Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




সখরিয় 10:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 ইফ্রয়িম তখন হবে পরাক্রান্ত যোদ্ধার মত দ্রাক্ষারসে মত্ত লোকদের মতই উৎফুল্ল হবে তাদের হৃদয়। তাদের বংশধরেরা সে কথা স্মরণে গর্ববোধ করবে, প্রভু পরমেশ্বরের এই অপার করুণায় তারা হবে উল্লসিত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আর আফরাহীম বীরের মত হবে এবং আঙ্গুর-রস দ্বারা যেমন আনন্দ হয়, তাদের অন্তঃকরণ তেমনি আনন্দ করবে; তাদের সন্তানরা দেখবে ও আহ্লাদিত হবে, তাদের অন্তঃকরণ মাবুদে উল্লাস করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 ইফ্রয়িমীয়েরা যোদ্ধাদের মতো হবে, দ্রাক্ষারস পান করার মতো তাদের অন্তর খুশি হবে। তা দেখে তাদের সন্তানেরা আনন্দিত হবে; তাদের অন্তর সদাপ্রভুতে আনন্দ করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর ইফ্রয়িম বীরের তুল্য হইবে, এবং দ্রাক্ষারস দ্বারা যেমন আনন্দ হয়, তাহাদের অন্তঃকরণ তেমনি আনন্দ করিবে; তাহাদের সন্তানগণ দেখিবে ও আহ্লাদিত হইবে, তাহাদের অন্তঃকরণ সদাপ্রভুতে উল্লাস করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 ইফ্রয়িমের লোকেরা যোদ্ধাদের মত খুশী হবে, যারা পান করবার জন্য প্রচুর দ্রাক্ষারস পেয়েছে। তাদের ছেলেমেয়েরাও উল্লাস করবে। তাদের হৃদয় প্রভুতে আনন্দিত হয়ে উঠবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 তখন ইফ্রয়িমীয়েরা যোদ্ধার মত হবে এবং তাদের হৃদয়ে আনন্দ থাকবে যেমন আঙ্গুর রসে হয়; তাদের লোকে দেখবে ও আনন্দ করবে। তাদের হৃদয় সদাপ্রভুতে আনন্দ করবে।

অধ্যায় দেখুন কপি




সখরিয় 10:7
31 ক্রস রেফারেন্স  

সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাদের সহায় থাকবেন, তারা সমূলে ধ্বংস করবে তাদের শত্রুদলকে, রণহুঙ্কারে যুদ্ধক্ষেত্র কম্পিত হবে, বিপক্ষের রক্তধারায় ভেসে যাবে রণভূমি।


তোমরা তাঁকে না দেখেও ভালবেসেছ, না দেখা সত্ত্বেও এখনি তাঁকে বিশ্বাস করে অনির্বচনীয় পরম আনন্দ উপভোগ করছ


তোমরা সর্বদা প্রভুর সান্নিধ্য লাভে আনন্দ কর, আবার বলব, আনন্দ কর।


তাই দেহ-মন-আত্মা আমার আনন্দে নিমগণ, অসীম শান্তিতে আমি পরম নির্ভয়।


সেই রকম এখন তোমরা বেদনার্ত হয়েছ কিন্তু আবার যখন তোমাদের সঙ্গে আমার দেখা হবে এবং তোমাদের হৃদয় তখন উচ্ছল হবে আনন্দে। সেই আনন্দ কেউ অপহরণ করতে পারবে না।


মুক্তিদাতা প্রভুতেই আমার চিত্তের উল্লাস।


আহা! কত সুন্দর, কত ভাল হবে তারা। তখন শস্যসম্ভার ও নতুন দ্রাক্ষারস সতেজ করে তুলবে তরুণ তরুণীদের।


ওগো সিয়োন কন্যা, আনন্দ কর, জয়ধ্বনি কর হে ইসরায়েল, হে জেরুশালেমনিবাসী উল্লসিত হও, আনন্দ কর প্রাণ খুলে।


তবু প্রভু পরমেশ্বরই থাকবে আমার পরম আনন্দ, কারণ তিনিই আমার পরিত্রাণ, আমার মুক্তিদাতা।


চিরকাল আমাকে সম্মান ও সম্ভ্রম করাই হবে তাদের জীবনের পরম লক্ষ্য। তারা তাদের নিজেদের এবং তাদের সন্তানদের কল্যাণের জন্যই আমাকে সম্ভ্রম করবে।


এই দৃশ্য দেখে তোমাদের হৃদয় আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে, তোমাদের মনোবল বেড়ে যাবে, সতেজ হয়ে উঠবে তোমরা এবং তখনই তোমরা জানবে যে, আমি, প্রভু পরমেশ্বর, আমার অনুগত ভক্তদের সহায়। কিন্তু আমার শত্রুদের দণ্ডদাতা।


জীবিত জনই গায় তোমার স্তবগান যেমন আমি আজ হয়েছি মুখর তোমার স্তুতিগানে, পিতারা জানাবে তোমার বিশ্বস্ততার গৌরব গাথা আপন সন্তানে।


উৎপাদন করতে পারে নিজেদের খাদ্য, মানুষের চিত্ত বিনোদনের জন্য দ্রাক্ষারস, মুখশ্রীর উজ্জ্বলতার জন্য তৈল এবং দেহকে সুস্থ ও চিত্ত সবল করার জন্য তুমি উৎপন্ন কর খাদ্যদ্রব্য।


তোমার সেবকের সন্তানেরা নিরাপদে বাস করবে, তাদের বংশধরেরা তোমার পক্ষছায়ায় হবে প্রতিষ্ঠিত।


স্বয়ং প্রভুই আমার শক্তি, আমার রক্ষাকবচ, আমার পরম সহায় তিনি। তাঁর সহায়তা আমি সতত পাই, আনন্দে মগ্ন আমার হৃদয়, তাই গানে গানে আমি তাঁকে করি নিবেদন তাঁরই বন্দনা গান।


আমার অটল আস্থা তোমার অবিচল প্রেমে। হৃদয় আমার উচ্ছলিত হবে পরম উল্লাসে, তোমারই সাধিত পরিত্রাণ দর্শনে।


হান্না প্রার্থনা ও স্তুতি নিবেদন করে বললেনঃ প্রভু পরমেশ্বর পূর্ণ করেছেন হৃদয় আমার পরম আনন্দে উন্নত করেছেন তিনি আমার শির শত্রুর সম্মুখে মুখরিত আমার ওষ্ঠাধর তাঁরই কৃপায় এই আনন্দ আমার।


যোষেফ নিজের খাবার থেকে তুলে নিয়ে ভাইদের পরিবেশন করালেন, অন্যান্যদের চেয়ে পাঁচগুণ বেশী খাবার বিন্যামীনের পাতে দেওয়া হল। পরে তারা সকলে যোষেফের সঙ্গে সুরা পান করল এবং আনন্দে মেতে উঠল।


আমি তাকে এই উদ্দেশ্যে মনোনীত করেছি যেন সে তার পরিবার ও ভাবী বংশধরদের ধর্মসঙ্গত ও নায্য আচরণ করার ও প্রভুর পথে চলার নির্দেশ দেয়, যাতে অব্রাহামের কাছে প্রদত্ত প্রতিশ্রুতি প্রভু পরমেশ্বর পূর্ণ করতে পারেন।


যীশুকে পুনরুত্থিত করে তাঁদের উত্তরপুরুষ —আমাদের কাছে ঈশ্বর সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। গীতসংহিতার দ্বিতীয় গীতেও এ সম্বন্ধে লেখা আছেঃ তুমি আমার পুত্র, আজ থেকে তোমার পিতা হলাম আমি।’


কারণ এই প্রতিশ্রুতি তোমাদের ও তোমাদের সন্তানদের জন্য এবং বহু দূরে যারা আছে, যাদের প্রভু পরমেশ্বর স্বয়ং আহ্বান করেছেন —তাদের সকলের জন্য।


তোমার সেবকদের কাছে প্রকাশ কর তোমার মহান কর্ম আমাদের সন্তানদের কাছে ব্যক্ত হোক তোমার অপার মহিমা।


তাঁরই সান্নিধ্যে আমাদের পরম আনন্দ, তাঁরই পুণ্য নাম আমাদের পরম সহায়।


আমি স্বয়ং শিক্ষাদান করব তোমার সন্তানদের দান করব তাদের শান্তি ও সমৃদ্ধি।


আমার দাস যাকোবকে আমি যে দেশ দিয়েছিলাম, যে দেশে তাদের পূর্বপুরুষেরা বাস করত, সেইদেশে তারা বাস করবে। বংশ পরম্পরায় চিরকাল তারা এদেশে বসবাস করবে। আমার দাস রাজা দাউদের মত একজন রাজা চিরকাল তাদের শাসন শৃঙ্খলা পরিচালনা করবে।


হে সিয়োনের অধিবাসী আনন্দ কর, তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের জন্য যা করেছেন, তার জন্য উল্লসিত হও। তোমাদের রক্ষা করার জন্য তিনি পর্যাপ্ত বর্ষা দিয়েছেন, মরশুমের প্রথমে ও শেষে আগের মতই বৃষ্টি হয়েছে।


এই ঘটনা ঘটলে প্রত্যেকে বলবে, ইনি আমাদের ঈশ্বর! আমরা এঁরই উপরে বিশ্বাস ও আস্থা স্থাপন করেছি, তিনি আমাদের উদ্ধার করেছেন। তিনিই আমাদের প্রভু পরমেশ্বর! আমরা তাঁরই উপরে বিশ্বাস ও আস্থা স্থাপন করেছি। এখন আমরা আনন্দিত ও সুখী কারণ তিনি আমাদের উদ্ধার করেছেন।


সেদিন প্রভু পরমেশ্বর জেরুশালেমনিবাসীদের সর্বতোভাবে রক্ষা করবেন এবং তাদের মধ্যে যে সবচেয়ে দুর্বল সেও হবে দাউদের মত, আর দাউদের বংশধরেরা তাদের পরিচালনা করবে পরমেশ্বরের দূতের মত, স্বয়ং পরমেশ্বরের মত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন