Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




সখরিয় 5:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 ঝুড়িটার সীসের ঢাকনা খোলা হল। দেখলাম, ঝুড়ির মধ্যে একটি রমণী বসে আছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আর দেখ, সেই ঐফাপাত্রের সীসার ঢাকনিটা তোলা হল, আর তার মধ্যে এক জন স্ত্রীলোক বসে আছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 তারপর সীসার ঢাকনি তোলা হল, আর ঐফার মধ্যে একজন স্ত্রীলোক বসেছিল!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর দেখ, এক মণ সীসা উত্থাপিত হইল, আর ঐফার মধ্যে এক স্ত্রী বসিয়া আছে। তিনি কহিলেন, এ দুষ্টতা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 ঝুড়ির সীসার তৈরী ঢাকনাটা খোলা হলে দেখা গেল তার মধ্যে এক স্ত্রীলোক।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 পরে সেই ঝুড়ির সীসার ঢাকনা তোলা হল এবং তার মধ্যে একজন স্ত্রীলোক বসে আছে।

অধ্যায় দেখুন কপি




সখরিয় 5:7
11 ক্রস রেফারেন্স  

তুমি নগরের ভেতরে একটা বাঁধ তৈরী করলে যাতে পুরানো দীঘি থেকে বয়ে আসা জল ঐ বাঁধে এসে জমা হয়। কিন্তু ঈশ্বরের দিকে তুমি মনোযোগ দিলে না, যে ঈশ্বর বহুকাল আগে এ সবের পরিকল্পনা করেছিলেন এবং এ সব ঘটনা ঘটিয়েছিলেন।


মোয়াব সম্বন্ধে দৈববাণী। এক রাত্রির মধ্যে মোয়াবের কীর এবং আর নগর ধ্বংস হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল মোয়াবের। মোয়াবে নেমে এসেছে মৃত্যুর স্তব্ধতা। দীবোনের লোকেরা দেবতার কাছে কাঁদবার জন্য পীঠস্থানে পাহাড়ে গেছে।


আমোসের পুত্র যিশাইয় ব্যাবিলন সম্বন্ধে এই প্রত্যাদেশ লাভ করলেন।


আমি জিজ্ঞাসা করলাম, এটা কি জিনিস? তিনি বললেন, এটা একটা ঝুড়ি। এ হচ্ছে সারা দেশের লোকদের অধর্ম।


স্বর্গদূত বললেন, এ হচ্ছে দুষ্টতা। তিনি ঐ রমণীকে ঝুড়ির মধ্যে ঠেলে দিয়ে ঢাকনা বন্ধ করে দিলেন।


পরমেশ্বর এদের পৃথিবী পর্যটন করতে পাঠিয়েছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন