Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




সখরিয় 1:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 আমি রাত্রে এক দর্শনে দেখলাম, লাল রং এর ঘোড়ায় চড়ে এক স্বর্গদূত গিরিখাতের চিরহরিৎ বৃক্ষরাজির মাঝখানে দাঁড়িয়ে আছেন। তাঁর পিছনে ছিল লাল, ধূসর ও সাদা রং এর কয়েকটি ঘোড়া।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তিনি বললেন, আমি রাতের বেলায় দর্শন পেলাম, আর দেখ, লাল রংয়ের ঘোড়ায় আরোহী এক জন পুরুষ, তিনি নিম্নভূমিস্থ গুলমেদি গাছগুলোর মধ্যে দাঁড়িয়ে ছিলেন এবং তাঁর পেছন লাল রংয়ের, মেটে ও সাদা রংয়ের কয়েকটি ঘোড়া ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 রাতের বেলায় আমি একটি দর্শন দেখলাম, এবং আমি দেখলাম একজন লোক একটি লাল ঘোড়ায় চড়ে আছে। সে একটি খাদের ভিতরে মেদি গাছগুলির মধ্যে দাঁড়িয়েছিল। তার পিছনে লাল, বাদামি এবং সাদা ঘোড়া ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 তিনি বলিলেন, আমি রাত্রিকালে দর্শন পাইলাম, আর দেখ, রক্তবর্ণ অশ্বে আরোহী এক পুরুষ, তিনি নিম্নভূমিস্থ গুলমেদিবৃক্ষ সকলের মধ্যে দাঁড়াইয়াছিলেন, এবং তাঁহার পশ্চাৎ রক্তবর্ণ, পাণ্ডুর ও শ্বেতবর্ণ কতিপয় অশ্ব ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 রাত্রে আমি একটি দর্শন পেলাম। সেই দর্শনে আমি একটি লোককে একটা লাল রঙের ঘোড়ার ওপর দেখলাম। সে উপত্যকায় কিছু সুগন্ধ পত্রবিশিষ্ট গুল্মের ঝোপের মধ্যে দাঁড়িয়েছিল। তার পেছনে ছিল লাল, খয়েরী এবং সাদা রং এর ঘোড়া।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 রাতের বেলায় আমি একটা দর্শন পেলাম, আর দেখ, লাল ঘোড়ায় আরোহী একজন ব্যক্তি, তিনি উপত্যকায় গুলমেঁদি গাছগুলোর মাঝখানে দাঁড়িয়ে আছেন এবং তাঁর পিছনে ছিল লাল, বাদামী ও সাদা রঙের ঘোড়া।

অধ্যায় দেখুন কপি




সখরিয় 1:8
26 ক্রস রেফারেন্স  

তখন আর একটি অশ্ব বেরিয়ে এল, এটির বর্ণ লাল। এর আরোহীকে পৃথিবী থেকে শান্তি হরণ করার ও মানব সন্তানদের মধ্যে পরস্পরকে হত্যা করার প্ররোচনা দেওয়অর ক্ষমতা দেওয়া হল, বিরাট এক তরবারিও তাকে দেওয়অ হল।


ইফিসাস মণ্ডলীর দূতকে লেখঃ “যিনি দক্ষিণ হাতে সপ্ত নক্ষত্র ধারণ করে আছেন, যিনি সপ্ত স্বর্ণ-দীপাধারের মাঝে ভ্রমণ করেন,


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেনঃ অসি, তুমি সক্রিয় হও আমার মেষপালক ও আমার সহকারীর বিরুদ্ধে, আঘাত কর মেষপালককে, তাহলে মেষপাল বিক্ষিপ্ত হবে চারিদিকে, এমনকি শাবকদেরও আমি আঘাত করব।


যে ভূমি আজ কাঁটাবনে ছাওয়া, সেই স্থান পরিণত হবে দেবদারু বনে, কাঁটাগুল্মে কন্টকিত স্থান পরিণত হবে সুগন্ধি পাতায় ভরা চিরহরিৎ বৃক্ষের কাননে। এই হবে চিহ্ন আমার অশেষ, অক্ষয়, আমি প্রভু পরমেশ্বর, এ কীর্তি আমারই—এ হবে তারই স্মরণিকা।


মরুভূমিতে আমি রোপণ করব সীডার তরু, রোপণ করব বাবলা, জলপাই বৃক্ষ আর সুগন্ধ পত্রযুক্ত চিরহরিৎ গুল্ম। বন্ধ্যাভূমি হবে অরণ্য দেবদারু তিধর ও তাশূর বৃক্ষে ছাওয়া।


রাতের সেই দর্শনে দেখলাম মনুষ্যরূপী একজনকে। মেঘবাহনে এলেন তিনি। এগিয়ে গেলেন সুপ্রাচীন সেই ব্যক্তির কাছে। সেই ব্যক্তির সামনে তাঁকে উপস্থিত করা হল।


স্বপ্নটির সারমর্ম এই: প্রচণ্ড তুফান বইছে। চারদিক থেকে ঝড়ো হাওয়া এসে সমুদ্রের জল তোলপাড় করছে।


সেই রাতেই একটি দর্শনে দানিয়েলের কাছে রাজার স্বপ্নের রহস্য উদ্ঘাটিত হল। তিনি ভগবৎ-প্রশংসায় মুখর হয়ে প্রার্থনা করলেনঃ


আমি সুমহান, পবিত্রতম শাশ্বত ঈশ্বর। ঊর্ধ্বলোকে পবিত্রস্থানে আমার নিবাস হলেও আমি দলিত জনের ব্যথিত মনের মানুষের সঙ্গেও বাস করি যেন তাদের নৈরাশ্য দূর করে আস্থা ফিরিয়ে আনতে পারি।


সকলে যখন সুখনিদ্রায় মগ্ন, দুঃস্বপ্ন হয়ে সেই স্বর আমার ঘুমের ব্যাঘাত ঘটাল,


সেইদিন রাতে প্রভু পরমেশ্বর শলোমনকে দর্শন দিয়ে বললেন, তুমি আমার কাছে কি বর চাও?


যিরিহোর কাছে থাকার সময় একদিন যিহোশূয় দেখলেন, তাঁর সামনে এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, হাতে তাঁর উন্মুক্ত তরবারি। যিহোশূয় তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাদের পক্ষে? না আমাদের শত্রুদের পক্ষে?


কিন্তু রাত্রে ঈশ্বর স্বপ্নে অবিমেলককে দর্শন দিয়ে বললেন, ঐ নারীকে গ্রহণ করার জন্য তোমার মৃত্যদনণ্ড হবে, কারণ সে অন্য লোকের স্ত্রী।


প্রীতম আমার এসেছেন তাঁর কাননে, সেথা সুগন্ধি তরুবীথিকা, তরুবীথিতলে শ্যামতৃণদলে তুষিছেন তিনি তাঁর মেষপাল, তারি সাথে তিনি সেই কাননের কুসুমকলি করেন চয়ন।


আমার প্রিয়তম শুধু আমারই আমিও একান্তভাবে তাঁর। লিলিফুলের বনে তিনি চরান তাঁর মেষপাল।


তখন দেখলাম, একটি শ্বেত অশ্ব, তার পৃষ্ঠে উপবিষ্ট ধনুর্ধারী এক ব্যক্তি। তাকে একটি মুকুট দেওয়অ হল। সে বিজয়ীর মত জয়যাত্রায় বেরিয়ে গেল।


তারা এই সব কথা ঘোষণা করবে এবং তাদের সমস্ত নগরে আর জেরুশালেমে এই কথা প্রচার করবে, ‘পার্বত্যদেশে যাও। জলপাই এবং বন্য জলপাইয়ের শাখা সংগ্রহ করে আন, গুলমেদি, খেজুর আর ছায়াময় বৃক্ষের শাখা সংগ্রহ করে এনে যেমন লেখা আছে সেইভাবে কুটির তৈরী কর।’


সম্রাট দারাউসের রাজত্বের ঐ বৎসরের একাদশ মাসে (অর্থাৎ শবাট মাসের চব্বিশ তারিখে) সখরিয়ের কাছে পরমেশ্বরের বাণী এল।


পরমেশ্বর এদের পৃথিবী পর্যটন করতে পাঠিয়েছেন।


তখন সেই ঘোড়াগুলি স্বর্গদূতকে বলল, আমরা পৃথিবী পর্যটন করেছি, সারা পৃথিবী থমথমে হয়ে আছে।


ঈশ্বর রাত্রে ইসরায়েলকে দর্শন দিয়ে বললেন, যাকোব! যাকোব! তিনি উত্তর দিলেন, আদেশ করুন প্রভু! ঈশ্বর তাঁকে বললেন, আমি ঈশ্বর তোমার পিতার আরাধ্য ঈশ্বর।


তখন প্রভু পরমেশ্বর বললেন, শোন তোমরা, তোমাদের মধ্যে যে নবী, তার কাছে দিব্য দর্শনের মাধ্যমে আমি প্রভু পরমেশ্বর নিজেকে ব্যক্ত করি। স্বপ্নে তার সঙ্গে আমি কথা বলি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন