Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




সখরিয় 11:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 কারণ দেখ, আমি এ দেশে এমন এক মেষপালকের উত্থান ঘটাব যে ধ্বংসমুখী মেষপালের তত্ত্বাবধান করবে না, পথহারা মেষদের সন্ধান করবে না, আহতদের শুশ্রুষা করবে না বা সুস্থদের লালনপালন করবে না, কিন্তু হৃষ্টপুষ্ট মেষগুলির মাংস খাবে, এমনকি তাদের খুরগুলিও বিচ্ছিন্ন করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 কেননা দেখ, আমি দেশে এমন এক জন মেষ পালককে উঠাবো, যে উচ্ছিন্ন লোকদের তত্ত্বাবধান করবে না, ছিন্নভিন্ন লোকদের খোঁজ করবে না, ভগ্নাঙ্গ লোককে সুস্থ করবে না, সুস্থিরেরও ভরণপোষণ করবে না, কিন্তু হৃষ্টপুষ্ট মেষগুলোর গোশ্‌ত খাবে এবং তাদের খুর ছিঁড়বে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 কেননা আমি দেশের মধ্যে এমন একজন মেষপালককে তুলব যে হারিয়ে যাওয়াদের যত্ন নেবে না, বা যুবাদের খুঁজবে না, বা যারা আঘাত পেয়েছে তাদের সুস্থ করবে না, বা স্বাস্থ্যবানদের খাওয়াবে না, কিন্তু সে বাছাই করা মেষগুলির মাংস খাবে, তাদের খুর থেকে মাংস ছিড়ে খাবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 কেননা দেখ, আমি দেশে এমন এক মেষপালককে উঠাইব, যে উচ্ছিন্ন লোকদের তত্ত্বাবধান করিবে না, ছিন্নভিন্নদিগের অন্বেষণ করিবে না, ভগ্নাঙ্গকে সুস্থ করিবে না, সুস্থিরেরও ভরণপোষণ করিবে না, কিন্তু হৃষ্টপুষ্ট মেষদের মাংস খাইবে, এবং তাহাদের খুর ছিঁড়িবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 এটা থেকেই তারা বুঝবে যে আমি আমার দেশে একজন নতুন মেষপালক আনব। যে মেষরা মারা যাচ্ছে তাদের যত্ন এই যুবক নিতে পারবে না। সে আহত মেষদের সুস্থ করতে পারবে না। যারা বেঁচে রয়েছে তাদের সে খাওয়াতে পারবে না। সুস্থ সবল মেষদের মেরে ফেলা হবে এবং তাদের মাংস সম্পূর্ণরূপে খেয়ে ফেলা হবে। কেবল তাদের ক্ষুরগুলো পড়ে থাকবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 কারণ দেখ! সেই দেশে আমি একজন পালককে তুলব! সে ধ্বংসপ্রাপ্ত ভেড়াদের দেখাশোনা করবে না! যে সমস্ত ভেড়া বিপথে চলে গিয়েছে সে তাদের খোঁজ করবে না, না পঙ্গু ভেড়াদের সুস্থ করবে। সে সেই সমস্ত ভেড়াদের খাওয়াবে না যারা শক্তভাবে দাঁড়িয়ে থাকে; কিন্তু সে স্বাস্থ্যবান ভেড়াগুলোর মাংস খাবে এবং তাদের খুর ছিন্নভিন্ন করবে।

অধ্যায় দেখুন কপি




সখরিয় 11:16
16 ক্রস রেফারেন্স  

প্রজাদের তত্ত্বাবধান করা যাদের কর্তব্য, সেই রাজাদের সম্বন্ধে প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর এই কথা বলেন, তোমরা আমার প্রজাদের তত্ত্বাবধান করনি, তাদের তোমরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছ, তাড়িয়ে দিয়েছ তাদের। যে দুষ্কর্ম তোমরা করেছ, তার জন্য এবার আমি তোমাদের দণ্ড দেব।


সত্য কথাই তোমাদের আমি বলছি, যে ব্যক্তি সদর দরজা দিয়ে মেষের বাথানে না ঢুকে অন্য দিক দিয়ে টপকে ঢোকে, সে চোর বা ডাকাত ছাড়া আর কিছুই নয়।


তোমরা দুর্বল অসুস্থ মেষদের ঠেলে গুঁতিয়ে একধারে সরিয়ে দিচ্ছ, দল ছেড়ে পালাতে তাদের বাধ্য করছ।


যারা হারিয়ে গেছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাদের আবার ফিরিয়ে আনব, যারা আহত তাদের ক্ষত বেঁধে দেব, যারা অসুস্থ তাদের নিরাময় করে তুলব। কিন্তু যারা হৃষ্টপুষ্ট ও বলবান, তাদের আমি ধ্বংস করব কারণ আমি ন্যায়বান মেষপালক।


আমি সর্বাধিপতি প্রভু, আমি তোমাদের জানিয়ে দিলাম: আমি তোমাদের শত্রু। তোমাদের কাছ থেকে আমার সমস্ত মেষ আমি কেড়ে নেব। তোমরা আর কোনদিন তাদের রাখালি করতে পারবে না। নিজেদের নিয়ে ব্যস্ত থাকার দিনও আর তোমাদের দেব না এবং তোমাদের হাত থেকে তাদের উদ্ধার করে আনব, তোমাদের হাতে শিকার হতে দেব না।


তারা যদি আমার অন্তরের গোপন কথা জানতে পারত, তাহলে আমার প্রজাদের কাছে আমার বার্তা ঘোষণা করত এবং তাদের মন্দপথ ও অধর্মাচার পরিত্যাগ করাতে পারত।


মেষপালক যেমন মেষশাবকদের একত্র করে কোলে তুলে নেয় নিয়ে যায় ধীরে মেষ জননীদের ঠিক তেমনি, প্রভু পরমেশ্বর যত্ন নেবেন তাঁর প্রজাবৃন্দের।


এই ছেলেমেয়েরা দুর্বল, তাছাড়া আমার সঙ্গে দুগ্ধবতী গাভী ও ভেড়ার পাল রয়েছে। একদিনও যদি এদের জোরে হাঁটানো হয় তাহলে পালের সবগুলি পশুই মারা পড়বে।


আমি বিশ বছর আপনার কাছে আছি, কিন্তু এর মধ্যে আপনার কোন ছাগী বা মেষীর গর্ভপাত হয় নি এবং আমি আপনার পালের কোন মেষ খাইনি।


সিরিয়ারাজ নিজের ইচ্ছামত যা খুশী তাই করবে। সে গর্বভরে নিজেকে দেবতাদের চেয়ে শ্রেষ্ঠ বলে ঘোষণা করবে এমনকি প্রভু পরমেশ্বরকেও তুচ্ছ করবে। যতদিন না তার উপর ঈশ্বরের অমোঘ শাস্তি নেমে আসে ততদিন সে এই ভাবেই চলবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন