Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




সখরিয় 6:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 আমি আর একটি দর্শন পেলাম। দেখলাম, দুই পাহাড়ের মাঝখান থেকে চারটি রথ বেরিয়ে এল। পাহাড় দুটি ছিল পিতলের।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 পরে আমি পুনর্বার চোখ তুলে দৃষ্টিপাত করলাম, আর দেখ, দু’টি পর্বতের মধ্য থেকে চারটি রথ বের হল; সেই দু’টি পর্বত ছিল ব্রোঞ্জের।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 পরে আমি আবার উপরদিকে তাকালাম, আর দেখলাম চারটে রথ দুটো পাহাড়ের মাঝখান থেকে বের হয়ে আসছিল, পাহাড় দুটো ছিল ব্রোঞ্জের।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পরে আমি পুনর্ব্বার চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখ, দুই পর্ব্বতের মধ্য হইতে চারি রথ বাহির হইল; সেই দুই পর্ব্বত পিত্তলের পর্ব্বত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 তারপর আমি আবার ওপরে তাকিয়ে দেখলাম চারটে রথ, তারা দুটি পিতলের পর্বতের মধ্য থেকে বার হয়ে আসছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 তখন আমি পিছনে ফিরলাম এবং চোখ তুলে তাকালাম এবং আমি দেখতে পেলাম চারটি রথ দুইটি পাহাড়ের মাঝখান থেকে বের হয়ে আসছিল এবং সেই পাহাড় দুইটি ব্রোঞ্জের তৈরী।

অধ্যায় দেখুন কপি




সখরিয় 6:1
22 ক্রস রেফারেন্স  

সেই শিংটি ভেঙ্গে যাওয়ার পর তার জায়গায় যে চারটি শিং গজিয়ে উঠল সেগুলি ঐ সাম্রাজ্য যে চার রাজ্যে বিভক্ত হয়ে যাবে সেই চারটি রাজ্যের প্রতীক। এগুলি প্রথম সাম্রাজ্যটির মত অতটা শক্তিশালী হবে না।


তিনি নিজ সঙ্কল্প ও পরিকল্পনা অনুযায়ী সর্ব কর্ম সাধন করেন, তাঁরই সঙ্কল্প অনুযায়ী আমরা পূর্বেই মনোনীত হয়েছি এবং খ্রীষ্টের মাধ্যমে প্রদত্ত উত্তরাধিকারের অংশীদার হয়েছি,


তুমি তোমার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী যে ঘটনাকে অবশ্যম্ভাবী রূপে নির্ধারণ করে রেখেছিলে, সেই ঘটনাকেই রূপায়িত করার জন্য তোমারই ইচ্ছায় ও ক্ষমতাবলে তাঁরা এখানে একত্র হয়েছিলেন।


স্বর্গদূত বললেন, এরা হচ্ছে স্বর্গের চার বায়ু, সমগ্র পৃথিবীর অধীশ্বর প্রভু পরমেশ্বরের সেবা করে এরা আসছে।


আমি আবার দেখলাম, একটা গোটানো পুঁথি উড়ছে।


মানুষ, সে তো তাঁর চোখে নগণ্য, তাঁরই শুভ সঙ্কল্প নিয়ন্ত্রণ করে মর্ত্য মানুষের জীবন, ঊর্ধ্ব লোকবাসী সকলে করেন তাঁরই সদিচ্ছা পালন। তাঁর প্রতিরোধ করে এমন কে আছে? তাঁর কাজের জন্য কৈফিয়ৎ চায় এমন স্পর্ধা কার?


শুধু গুঁড়িটা যেমন আছে তেমনিই ঘাসের মধ্যে পড়ে থাক। সেখানে সেটিকে লোহা আর পিতলের শিকল দিয়ে বেঁধে রাখ।


আমিই ঈশ্বর, সেই চিরন্তন ঈশ্বর আমার হাত থেকে কেউ পাবে না উদ্ধার, আমার কাজের অন্যথা করে এমন সাধ্য কার?


পরমেশ্বরের কাছে মানুষের জ্ঞান, বুদ্ধি, কৌশল সবই নিরর্থক।


সুউচ্চ পর্বতশ্রেণীর মতই সুদৃঢ় তোমার ধর্মশীলতা সুগভীর মহাসিন্ধুর মত তোমার ন্যায় বিচারের গভীরতা, হে প্রভু পরমেশ্বর, সমস্ত মানুষ ও প্রাণীকুলকে তুমিই করে থাক রক্ষা।


প্রভু পরমেশ্বরের পরিকল্পনা চিরস্থায়ী, সার্থক তাঁর সঙ্কল্প যুগে যুগে।


তিনি যদি নিষ্ক্রিয় থাকেন তবে কে তাঁকে দোষ দিতে পারে? তিনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে ব্যক্তি তথা সমস্ত জাতি অসহায় হয়ে পড়ে।


ধূলিশয্যা থেকে দীনকে আবর্জনাস্তূপ থেকে দরিদ্রকে তিনিই তুলে আনেন, অভিজাতকুলে আসন দেন তাদের, মর্যাদার আসনে অধিকার পায় তারা। পৃথিবীর স্তম্ভরাজির অধিকর্তা প্রভু তাদেরই উপরেই জগত স্থাপন করেছেন তিনি।


তাঁর এই শাশ্বত পরিকল্পনা তিনি আমাদের প্রভু খ্রীষ্ট যীশুর মধ্যেই রূপায়িত করেছেন।


তারপর তিনি প্রার্থনা করলেন, হে প্রভু পরমেশ্বর, দয়া করে এর চোখ খুলে দাও যেন এ দেখতে পায়! পরমেশ্বর তাঁর প্রার্থনার উত্তর দিলেন। সে দেখল, ইলিশায়ের চারিদিকে পাহাড়গুলো আগুনের রথ ও অশ্বে পরিপূর্ণ হয়ে রয়েছে।


যাদের উপর রুষ্ট হয়েছেন প্রভু পরমেশ্বর, তাদের দণ্ড দিতে প্রবল ঝঞ্ঝার তীব্র গতিতে অগ্নিরূপে তিনি আসবেন।


দেখ, শত্রু আসছে মেঘের মত। তার যুদ্ধের রথগুলি ঘূর্ণিঝড়ের মত, তার অশ্বগুলি ঈগলের চেয়েও বেগবান। আমরা হেরে গেলাম! বিধ্বস্ত হয়ে গেলাম!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন