Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




সখরিয় 10:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 পালকদের উপরে আমার প্রচণ্ড ক্রোধ, নেতাদের আমি দণ্ড দেব। যিহুদাকূল আমার! আমি স্বয়ং তাদের তদারক করব, গড়ে তুলব যুদ্ধের তেজী ঘোড়া করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 পালকদের প্রতি আমার ক্রোধ প্রজ্বলিত হচ্ছে, আর আমি ছাগলগুলোকে প্রতিফল দেব; কারণ বাহিনীগণের মাবুদ আপন পাল এহুদা-কুলের তত্ত্বাবধান করেছেন এবং তাকে তাঁর যুদ্ধের সতেজ ঘোড়ার মত করবেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 “পালকদের বিরুদ্ধে আমার ক্রোধ জ্বলে উঠছে, এবং আমি নেতাদের শাস্তি দেব; কারণ সার্বভৌম সদাপ্রভু যত্ন নেন তাঁর পালের, যিহূদা কুলের, এবং তাদের যুদ্ধের অহংকারী ঘোড়ার মতো করব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 পালকদের প্রতি আমার ক্রোধ প্রজ্বলিত হইতেছে, আর আমি ছাগদিগকে প্রতিফল দিব; কারণ বাহিনীগণের সদাপ্রভু আপন পাল যিহূদা-কুলের তত্ত্বাবধান করিয়াছেন, এবং তাহাকে আপনার সতেজ যুদ্ধাশ্বের ন্যায় করিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 প্রভু বলেন, “আমি মেষপালকদের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ। আমি তাদের শাস্তি দেব। ঐ নেতারা আমার লোকেদের জন্য জবাবদিহি করতে বাধ্য।” (যিহূদার লোকেরা ঈশ্বরের পাল। ঈশ্বর তাদের যত্ন নেন, ঠিক যেমন একজন সৈন্য তার সুন্দর যুদ্ধের অশ্বের যত্ন নেয়।)

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 সদাপ্রভু বলছেন, পালকদের বিরুদ্ধে আমার ক্রোধ জ্বলে উঠেছে, এটা পুরুষ নেতা এবং যাকে আমি শাস্তি দেব; সেইজন্য আমি নেতাদের শাস্তি দেব। আমি বাহিনীদের সদাপ্রভুও নিজের পালের, যিহূদা কুলের দেখাশোনা করব এবং তাদেরকে তাঁর যুদ্ধের ঘোড়ার মত করে তুলবেন।

অধ্যায় দেখুন কপি




সখরিয় 10:3
28 ক্রস রেফারেন্স  

হে মর্ত্যমানব, ইসরায়েলের রাজন্যবর্গকে ধিক্কার দাও। তাদের কাছে ভবিষ্যদ্বাণী কর, আমি সর্বাধিপতি প্রভু যা বলছি, সেই কথা তাদের বল: হে ইসরায়েলের রাজন্যবর্গ, ধিক্ তোমাদের শতধিক্‌। তোমরা নিজেদের যত্ন নাও কিন্তু মেষপালের যত্ন নাও না।


ধিক্‌ সেই অপদার্থ মেষপালককে, যে তার মেষপাল পরিত্যাগ করে, যুদ্ধ বিগ্রহে তার শক্তি খর্ব হবে, তার বাহু অসাড় হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে তার ডান চোখ।


আর যিহুদাকুলের যারা রক্ষা পাবে, তারা তোমাদের দেশ অধিকার করবে, তারা সেখানে চরাবে তাদের মেষপাল। আস্‌কেলনের পরিত্যক্ত ঘরগুলিতে রাত্রিযাপন করবে তারা। কারণ প্রভু পরমেশ্বরই তাদের তত্ত্বাবধান করবেন, তিনিই পুনরুদ্ধার করবেন তাদের সৌভাগ্য।


হে নেতৃবৃন্দ, কাঁদো, আমার প্রজাদের পালকবৃন্দ চীৎকার করে কাঁদো তোমরা! শোক কর, ধূলায় গড়াগড়ি দাও। তোমাদের নিহত হবার সময় আসন্ন, ভেড়ার মত তোমাদের বধ করা হবে।


যুদ্ধের জন্য অশ্বারোহীবাহিনী প্রস্তুত করা যেতে পারে কিন্তু প্রভুই দেন জয়মাল্য।


অন্যান্যদের দৃষ্টিতেও তোমাদের আচরণ হোক উত্তম। তারা যদিও তোমাদের দুর্জন বলে অপবাদ দেয়, তাহলেও তারা তোমাদের সৎকর্মের মর্ম বুঝে আগমনের দিনে ঈশ্বরের প্রশস্তি করবে।


“ধন্য প্রবু ইসরায়েলের ঈশ্বর, তিনি নিজ প্রজাদের সহায় হয়েছেন, মুক্ত করেছেন তাদের।


কিছুকাল পরে নয়মী শুনলেন যে প্রভু পরমেশ্বরের আশীর্বাদে দেশে খাদ্য শস্যের প্রচুর ফলন হয়েছে।


ইসরায়েলীরা তখন তাঁকে বিশ্বাস করল আর প্রভু পরমেশ্বর তাদের প্রতি সদয় হয়েছেন এবং তাদের দুর্দশা দেখেছেন —এ কথা শুনে তারা প্রণত হয়ে প্রভু পরমেশ্বরের আরাধনা করল।


সেইদিন তিনি রাজকর্মচারী, রাজকুমারদের বিলাসিতার জন্য এবং যারা ভিন্নজাতির রীতিনীতি, আচার অনুষ্ঠান অনুকরণ করে, তাদের দণ্ড দেবেন।


পালকদের অবহেলায় আমার প্রজারা পথশ্রান্ত মেষের মত পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়িয়েছে, ভুলে গেছে কোথায় তাদের ঘর।


সত্তর বছর পূর্ণ হলে পর আমি ব্যাবিলন ও তার রাজাকে তাদের পাপের জন্য শাস্তি দেব। সেই দেশকে ধ্বংস করে চিরকালের জন্য তাকে পরিত্যক্ত এক ধ্বংসস্তূপে পরিণত করব।


তাই সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর বললেন, আমি তাদের শাস্তি দেব। তাদের যুবকেরা যুদ্ধে নিহত হবে, শিশুরা মারা যাবে অনাহারে।


আমি বললাম, মূর্খ আমাদের নেতৃবৃন্দ, তারা প্রার্থনা করেনা ঈশ্বরের পরিচালনা, সেইজন্যই তাদের এই বিফলতা। আমাদের লোকেরা বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত চারিদিকে।


সেইদিন সমাগত প্রায়, যেদিন প্রভু পরমেশ্বর ঊর্ধ্বলোক নিবাসী পরাক্রমশালীদের এবং মর্ত্যলোকবাসী শাসনকর্তাদের শাস্তি দেবেন।


কিন্তু প্রভু পরমেশ্বর বলেন, সিয়োন পর্বত ও জেরুশালেমে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেলে, তখন আমি কি করব? তখন আমি আসিরিয়ার রাজাকে তার অহঙ্কার ও গর্বের জন্য শাস্তি দেব।


ওগো মোর প্রিয়তমা, ফারাও-এর রথের অশ্বকুলের মাঝে তুমি অশ্বিনীরূপসী যথা—সেই তব যোগ্য উপমা।


আমিও সেইভাবে তাদের যত্ন নেব এবং যারা এদিক ওদিক ছড়িয়ে পড়েছে, তাদের একজায়গায় নিয়ে আসব। বিপদের অন্ধকারে যেসব জায়গায় তারা ছড়িয়ে পড়েছিল, সেইসব জায়গা থেকে আমি তাদের খুঁজে নিয়ে আসব।


ন্যায়ধর্মের বিধান ভঙ্গ করে যারা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছে, ছলনার আশ্রয় নিয়ে রাজা তাদের বশীভূত করবে। কিন্তু ঈশ্বরের প্রকৃত ভক্তেরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে।


তূরীধ্বনির সঙ্গে সঙ্গে সে হ্রেষারব করে দূর থেকেই সে যুদ্ধের গন্ধ পায়, সেনাপতিদের হুঙ্কার ও গর্জন শোনে।


আমি, সর্বাধিপতি প্রভু তোমাদের বলছি, আমি স্বয়ং আমার মেষপাল দেখাশুনা করব। একজন মেষপালক যেভাবে তার মেষপালের যত্ন নেয়,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন