Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




সখরিয় 2:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 পরমেশ্বর বলছেন, পালাও, পালাও! উত্তরাঞ্চলের দেশ থেকে পালিয়ে যাও। কারণ আমি তোমাদের চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 অহো! অহো! উত্তর দেশ থেকে পালিয়ে যাও, মাবুদ এই কথা বলেন; কেননা আমি তোমাদের আসমানের চার বায়ুর মত ছড়িয়ে দিয়েছি, মাবুদ এই কথা বলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 “এসো! এসো! উত্তর দেশ থেকে পালাও,” সদাপ্রভু এই কথা বলেন, “কেননা আমি তোমাদের আকাশে বাতাসের মতো চারিদিকে ছড়িয়ে দিয়েছি,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 অহো! অহো! উত্তর দেশ হইতে পলায়ন কর, ইহা সদাপ্রভু কহেন; কেননা আমি তোমাদিগকে আকাশের চারি বায়ুর ন্যায় বিস্তৃত করিয়াছি, ইহা সদাপ্রভু বলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 প্রভু বলেছেন, “তাড়াতাড়ি কর, উত্তরে অবস্থিত দেশটি ত্যাগ কর! হ্যাঁ, এটা সত্যি যে আমি তোমার লোকেদের চতুর্দ্দিকে ছড়িয়ে দিয়েছিলাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 সদাপ্রভু বলেন, এস! এস! উত্তর দেশ থেকে পালিয়ে এস, কারণ সদাপ্রভু বলেন, আমি তোমাদের আকাশের চারদিকের হাওয়ার মতো ছড়িয়ে দিয়েছিলাম।

অধ্যায় দেখুন কপি




সখরিয় 2:6
30 ক্রস রেফারেন্স  

তার কুশলী নিপুণ যোদ্ধারা যুদ্ধে নিহত হবে এবং যারা বেঁচে যাবে, তারা চারিদিকে ছড়িয়ে পড়বে। তখনই সে বুঝবে যে, আমিই প্রভু পরমেশ্বর।


চলে যাও তোমরা ব্যাবিলন থেকে তোমরা মুক্ত, স্বাধীন! মহোল্লাসে উচ্চকন্ঠে জানাও এ সংবাদ, কর সর্বত্র ঘোষণা—প্রভু পরমেশ্বর তাঁর দাস ইসরায়েলকে করেছেন উদ্ধার!


এর পরে আমি স্বর্গ থেকে আর এক বাণীশুনলাম: “হে আমার প্রজাবৃন্দ, ওর মধ্যে থেকে বেরিয়ে এস তোমরা, তাহলে ওর পাপের অংশীদার তোমরা হবে না, তোমাদের উপরে বর্তাবে নাতার দণ্ডের ভাগ।


এখন আমি যা বলছি, সেই কথা তোমার নির্বাসিত ভাইদের গিয়ে বল, আমি স্বয়ং তাদের বহু দূর দেশে বিভিন্ন জাতির মধ্যে ছড়িয়ে দিয়েছি। কিন্তু তাতে কি? নির্বাসনকালে আমি স্বয়ং তাদের সাথে থাকব


পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সর্বজাতির মাঝে প্রভু পরমেশ্বর তোমাদের বিক্ষিপ্ত করবেন এবং সেখানে তোমরা কাঠ ও পাথরের তৈরী দেবতাদের পূজা করবে, যাদের পরিচয় তোমরা কিম্বা তোমাদের পিতৃপুরুষেরা কখনও পাও নি।


তাঁদের বাইরে নিয়ে এসে স্বর্গদূতদের একজন লোটকে বললেন, প্রাণ বাঁচাতে চাও তো পালাও, পিছনে তাকিও না কিম্বা এই উপত্যকার কোথাও দাঁড়িও না। পাহাড় অঞ্চলে পালিয়ে যাও, তা না হলে ধ্বংস হয়ে যাবে।


পালাও, তোমরা, যারা ব্যাবিলনে বাস করছ, সিয়োনে পালিয়ে যাও।


প্রভু বলেছেনঃ আমার নির্দেশ ঘোষিত হবে, দেখ, কুলাতে করে যেমন শস্য ঝাড়া হয় সর্বজাতির মাঝে আমি তেমনি করেই ইসরায়েলকুলকে ঝাড়াই করব, কিন্তু তাদের একটি কণাও মাটিতে পড়বে না।


এক তৃতীয়াংশ লোক শহরের ভেতরেই মরবে মহামারী আর দুর্ভিক্ষে, এক তৃতীয়াংশ লোক শহরের বাইরে যুদ্ধে মারা পড়বে, আর এক তৃতীয়াংশ লোককে ছত্রভঙ্গ করে চারিদিকে ছড়িয়ে দিয়ে খোলা তরোয়াল নিয়ে তাদের পিছনে ধাওয়া করব।


ব্যাবিলন নিবাসী ইসরায়েলীদের প্রভু পরমেশ্বর বলেন, তোমরা মৃত্যুর হাত থেকে বেঁচে গেছ। এবার পালাও তোমরা! অপেক্ষা করাে না। যদিও স্বদেশ থেকে অনেক দূরে রয়েছ, তবুও তোমরা আমাকে স্মরণ করো, মনে রেখো জেরুশালেমকে।


হে ইসরায়েল, পালাও, পালাও সেখান থেকে! আমার ভয়াবহ ক্রোধের করাল গ্রাস থেকে পালাও!


ব্যাবিলন ত্যাগ করে শীঘ্র পালাও। প্রাণ নিয়ে পালাও এখান থেকে। নইলে ব্যাবিলনের পাপের জন্য তোমাকেও মরতে হবে। কাল পূর্ণ হয়েছে, এবার আমি তাকে যোগ্য দণ্ডদান্য উদ্যত হয়েছি।


হে ইসরায়েলী, পলায়ন কর ব্যাবিলন থেকে। তোমরা পরিত্যাগ কর এদেশ! সবার আগে পলায়নে তৎপর হও।


প্রভু পরমেশ্বর বলেন, হে জাতিবৃন্দ, শোন আমার কথা, ঘোষণা কর আমার বাণী দূর-দূরান্তরে, সুদূর দিগন্তে। আমি ছড়িয়ে দিয়েছিলাম আমার প্রজাদের, কিন্তু একত্র করব তাদের আবার। রাখব তাদের সতর্ক প্রহরায়, মেষপালক যেমন রাখে তার মেষপাল।


উত্তর দেশ থেকে আমি আনব তাদের, একত্র করব তাদের পৃথিবীর সকল প্রান্ত থেকে। অন্ধ ও খঞ্জেরা আসবে তাদের সাথে, আসবে তাদের সাথে সন্তানসম্ভবা রমনী, আসবে আসন্নপ্রসবা জননীও, আসবে পিরে এক সুবিশাল জনতা।


হিষ্কিয়ের পুত্র মনঃশি যখন যিহুদীয়ার রাজা ছিল, সেই সময় জেরুশালেমে সে যা করেছে, তার প্রতিফল স্বরূপ আমি সারা পৃথিবীর মানুষের কাছে তাদের আতঙ্কজনক করে তুলব।


ইসরায়েল যিহুদীয়ার সঙ্গে যোগ দেবে এবং উত্তর দেশের নির্বাসন থেকে তারা একসঙ্গে ফিরে আসবে সেই দেশে, যে দেশে আমি তাদের পুরুষানুক্রমে স্থায়ীভাবে বাস করার অধিকার দিয়েছিলেন।


তিনি আমাকে বললেন, এই ভূখণ্ডের সমস্ত অধিবাসীদের উপর উত্তর দিক থেকে ধ্বংস ও বিপর্যয় ফুটন্ত জলের মত উপচে পড়বে।


প্রভু পরমেশ্বর বলেন, হে তৃষিত মানব, তোমরা এখানে জলের কাছে এস! মিটাও তোমাদের তৃষ্ণা! এস তোমরা যাদের অর্থ নেই, ক্রয় কর খাদ্য, ভোজন কর! এস, বিনামূল্যে ক্রয় কর দুগ্ধ ও মদিরা।


বোয়স নগরের তোরণ দ্বারের কাছে গিয়ে বসলেন। তারপর ইলীমেলকের যে নিকটতম আত্মীয়ের কথা বোয়স বলেছিলেন তিনিও এসে পড়লেন। বোয়স তাঁকে ডেকে বললেন, বন্ধু এখানে এসে বসুন। তিনি গিয়ে বসলেন।


তূর্যধ্বনি সহকারে তিনি তাঁর দূতদের প্রেরণ করবেন। তাঁরা জগতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পরিভ্রমণ করে পৃথিবীর চারদিক থেকে তাঁর মনোনীতদের একত্র করবেন।


তিনি তখন দূত পাঠিয়এ পৃথিবীর শেষ প্রান্ত থেকে স্বর্গের শেষ প্রান্ত পর্যন্ত চতুর্দিক থেকে তাঁর মনোনীত লোকদের সংগ্রহ করবেন।


অন্যান্য জাতিবর্গকে উচ্ছেদ করে তুমি স্বয়ং তাঁদের প্রতিষ্ঠিত করেছিলে এ দেশে। সেই পিতৃপুরুষদের অন্যান্য জাতিবর্গকে বিধ্বস্ত করেছিলে তুমি কিন্তু সেই পিতৃপুরুষদের তুমি দিয়েছিলে সমৃদ্ধি।


জেরুশালেমের মানুষ তখন নিজের সন্তানের মাংস খাবে, সন্তানেরা মা-বাপের মাংস খাবে। এখানেই শেষ নয়। এর পরও যারা বেঁচে যাবে তাদের ছত্রভঙ্গ করে ছাড়ব।


কিন্তু সে যখন ক্ষমতার চরমে উঠবে, ঠিক তখনই তার সাম্রাজ্য ভেঙ্গে চার টুকরো হয়ে যাবে। যারা এই চারটি রাজ্যের রাজা হবে, তারা কেউ সম্রাটের বংশধর হবে না আর তার মত দোর্দণ্ড প্রতাপও কারও থাকবে না। এদের কর্তৃত্বও আবার অন্যের হাতে চলে যাবে।


প্রভু পরমেশ্বর বলেন, কাল সমাগত, যেদিন পশ্চিমে হনলেল মিনার থেকে কোণের দেউড়ি পর্যন্ত জেরুশালেমকে পুনর্গঠিত করা হবে,


তাই আমি পরম মমতায় জেরুশালেমে ফিরে এসেছি। জেরুশালেমকে জরীপ করা হবে, নতুন করে আমার মন্দির ও নগরী গড়ে উঠছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন