সাক্ষীও থাকবে তার। বিন্যামীনের এলাকায়, জেরুশালেমের চারিদিকের সমস্ত গ্রামে, যিহুদীয়ার শহরগুলিতে, পার্বত্য অঞ্চলের নগরগুলিতে, পাহাড়তলীতে এবং দক্ষিণ যিহুদীয়ার সর্বত্র এই ঘটনা ঘটবে। আমি প্রজাদের তাদের আপন দেশে পুনঃপ্রতিষ্ঠিত করব। আমি প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


তাদের আদেশ দিয়েছিলাম শুধু আমার বাধ্য হয়ে থাকতে, যাতে আমি তাদের ঈশ্বর হতে পারি এবং তারা আমার প্রজা হতে পারে। আমি তাদের বলেছিলাম আমার অনুশাসন অনুযাযী জীবন-যাপন করতে, যাতে মঙ্গল সাধিত হয় তাদের জীবনে।


তোমাদের জীবনধারা পরিবর্তিত কর, বন্ধ কর তোমাদের কার্যকলাপ। পরস্পরের সঙ্গে ভদ্র ন্যায়সঙ্গত আচরণ কর।


পার্বত্য দেশগুলির নগর-জনপদে, পাহাড়তলীতে এবং দক্ষিণ যিহুদীয়ায়, বিন্যামীনের এলাকায়, জেরুশালেমের চারিদিকের গ্রামগুলিতে এবং যিহুদীয়ার নগর-জনপদে মেষপালকেরা আবার মেষ গণনা করবে। আমি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


তুমি যখন সমৃদ্ধিশালী ছিলে, তোমায় সতর্ক করেছিলেন প্রভু পরমেশ্বর। তবু তুমি শোন নি, করেছিলে প্রত্যাখ্যান। সারাটি জীবন তুমি কাটিয়ে দিলে এমনি করেই, প্রভু পরমেশ্বরের বাধ্য হলে না কোনদিন।


তোমরা আমার কাছে এস, লাভ করবে সার্থক জীবন! শোন, তোমাদের সঙ্গে আমি স্থাপন করব এক চিরস্থায়ী সন্ধি চুক্তি, দাউদের প্রতি ছিল আমার যে অবিচল প্রেম সেই প্রেম বর্ষিত হবে তোমাদের উপর।


নেগেব এবং সমতট অঞ্চল অর্থাৎ যিরিহোর উপত্যকা, সোয়ার পর্যন্ত প্রসারিত খেজুর গাছে ছাওয়া তলভূমি দেখালেন।


দক্ষিণে যিহুদীয়ার শহরগুলি অবরুদ্ধ, কেউ ভিতরে যেতে পারছে না, যিহুদীয়ার সমস্ত লোককে নির্বাসনে পাঠানো হয়েছে।


আমি বার বার আমার সেবক নবীদের দিয়ে তোমাদের কাছে নিষেধ করে বলে পাঠিয়েছি যেন এই ভয়াবহ কাজ তোমরা না কর, যা আমার কাছে অত্যন্ত ঘৃণাস্পদ।


তোমরা যখন ভোজের আয়োজন কর তখন তা কি নিজেদের পরিতৃপ্তির জন্য কর না?


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তখনকার নবীদের মাধ্যমে যে বিধিনির্দেশ দিয়েছিলেন, তা কিছুতেই মানতে চাইল না, তাই সর্বাধিপতি প্রভুর প্রচণ্ড ক্রোধ নেমে এল তাদের উপর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন