Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




সখরিয় 4:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 বাতিদানের দুপাশে রয়েছে দুটি জলপাই গাছ, একটা বাঁ দিকে, একটা ডান দিকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তার কাছে দু’টি জলপাই গাছ, একটি তেলের আধারের ডানে ও একটি তার বামে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 এছাড়াও তার পাশে দুটি জলপাই গাছ আছে, একটি পাত্রের ডানদিকে আর অন্যটি তার বাঁদিকে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 একটী তৈলাধারের দক্ষিণে ও একটী তাহার বামে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 পাত্রটির পাশে দুটি অলিভ গাছ, একটি ডান দিকে, অপরটি বাম দিকে। এই গাছেরা বাতির জন্য তেল উৎপন্ন করে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তার কাছে আছে দুইটি জিতবৃক্ষ, ডানদিকে একটা ও বাঁদিকে আর একটা।”

অধ্যায় দেখুন কপি




সখরিয় 4:3
7 ক্রস রেফারেন্স  

এঁরা হচ্ছেন শাস্ত্রে উল্লিখিত সমগ্র পৃথিবীর অধীশ্বরের সম্মুখে দণ্ডায়মান দুই জলপাই বৃক্ষ, দুই দীপাধার।


তিনি বললেন, এঁরা দুজন সারা পৃথিবীর অধিপতি ঈশ্বরের মনোনীত ও অভিষিক্ত সেবক।


ভাল একটি জলপাই গাছের কিছু ডালপালা কেটে ফেলে সেখানে বুনো জলপাইয়ের ডাল জুড়ে দেওয়া বুনো জলপাইয়ের ডালের মত। এখন তোমরা ভাল গাছের মূলের সঙ্গে যুক্ত হয়েছ এবং তা থেকে প্রাণরস আহরণ করছ।


কারণ তাদের আবার জুড়ে দেওয়ার ক্ষমতা ঈশ্বরের আছে। যখন একটি বুনো জলপাই গাছের শাখাকে অস্বাভাবিকভাবে আসল গাছের সঙ্গে জুড়ে দেওয়া হল, তখন গাছের আসল শাখাগুলিকে তাদের নিজস্ব গাছের সঙ্গে জুড়ে দেওয়া কতই না সহজ।


জলপাই গাছ তাদের বলল, দেবতা ও মানুষের সম্মানার্থে আমার যে তেল ব্যবহার করা হয় তা উৎপাদন করা ছেড়ে দিয়ে আমি কি বৃক্ষসমাজের উপর লাঠি ঘুরাতে যাব?


রূপোর শিকল যেমন ছিঁড়ে যায়, পড়ে ভেঙ্গে যায় সোনার প্রদীপ, কুয়োর দড়ি যেমন ছিঁড়ে পড়ে, ভেঙ্গে চুরমার হয় জলের কলস, তেমনি আমাদের এ দেহও মিশে যায় ধূলায়, প্রাণবায়ু ফিরে যায় ঈশ্বরের কাছে, যিনি তা দিয়েছিলেন আমাদের। তাই স্মরণে রেখ তাঁকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন