Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




সখরিয় 3:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তাঁর পরণে ছিল ময়লা পোষাক। দূত তাঁর সেবকদের বললেন, এঁর গায়ের এই ময়লা পোষাক খুলে ফেল এবং যিহোশূয়কে বললেন, দেখ, আমি তোমার পাপ ধুয়ে দিয়েছি। আমি তোমাকে রাজবসন পরাব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তাতে সেই ফেরেশতা নিজের সম্মুখে দণ্ডায়মান ব্যক্তিদেরকে বললেন, এঁর দেহ থেকে ঐ মলিন কাপড়গুলো খুলে ফেল। পরে তিনি তাঁকে বললেন, দেখ, আমি তোমার অপরাধ মাফ করে দিয়েছি ও তোমাকে শুভ্র পোশাক পরাব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 যারা তাঁর সামনে দাঁড়িয়েছিল তাদের সেই স্বর্গদূত বললেন, “তার নোংরা কাপড় খুলে ফেলো।” তারপর তিনি যিহোশূয়কে বললেন, “দেখো, আমি তোমার পাপ দূর করে দিয়েছি, এবং আমি তোমাকে দামি পোশাক পরাব।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তাহাতে সেই দূত আপনার সম্মুখে দণ্ডায়মান ব্যক্তিদিগকে কহিলেন, ইহাঁর গাত্র হইতে ঐ মলিন বস্ত্র সকল খুলিয়া ফেল। পরে তিনি তাঁহাকে কহিলেন, দেখ, আমি তোমার অপরাধ তোমা হইতে দূর করিয়া দিয়াছি, ও তোমাকে শুভ্র বস্ত্র পরিহিত করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 তখন দেবদূতটি তাঁর কাছে দাঁড়িয়ে থাকা অপর দেবদূতদের বললেন, “যিহোশূয়র ঐ মলিন বস্ত্র খুলে নাও।” তখন সেই দেবদূত যিহোশূয়কে বললেন, “এখন আমি তোমার পাপ দূর করে দিয়েছি এবং আমি তোমাকে নতুন আধিকারিক বস্ত্রে সাজাব।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তখন সেই স্বর্গদূত তাঁর সামনে যারা দাঁড়িয়ে ছিল তাঁদের বললেন, “তার ময়লা পোশাক খুলে নাও।” তারপর তিনি যিহোশূয়কে বললেন, “দেখ, আমি তোমার পাপ দূর করে দিয়েছি এবং আমি তোমাকে সুন্দর পোশাক পরাব।”

অধ্যায় দেখুন কপি




সখরিয় 3:4
34 ক্রস রেফারেন্স  

কিন্তু তার বাবা ভৃত্যদের ডেকে বললেন, শিগ্‌গির সবচেয়ে ভালো পোষাকটি এনে একে পরিয়ে দাও, এর হাতে আংটি ও পায়ে জুতো পরিয়ে দাও।


জেরুশালেম উল্লসিত মহা আনন্দে, পরিয়েছেন তাকে প্রভু পরমেশ্বর মহার্ঘ বসন, বিবাহ বাসরে বরের মত, বিবাহের সাজে সজ্জিত বধূর মত ভূষিত করেছেন তাকে পরিত্রাণ ও বিজয়ের অমূল্য ভূষণে।


আমি তাঁকে বললাম, প্রভু, “আপনিই তা জানেন।” তিনি আমাকে বললেন, “এঁরা সেই লাক যাঁরা মহাসঙ্কট উত্তীর্ণ হয়ে এসেছেন। মেষশাবকের শোণিতে নিজেদর বসন ধৌত করে শুভ্র করেছেন।”


আমি তোমাদের উপরে পরিষ্কার জল ছিটিয়ে দেব এবং অলীক প্রতিমা ও যা কিছু তোমাদের অশুচি করেছে, সেই সব থেকে শুচি করব।


তবু, আমি, আমিই সেই ঈশ্বর, আমি নিজগুণে মার্জনা করি আপন মহত্বে ক্ষমা করি তোমার পাপ, রাখব না স্মরণে আমি পাপরাশি তোমার।


তোমরা কেউ কেউ এই ধরণের লোক ছিলে কিন্তু প্রভু যীশুর নামে এবং ঈশ্বরের আত্মা দ্বারা তোমরা ধৌত, পবিত্রীকৃত ও ধার্মিকরূপে পরিগণিত হয়েছ।


সর্বাধিপতি প্রভু বলেছেনঃ তুমি যদি আমার নির্দেশিত পথে চল, আমি তোমাকে যে দায়িত্ব ভার দিয়েছি তা যদি পালন কর, তাহলে তুমি হবে আমার মন্দিরের প্রশাসক, তোমারই উপরে থাকবে আমার মন্দিরের সমস্ত দায়িত্বভার। তুমিও হবে আমার এই সেবকদের একজন।


তোমার মত এমন ঈশ্বর আর কে আছে যিনি অপরাধ ক্ষমা করেন, যিনি উপেক্ষা করেন তাঁর প্রজাদের অবশিষ্টাংশের সকল অধর্ম, যিনি চিরকাল ক্রোধ পোষণ করেন না, বরং অবিচল প্রেমের প্রকাশেই তাঁর পরম আনন্দ?


সিয়োনের শোকার্ত মানুষের কাছে, দুঃখ নয়, সাজাতে আনন্দের উপচার কন্ঠে পরাতে মহানন্দের পুষ্পমাল্য, আর্তনাদ নয়, সাজাতে স্তবের অর্ঘ্য তিনি প্রেরণ করেছেন আমায়। তারা হবে স্বয়ং প্রভু পরমেশ্বরের আপন হাতে রোপিত বৃক্ষের মত। তাদের সকল কর্ম হবে ন্যায্য তাদের কর্মে মহিমান্বিত হবেন ঈশ্বর।


তাদের অধর্ম আমি ক্ষমার চোখে দেখব, তাদের পাপ আমি মনে রাখব না।”


যিনি অপাপবিদ্ধ, ঈশ্বর তাঁরই উপর আমাদের পাপের দায়ভার ন্যস্ত করলেন যেন তাঁর সঙ্গে সংযুক্ত হয়ে আমরা ঈশ্বরের মর্যাদার অংশীদার হই।


যিহোশূয়ের সামনে যে প্রস্তর আমি স্থাপন করেছি তার সাতটি পল আছে, আমি সেই প্রস্তরের উপরে খোদাই করব। সর্বাধিপতি প্রভু বলছেন একথা। আমি একদিনে এই দেশের অপরাধ মোচন করব।


আমার পাপ রাশির দিক থেকে ফিরিয়ে নাও তোমার শ্রীমুখ, মার্জনা কর আমার সকল অপরাধ।


কারণ পাপের বেতন মৃত্যু। কিন্তু ঈশ্বরের করুণার দান আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে শাশ্বত জীবন।


ঈশ্বরের সেই ধার্মিকতা খ্রীষ্টের প্রতি বিশ্বাসের মধ্য দিয়েই নির্বিশেষে সকল বিশ্বাসী ভক্তের জন্যই দেওয়া হয়েছে।


পরের দিন যোহন যীশুকে তাঁর কাছে আসতে দেখে বললেন, ঐ দেখ ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপরাশি হরণ করেন।


আমি ঈশ্বরের সেবক গাব্রিয়েল, তিনিই তোমাকে এই শুভ সংবাদ জানাবার জন্য আমাকে পাঠিয়েছেন।


এর পর তিনি আমাকে দেখালেন, প্রধান পুরোহিত যিহোশূয় প্রভু পরমেশ্বরের দূতের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আর শয়তান তাঁর বিরুদ্ধে অভিযোগ করার জন্য তাঁর ডান দিকে দাঁড়িয়ে রয়েছে।


জাগ, জাগ হে জেরুশালেম জাগ্রত হও বীর বিক্রমে, হে ঈশ্বরের পবিত্র নগরী, সুসজ্জিত হও মনোরম বস্ত্রসম্ভারে! তোমার তোরণ পার হয়ে তোমাদের সুন্নত সংস্কারহীন অনাচারীরা আর কখনও করবে না প্রবেশ।


মিখাইয়া বলে চললেন, এবার শুনুন পরমেশ্বর কি বলছেন। আমি দেখলাম প্রভু, পরমেশ্বর স্বর্গে তাঁর সিংহাসনে বসে আছেন। তাঁর সমস্ত দূতবাহিনী তাঁর দুই পাশে দাঁড়িয়ে আছেন।


দাউদ নাথানকে বললেন, আমি প্রভু পরমেশ্বরের কাছে পাপ করেছি। নাথান বললেন, প্রভু পরমেশ্বর আপনাকে পাপের দায় থেকে মুক্ত করছেন, আপনি মরবেন না।


এর পরে আমি দেখলাম, সিংহাসন, প্রাণী চতুষ্টয় ও প্রবীণবৃন্দকে ঘিরে দাঁড়িয়ে আছেন সহস্র সহস্র, অযুত অযুত স্বর্গদূত। শুনতে পেলাম তাঁদের কণ্ঠস্বর।


রাজা অতিথিদের আপ্যায়ন করার জন্য এলেন। সেখানে এমন একজনকে তিনি দেখতে পেলেন যার পরণে বিবাহ উৎসবের পোষাক ছিল না।


মন্দিরের মধ্যে থাকাকালে কোন পুরোহিতের বাইরে যাওয়ার দরকার হলে যে শুদ্ধ কাপড় পরে তারা প্রভু পরমেশ্বরের সেবা করে, সেই কাপড় ছেড়ে এই ঘরগুলিতে রেখে বাইরে যায়। সাধারণ জনতার চৌহদ্দির মধ্যে যেতে হলে তাদের অন্য কাপড় পরে যেতে হত।


আরও একবার তুমি আমাদের প্রতিকরুণা প্রদর্শন করবে, আমাদের সমস্ত পাপের রাশিপদতলে দলিত করে নিক্ষেপ করবে অতল সাগরগর্ভে।


মেঘের মত আমি উড়িয়ে নিয়ে যাব পাপরাশি তোমাদের। কুয়াশার মত বিলীন করে দেব তোমাদের অধর্মরাশি। ফিরে এস আমার কাছে, আমিই সেই অদ্বিতীয় ঈশ্বর, আমিই রক্ষা করি তোমাদের।


যিহোয়াখিনকে বন্দীর পোষাক পরিত্যাগ করতে অনুমতি দেওয়া হল এবং বাকী জীবন তাঁকে রাজার সঙ্গে ভোজন করার অধিকার দেওয়া হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন