Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




সখরিয় 4:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 তিনি বললেন, এঁরা দুজন সারা পৃথিবীর অধিপতি ঈশ্বরের মনোনীত ও অভিষিক্ত সেবক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 তখন তিনি বললেন, ওঁরা সেই দুই অভিষিক্ত জন, যাঁরা সমস্ত দুনিয়ার প্রভুর সম্মুখে দাঁড়িয়ে থাকেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 তখন তিনি বললেন, “এই দুটি হল সেই দুজন যারা সমগ্র জগতে প্রভুর সেবা করার জন্য অভিষিক্ত হয়েছে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 তখন তিনি কহিলেন, উঁহারা সেই দুই তৈল-কুমার, যাঁহারা সমস্ত ভূমণ্ডলের প্রভুর সম্মুখে দাঁড়াইয়া থাকেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 তিনি বললেন, “এর অর্থ হল এরা সেই দুই ব্যক্তিকে যারা সমস্ত পৃথিবীর প্রভুকে সেবা করার জন্য মনোনীত হয়েছে, তাদের প্রতিনিধিত্ব করছে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 তখন তিনি আমাকে বললেন, “এরা হল সেই অভিষিক্ত দুই জন, যারা সমস্ত পৃথিবীর প্রভুর সামনে দাঁড়িয়ে থাকে।”

অধ্যায় দেখুন কপি




সখরিয় 4:14
28 ক্রস রেফারেন্স  

এঁরা হচ্ছেন শাস্ত্রে উল্লিখিত সমগ্র পৃথিবীর অধীশ্বরের সম্মুখে দণ্ডায়মান দুই জলপাই বৃক্ষ, দুই দীপাধার।


এবং পিতার মত তাদেরও অভিষিক্ত করাবে। তাহলে তারা আমার পৌরোহিত্য করতে পারবে। এই অভিষেকের ফলে তারা পুরুষানুক্রমে আমার পৌরোহিত্যের কাজে নিযুক্ত হওয়ার অধিকার লাভ করবে।


মহাপরাক্রান্ত রাজা হয়ে এই ব্যক্তিই মন্দির নির্মাণ করবে এবং শাসনকার্য পরিচালনা করবে। তার সিংহাসনের পাশে একজন পুরোহিত থাকবে এবং তাদের দুজনের মধ্যে থাকবে শান্তিপূর্ণ বোঝাপড়া।


ওগো সিয়োনকন্যা, ওঠ, শস্যমর্দন কর, আমি তোমার শৃঙ্গ লৌহকঠিন এবং তোমার ক্ষুর পিত্তলময় করব,অনেক জাতিকে তুমি চূর্ণ করবে, অর্ঘ্য দেবে তাদের লুণ্ঠিত দ্রব্যগুলি প্রভু পরমেশ্বরের উদ্দেশে। তাদের সম্পদ সারা পৃথিবীর অধীশ্বরের উদ্দেশে করবে নিবেদন।


ঘন জঙ্গল থেকে বেরিয়ে জর্ডনের পাড় বেয়ে সবুজ চারণভূমির দিকে এগিয়ে আসা সিংহের মত আমি আসব এবং ইদোমীদের অকস্মাৎ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করব। তারপর আমি যাকে মনোনীত করব, সে-ই হবে দেশের শাসনকর্তা। আমার সঙ্গে কার তুলনা চলে? আমাকে স্পর্দ্ধাভরে আহ্বান করার এমন সাহস কার আছে? কোন্‌ শাসনকর্তা আমার বিরোধিতা করতে পারে?


প্রভু পরমেশ্বর শমুয়েলকে বললেন, তুমি আর কতদিন শৌলের জন্য দুঃখ করবে? ইসরায়েলের উপর তার রাজ কর্তৃত্ব আমি বাতিল করে দিয়েছি। তুমি এখন তোমার তেলের শিঙাটিতে তেল ভরে নাও, আমি তোমাকে বেথলেহেমনিবাসী যিশয়ের কাছে পাঠাব, সেখানে যাও, কারণ আমি তার পুত্রদের মধ্যে একজনকে রাজা করব বলে মনস্থ করেছি।


শমুয়েল তখন একটি তেলের শিশি নিয়ে শৌলের মাথার উপর উবুড় করে তেল ঢেলে দিলেন এবং তাঁকে চুম্বন করে বললেন, প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের নেতৃত্ব দেবার জন্য তোমাকে অভিষিক্ত করলেন। তুমি প্রভু পরমেশ্বরের প্রজাদের শাসনকার্য পরিচালনা করবে এবং শত্রুর হাত থেকে তাদের রক্ষা করবে। প্রভু যে তাঁর অধিকারভুক্ত প্রজাদের উপর কর্তৃত্ব করার জন্য তোমাকে অভিষিক্ত করেছেন, তোমার কাছে তাঁর সত্যতার প্রমাণ এই :


এই সময় প্রভু পরমেশ্বর চুক্তি সিন্দুকটি বহন করা, তাঁর পরিচর্যা করা এবং প্রভু পরমেশ্বরের নামে আশীর্বাণী উচ্চারণ করার জন্য লেবির বংশধরদের পৃথক করে নিযুক্ত করলেন। আজ পর্যন্ত তারা সেই কাজই করে চলেছে।


তারপর অভিষেকের তেল নিয়ে তার মাথায় ঢেলে তাকে অভিষিক্ত করবে।


আমি ঈশ্বরের সেবক গাব্রিয়েল, তিনিই তোমাকে এই শুভ সংবাদ জানাবার জন্য আমাকে পাঠিয়েছেন।


স্বর্গদূত বললেন, এরা হচ্ছে স্বর্গের চার বায়ু, সমগ্র পৃথিবীর অধীশ্বর প্রভু পরমেশ্বরের সেবা করে এরা আসছে।


কারণ তোমার স্রষ্টা হবেন তোমার পতি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তিনি, ‘ইয়াহ্‌ওয়ে’ তাঁর নাম! ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বর রক্ষা করবেন তোমায় তিনিই রাজাধিরাজ এই বিশ্ব পৃথিবীর।


আমার প্রিয়তমের উদ্দেশে একটি প্রেমসঙ্গীত গাইতে দাও, এ গান তাঁরই দ্রাক্ষাকুঞ্জের গান! একটি দ্রাক্ষাকুঞ্জ ছিল আমার প্রিয়তমের, ছিল সে কুঞ্জ অতি উর্বর এক গিরির উপরে।


শপথ করেছেন প্রভু পরমেশ্বর, তাঁর সঙ্কল্পের হবে না অন্যথা। মল্কীষেদকের প্রথা অনুযায়ী তুমি হবে চিরকালের জন্য নিযুক্ত পুরোহিত।


আমি মনোনীত করেছি আমার সেবক দাউদকে, পবিত্র তৈলে তাকে আমি করেছি অভিষিক্ত।


প্রভু বলেনঃ আমার পবিত্র শৈল সিয়োনে আমার রাজাকে আমি করেছি অভিষিক্ত।


গিলিয়দ প্রদেশের তিশবী নিবাসী নবী এলিয় রাজা আহাবকে বললেন, ইসরায়েলীদের আরাধ্য যে ঈশ্বরের সেবক আমি, সেই জাগ্রত প্রভু পরমেশ্বরের নামে বলছি, আমি না বলা পর্যন্ত আগামী কয়েক বছর দেশে বৃষ্টি বা শিশির কিছুই পড়বে না।


সমগ্র পৃথিবীর অধীশ্বর প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকের বাহক পুরোহিতেরা জর্ডনের জলে পদার্পণ করা মাত্র জর্ডনের জলস্রোত বিভক্ত হয়এ যাবে, উঁচু থেকে যে জলস্রোত বয়ে আসছে তা রাশীকৃত হয়ে দাঁড়িয়ে থাকবে।


দেখ, সমগ্র পৃথিবীর অধিপতি প্রভুর চুক্তি সিন্দুক তোমাদের পুরোভাগে জর্ডন অতিক্রম করতে যাচ্ছে।


তারপর অভিষেকের তেল কিছুটা নিয়ে হারোণের মাথায় ঢেলে তাঁকে ঈশ্বরের উদ্দেশে সমর্পণ ও অভিষেক করলেন।


শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় এই প্রত্যাদেশ শুনে জেরুশালেমে মন্দির পুনর্নির্মাণের কাজ আবার শুরু করলেন এবং প্রবক্তা দুজনও তাঁদের সাহয্য করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন