Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




সখরিয় 10:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 তারা বিজয়ী সেনার মত পথের কাদায় শত্রুদের পদদলিত করবে। দুর্ধর্ষ অশ্বারোহী সেনানীকে করবে বিপর্যস্ত, কারণ আমি তাদের সহায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 বীরদের মত তারা যুদ্ধে দুশমনদের পথের কাদায় দলিত করবে; তারা যুদ্ধ করবে, কেননা মাবুদ তাদের সহবর্তী; আর ঘোড়সওয়াররা লজ্জিত হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 একসঙ্গে তারা হবে যুদ্ধের যোদ্ধাদের মতো যারা কাদা ভরা রাস্তায় শত্রুদের পায়ে মাড়াবে। তারা যুদ্ধ করবে কারণ সদাপ্রভু তাদের সঙ্গে আছেন, তারা শত্রুর অশ্বারোহীদের লজ্জিত করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 বীরগণের ন্যায় তাহারা যুদ্ধে [শত্রুদিগকে] পথের কর্দ্দমে মর্দ্দন করিবে; তাহারা যুদ্ধ করিবে, কেননা সদাপ্রভু তাহাদের সহবর্ত্তী; আর অশ্বারোহিগণ লজ্জিত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 তারা হবে যোদ্ধারা শত্রু সৈন্যবাহিনীর ওপর রাস্তা ঘাটে কাদা মাড়িয়ে চলে যাবার মত। তারা যখন লড়াই করবে প্রভু তাদের সঙ্গে থাকবেন। তারা অশ্বারোহী সৈন্যদেরও হারাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তারা সেই সমস্ত যোদ্ধাদের মত হবে যারা যুদ্ধে কাদা ভরা রাস্তায় শত্রুদের পায়ে মাড়ায়; তারা যুদ্ধ করবে, কারণ সদাপ্রভু তাদের সঙ্গে আছেন এবং তারা তাদের লজ্জায় ফেলবে যারা যুদ্ধের ঘোড়া চরে।

অধ্যায় দেখুন কপি




সখরিয় 10:5
40 ক্রস রেফারেন্স  

আমি সমস্ত রাজসিংহাসন উৎপাটন করব, বিজাতীয় রাজ্যগুলির শক্তি ধ্বংস করব। রথসহ রথীদের আমি উল্টে ফেলব। অশ্ব এবং অশ্বারোহী–উভয়ের পতন হবে। তারা প্রত্যেকে পরস্পরের অস্ত্রাঘাতে নিহত হবে।


সেদিন প্রভু পরমেশ্বর জেরুশালেমনিবাসীদের সর্বতোভাবে রক্ষা করবেন এবং তাদের মধ্যে যে সবচেয়ে দুর্বল সেও হবে দাউদের মত, আর দাউদের বংশধরেরা তাদের পরিচালনা করবে পরমেশ্বরের দূতের মত, স্বয়ং পরমেশ্বরের মত।


কারণ আমি ধনুকের মত বাঁকিয়েছি যিহুদীয়াকে, ইফ্রয়িমকে করেছি তার বাণস্বরূপ। হে সিয়োন, গ্রীসের বিরুদ্ধে তোমার সন্তানেরা হবে আমার হাতের তরবারি।


অনেকে নির্ভর করে তাদের রথ সম্পদে আবার অনেকে নির্ভর করে তাদের অশ্ববাহিনীতে, কিন্তু আমাদের একমাত্র ভরসা আমাদের আরাধ্য প্রভু ঈশ্বর।


জীবনের সংগ্রাম আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়েছি। বিশ্বাস আমার এখনও অটুট রয়েছে।


আমাদের যুদ্ধের হাতিয়ার এ জগতের নয়, ঐশী শক্তি সম্পন্ন সেই হাতিয়ার প্রতিরোধের দুর্গ ভেঙ্গে ফেলার ক্ষমতা রাখে।


মিশরী সভ্যতার সমস্ত জ্ঞান-বিজ্ঞানেই মোশি শিক্ষিত হয়ে উঠলেন। তেজস্বী বক্তা ও কর্মদক্ষ পুরুষ হয়ে উঠলেন তিনি।


তিনি তাঁদের জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ঘটেছে? তাঁরা বললেন, নাসরতের যীশু সম্পর্কিত ঘটনা। সমস্ত লোক তাঁকে ঈশ্বর-প্রেরিত নবী বলে গণ্য করত। তাঁর কথা ও কাজ অসীম ক্ষমতা সম্পন্ন।


শয়তান তখন তাঁর কাছে এসে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তাহলে আদেশ দাও যেন এই পাথরের টুকরোগুলো রুটিতে পরিণত হয়।


সেদিন প্রভুর সৃষ্ট মহা আতঙ্ক তাদের উপরে নেমে আসবে, ফলে একে অপরকে ধরে মারবে।


প্রভু পরমেশ্বর স্বয়ং তখন ঐ সব জাতির বিরুদ্ধে অভিযান করবেন এবং অতীতের মতই তাদের বিরুদ্ধে সংগ্রাম করবেন।


সেই দিন আমি অশ্বগুলিকে আতঙ্কিত করব এবং অশ্বারোহীদের উদ্ভ্রান্ত করে দেব। আমি যিহুদীয়ার প্রতি সতর্ক দৃষ্টি রাখব কিন্তু শত্রুপক্ষের অশ্বগুলিকে অন্ধ করে দেব।


আমার শত্রুগণ এ সবই দেখবে, যে আমাকে বলেছিল, ‘কোথায় তোমার ঈশ্বর প্রভু?’ সে তখন মুখ ঢাকবে গভীর লজ্জায়। আমি দুচক্ষে নিরীক্ষণ করব তার দুর্দশা, সে তখন পথের কাদার মত হবে পদদলিত।


ধনুর্ধারী তিষ্ঠাতে পারবে না স্বস্থানে, ক্ষিপ্রগামী পদাতিক সৈন্য কিম্বা অশ্বারোহী কেউ-ই রক্ষা পাবে না প্রাণে।


সুদূর উত্তর থেকে বহু জাতির সৈন্য সহযোগে পরাক্রান্ত এক বিশাল অশ্বারোহী সৈন্যবাহিনী নিয়ে তাদের আক্রমণ করার জন্য অভিযোগ করবে।


মুছে যাবে তারা পৃথিবীর বুক থেকে।


প্রভু পরমেশ্বর সিয়োন পর্বতকে রক্ষা করবেন কিন্তু মোয়াবের মানুষ আবর্জনা স্তূপে বিচালির মত পদদলিত, পিষ্ট হবে।


যারা আমাকে ক্রুদ্ধ করে তুলেছে, সেই ঈশ্বরহীন জাতিকে আক্রমণ করার জন্য আমি আসিরিয়াকে প্রেরণ করব। আমি তাদের অপহরণ ও লুন্ঠন করতে এবং লোকদের পথের ধূলার মত পদতলে দলিত করতে পাঠাব।


হে জাতিবৃন্দ একত্রিত হও সকলে! শোন, পৃথিবীর প্রান্তনিবাসীরা, তোমরা যুদ্ধের পরিকল্পনা কর, কিন্তু সাবধান!


হে বীরশ্রেষ্ঠ, কটিদেশে বন্ধন কর তোমার তরবারি, প্রতাপ ও মহিমায় হয়ে ওঠ ভাস্বর।


বিরাট সেনাবাহিনী কোন রাজাকে রক্ষা করতে পারে না আপন শৌর্যে বীর পায় না নিস্তার।


আমি চূর্ণ করি তাদের বাতাসের মুখে উড়ে যাওয়া তূষের মত। পদানত করি পথের কাদার মত।


আমি তাদের গুঁড়িয়ে ধুলো করে দিলাম, পথের কাদার মত পায়ে দলে ছুঁড়ে ফেললাম।


তখন জ্বলে উঠল তাঁর ক্রোধ পৃথিবী টলতে লাগল, কাঁপতে লাগল পর্বতমালার ভিত্তি দুলে উঠল, কাঁপতে লাগল থর থর করে।


কর্মচারীদের মধ্যে একজন বলল, আমি বেথলেহেম নিবাসী যিশয়ের এক পুত্রকে জানি, সে খুব ভাল বীণা বাজায়, তাছাড়া সে বীর যোদ্ধা, সুদর্শন, বুদ্ধিদীপ্ত তার কথাবার্তা।


যিহোশূয় একটিমাত্র অভিযানেই সেখানকার রাজাদের পরাস্ত করলেন এবং এই সব রাজ্য দখল করে নিলেন কারণ ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর স্বয়ং তাদের পক্ষ হয়ে যুদ্ধ করছিলেন।


এর আগে কিম্বা এই দিনটির পরে কোন মানুষের আবেদনে প্রভু পরমেশ্বর এমনভাবে সাড়া দেন নি, কারণ সেদিন প্রভু পরমেশ্বের স্বয়ং ইসরায়েলীদের পক্ষ হয়ে যুদ্ধ করেছিলেন।


তোমরা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি দেখ তাদের অশ্ব, রথ ও সৈন্য সংখ্যা তোমাদের চেয়ে বেশী, তাহলে ভয় পেয়ো না, কেননা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যিনি মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছেন, তিনিই তোমাদের সঙ্গে আছেন।


এর পরে আমি দেখলাম সূর্যের মাঝে দণ্ডায়মান এক স্বর্গদূতকে, তিনি মধ্য আকাশে উজ্জীন পক্ষিকুলকে উচ্চকণ্ঠে ডেকে বললেন, ‘এস, ঈশ্বরপ্রদত্ত মহাভোজে যোগদানের জন্য একত্র হও।


কিন্তু প্রভু আমার পাসে দাঁড়িয়ে আমাকে শক্তি দিয়েছিলেন যেন তাঁর বাণী আমি সর্বজাতির কাছে সম্পূর্ণভাবে প্রচার করতে পারি। আমি মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছি।


সেই সময় আলেকজান্দ্রিয়ার অধিবাসী আপোল্লো নামে একজন ইহুদী ইফিসাসে গেলেন। তিনি ছিলেন শাস্ত্রে সুপণ্ডিত ও বাগ্মী।


এবং যে সব আদেশ আমি তোমাদের দিয়েছি সে সব পালন করতে তাদের শিক্ষা দাও। আর জেনে রেখো, যুগান্ত পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে সঙ্গে আছি।


তোমারই পরাক্রমে পরাস্ত করব আমরা আমাদের শত্রুবাহিনীকে, আমাদের বিরোধীতা করবে যারা তোমারই নামের প্রতাপে আমরা তাদের করব পদদলিত।


পূর্ব দেশের এক ব্যক্তিকে মনোনীত করেছি আমি, আহ্বান করে এনেছি তাকে উত্তর দিক থেকে আক্রমণ করবে সে তোমাদের। কুম্ভকার যেমন পায়ে দলে মাটি মাখে, সেও তেমনি পদতলে দলিত করবে শাসকবর্গকে।


জাতিসমূহের মাঝে বহু জাতি পরিবেষ্টিত যাকোবকুলের অবশিষ্টাংশ হবে, বনের পশুদের মাঝে সিংহের মত, মেষপালের মাঝে তরুণ কেশরীর মত। সে যখন আক্রমণ করে মেষের পালকে তখন তাকে পদদলিত করে ছিন্নভিন্ন করে ফেলে, তাদের উদ্ধারের কোনও পথ থাকে না তখন।


যেহু তাদের বললেন, ওকে নীচে ফেলে দাও। তারা ঈষেবলকে নীচে ফেলে দিল। তাঁর রক্ত প্রাসাদের দেওয়ালে ও ঘোড়াগুলোর গায়ে ছিটকে লাগল। যেহুর ঘোড়াগুলো ঈষেবলের দেহটাকে মাড়িয়ে দিল।


যারা সাহায্যের জন্য মিশরে যায়, তাদের সমূহ সর্বনাশ আসন্ন! তারা মিশরের বিশাল সামরিক শক্তির উপরে—অশ্ব, রথ ও সৈন্য আস্থা স্থাপন করে। কিন্তু তারা ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপরে আস্থা স্থাপন করে না অথবা সাহায্য প্রার্থনা করে না তাঁর কাছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন