Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




সখরিয় 1:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 এরপরে প্রভু আমাকে চারজন কর্মকারকে দেখালেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 পরে মাবুদ আমাকে চার জন কর্মকার দেখালেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 সদাপ্রভু তারপর আমাকে চারজন কারিগরকে দেখালেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 পরে সদাপ্রভু আমাকে চারি জন কর্ম্মকার দেখাইলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 প্রভু আমায় চারজন কারিগর দেখালেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 তারপরে সদাপ্রভু আমাকে চারজন মিস্ত্রীকে দেখালেন।

অধ্যায় দেখুন কপি




সখরিয় 1:20
13 ক্রস রেফারেন্স  

জেরুশালেমের বিজয়ী নায়কেরা ইদোমকে পদানত করে তার উপর প্রতিষ্ঠা করবে তাদের কর্তৃত্ব এবং প্রভু পরমেশ্বরই হবেন রাজ্যের অধীশ্বর।


তাই তুমি শত্রুদের বিজয়ী করলে তাদের উপর, হল তারা শত্রুর অধীন। নিপীড়নের যন্ত্রণার মাঝে তারা সাহায্যের জন্য ডাকল তোমায়, তুমি সাড়া দিলে স্বর্গলোক থেকে। অপার করুণায় তুমি তাদের জন্য পাঠিয়ে দিলে নেতৃবৃন্দ, যারা এসে উদ্ধার করল তাদের শত্রুর কবল থেকে।


প্রভু পরমেশ্বর তখন যিরুব্বাল, বারাক, যিপ্তহ এবং আমাকে পাঠিয়ে শত্রুদের হাত থেকে তোমাদের উদ্ধার করলেন। তারপর তোমরা নিরাপদে বাস করতে পেরেছিলে।


সুতরাং ইসরায়েলীরা কাদেশেই রয়ে গেল। তারা প্রান্তরের মধ্যে দিয়ে ইদোম ও মোয়াব দেশ ঘুরে মোয়াবের পূর্বপ্রান্তে উপস্থিত হল এবং আর্ণোনের অপর তীরে ছাউনি ফেলল। মোয়াব দেশের সীমানার মধ্যে তারা প্রেবশ করেনি, আর্ণোনই ছিল মোয়াবের সীমান্ত।


মিশর থেকে চলে আসার সময় ইসরায়েলীরা প্রান্তরের মধ্য দিয়ে লোহিত সাগর পর্যন্ত গিয়েছিল এবং সেখান থেকে তারা কাদেশে এসেছিল।


লৌহ ও পিতলের অর্গল হবে তোমার, তোমার আয়ুর মতই স্থায়ী হবে তোমার শক্তি।


কর্মকার একখণ্ড ধাতু দিয়ে আগুনের সাহায্যে কাজ করে। বলবান বাহু দিয়ে হাতুড়ির আঘাতে ঐ ধাতুকে আকার ও রূপ দেয়। কাজ করার সময় সে ক্ষুধিত হয়, তৃষিত হয়, ক্লান্ত হয়ে পড়ে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন