নিবিড় অরণ্য থেকে বেরিয়ে এসে জর্ডনের পাড় দিয়ে সবুজ চারণভূমির দিকে এগিয়ে যাওয়া সিংহের মত আমি, প্রভু পরমেশ্বর আসব, ব্যাবিলনবাসীকে বাধ্য করব অকস্মাৎ নগর ছেড়ে পালাতে। তখন যাকে আমি মনোনীত করব, সে-ই হবে জাতির শাসনকর্তা। আমার সঙ্গে কার তুলনা চলে? কে জানাতে পারে আমাকে স্পর্ধিত আহ্বান? কোন শাসনকর্তা আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে?
তোমাদের পূর্বপুরুষেরা কোন নবীকে না নির্যাতন করেছে? শাস্ত্রোক্ত ধর্মময় পুরুষেরর আগমন বার্তা যাঁরা ঘোষণা করেছিলেন, তাঁদের তোমরা হত্যা করেছ। এখন তাঁর সঙ্গেও বিশ্বাসঘাতকতা করে তাঁকে হত্যা করেছ।
অতীতে তুমি আমার বিরুদ্ধে যা কিছু অপরাধ করেছ, তার জন্য সেদিন তোমায় আমি আর লজ্জা দেব না, তোমাদের মধ্যে যারা উদ্ধত ও অহঙ্কারী তাদের দূর করে দেব। আমার পবিত্র শৈলে তোমরা আর ঔদ্ধত্য প্রকাশ করবে না, তোমরা হবে নত-নম্র।
এর ফলে সারা দেশ কি কেঁপে উঠবে না? দেশের অধিবাসীরা কি শোকাকুল হবে না? সারা দেশ নীলনদের মত জোয়ারে উত্তাল হয়ে উঠবে, নীলনদের মতই আবারতার বুকে নামবে ভাটা।
শমরিয়ার অধিবাসীরা বেথেল-এ স্বর্ণবৃষ হারিয়ে শোকে মুহ্যমান, তার জন্য তাদের উপাসকেরা শোকার্ত হবে, বিলাপ করবে তাদের ভাবী পুরোহিতেরা, কারণ স্বর্ণবৃষের স্বর্ণসম্ভার খুলে নেওয়া হচ্ছে।
ঘন জঙ্গল থেকে বেরিয়ে জর্ডনের পাড় বেয়ে সবুজ চারণভূমির দিকে এগিয়ে আসা সিংহের মত আমি আসব এবং ইদোমীদের অকস্মাৎ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করব। তারপর আমি যাকে মনোনীত করব, সে-ই হবে দেশের শাসনকর্তা। আমার সঙ্গে কার তুলনা চলে? আমাকে স্পর্দ্ধাভরে আহ্বান করার এমন সাহস কার আছে? কোন্ শাসনকর্তা আমার বিরোধিতা করতে পারে?
আমার মনোনীত প্রজারা তোমাদের নামকে অভিশাপরূপে ব্যবহার করবে। আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, তোমাদের মৃত্যুর হাতে তুলে দেব। কিন্তু আমার অনুগত সেবকদের আমি দান করব এক নতুন নাম।
যুবা সিংহ শিকার ধরে যে ভাবে বীরদর্পে গর্জন করতে করতে গুহায় নিয়ে যায়, যাতে কেউ তার শিকার কেড়ে নিতে না পারে, সেইভাবে তাদের সৈন্যবাহিনীও তেজোদৃপ্ত হুঙ্কার দেয়।