Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 8:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 মোশি প্রভু পরমেশ্বরের নির্দেশ মতই কাজ করলেন। সম্মিলন শিবিরের দ্বারদেশে জনতা সমবেত হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তাতে মূসা মাবুদের হুকুম অনুসারে সমস্ত কাজ করলেন এবং জমায়েত-তাঁবুর দরজার কাছে সমস্ত মণ্ডলী জমায়েত হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 সদাপ্রভুর আদেশমতো মোশি কাজ করলেন ও সমাগম তাঁবুর প্রবেশদ্বারে জনমণ্ডলী সমবেত হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তাহাতে মোশি সদাপ্রভুর আজ্ঞানুসারে সেইরূপ করিলেন; এবং সমাগম-তাম্বুর দ্বারসমীপে মণ্ডলী সমবেত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 প্রভুর আদেশ মতই মোশি সব কাজ করল। লোকরা সমাগম তাঁবুর প্রবেশ মুখে একসঙ্গে দেখা করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তাতে মোশি সদাপ্রভুর আদেশ অনুসারে সেরকম করলেন এবং সমাগম তাঁবুর প্রবেশ দরজার সামনে মণ্ডলী জড়ো হল।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 8:4
19 ক্রস রেফারেন্স  

সর্বপ্রধান যে বিষয়ে আমি শিখেছি এবং তোমাদেরও শিখিয়েছি তা হচ্ছে এই, যে শাস্ত্র অনুযায়ী খ্রীষ্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন ও সমাহিত হয়েছেন


পরম্পরাগতভাবে আমি স্বয়ং প্রভুর কাছ থেকে যে নির্দেশ পেয়েছি তাই তোমাদের দিয়েছি। শত্রু হস্তে সমর্পিত হওয়ার রাত্রিতে প্রভু যীশু রুটি হাতে নিয়ে


এবং যে সব আদেশ আমি তোমাদের দিয়েছি সে সব পালন করতে তাদের শিক্ষা দাও। আর জেনে রেখো, যুগান্ত পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে সঙ্গে আছি।


আমি তোমাদের যে সব নির্দেশ দিয়েছি তোমরা শুধু সেগুলিই সযত্নে পালন করবে। তোমরা তার সঙ্গে কিছু যোগ করবে না বা তা থেকে কিছু বাদও দেবে না।


সাতদিন পর্যন্ত তোমরা দিনরাত সম্মিলন শিবিরের দ্বারে থাকবে এবং প্রভু পরমেশ্বর তোমাদের যে দায়িত্ব দিয়েছেন তা পালন করবে, অন্যথায় তোমাদের মৃত্যু অবধারিত। প্রভু পরমেশ্বরের কাছ থেকে, এই নির্দেশই আমি পেয়েছি।


পরে মোশি বলির পাঁজরটি নিয়ে বিশেষ অর্ঘ্যরূপে প্রভু পরমেশ্বরের সম্মুখে আরতি করে নিবেদন করলেন। সেটি পৌরোহিত্যের পদে বরণের বলির অংশ হিসাবে মোশির প্রাপ্য হল। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশই দিয়েছিলেন।


তিনি সেই গোবৎসের চামড়া, মাংস ও গোময় ছাউনির বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই রকম নির্দেশই দিয়েছিলেন।


মোশি তারপর হারোণের পুত্রদের কছে এনে পোশাক পরিয়ে কটিবদ্ধ বেঁধে দিলেন ও শিরোভূষণ বেঁধে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই রকমই নির্দেশ দিয়েছিলেন।


তারপর তাঁর মাথায় উষ্ণীষ এবং ঈশ্বরের উদ্দেশে নিবেদনের বিশিষ্ট চিহ্নস্বরূপ উষ্ণীষের উপরে স্বর্ণনির্মিত প্রতীক লাগিয়ে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশই দিয়েছিলেন।


আর সাদা রেশমী সুতো এবং নীল, বেগুনী ও লাল সুতো দিয়ে সূচের কাজ করা কোমরবন্ধ তৈরী করলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই রকমই নির্দেশ দিয়েছিলেন।


যজন কর্মে পরিধেয় বসনের প্রান্তে চারিদিকে তাঁরা পর্যায়ক্রমে একটি ডালিম ও একটি ঘুন্টি সারি করে জুড়ে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই রকমই নির্দেশ দিয়েছিলেন।


বক্ষসংলগ্ন থলিটি যাতে এফোদ থেকে খুলে না যায়, কোমরবন্ধের সঙ্গে আঁটা থাকে সে জন্য তাঁরা নীল সুতো দিয়ে এফোদ ও বক্ষসংলগ্ন থলিটির আঙটাগুলি বেঁধে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই রকমই নির্দেশ দিয়েছিলেন।


এফোদের দুই কাঁধের পটির উপরে ইসরায়েলের পুত্রদের স্মারক স্বরূপ সেই মণি দুটি বসিয়ে দেওয়া হল।


এফোদের উপরে বাঁধার জন্য কোমরবন্ধটিও এফোদের মতই একই উপাদানে তৈরী করা হল। প্রভু পরমেশ্বর মোশিকে যেমন নির্দেশ দিয়েছিলেন সেই মতই সোনা এবং নীল, বেগুনী, লাল ও সাদা মিহি রেশমী সুতো দিয়ে এটি তৈরী করা হল।


নীল, বেগুনী ও লাল রং-এর মিহি সুতো দিয়ে তাঁরা প্রভু পরমেশ্বরের পীঠস্থানের যাজকদের এবং হারোণের জন্য পবিত্র পোষাক তৈরী করলেন। প্রভু পরমেশ্বর মোশিকে যেমন নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী এগুলি করা হল।


সমগ্র জনমণ্ডলীকে সম্মিলন শিবিরের দ্বারে সমবেত কর।


মোশি জনতাকে সম্বোধন করে বললেন, প্রভু পরমেশ্বর এই কাজ করতে নির্দেশ দিয়েছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন