Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 8:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 মোশি তারপর হারোণের পুত্রদের কছে এনে পোশাক পরিয়ে কটিবদ্ধ বেঁধে দিলেন ও শিরোভূষণ বেঁধে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই রকমই নির্দেশ দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 পরে মূসা হারুনের পুত্রদেরকে কাছে এনে তাদেরকেও ইমামের পোশাক পরালেন, কোমরবন্ধনী পরালেন ও তাদের মাথায় টুপি পরিয়ে দিলেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 তারপর তিনি হারোণের ছেলেদের সামনে আনলেন, কাপড় পরালেন, কটি বন্ধনে আবদ্ধ করলেন ও তাদের মাথায় শিরোভূষণের বন্ধনী দিলেন, যেমন মোশিকে সদাপ্রভু আদেশ দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 পরে মোশি হারোণের পুত্রগণকে নিকটে আনিয়া তাহাদিগকেও অঙ্গরক্ষিণী পরাইলেন, কটিবন্ধনে বদ্ধকটি করিলেন, ও তাহাদের মাথায় শিরোভূষণ বাঁধিয়া দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 মোশি এরপর হারোণের পুত্রদের নিয়ে এসে তাদের বোনা অঙ্গরক্ষিণী পরাল। পরে তাদের গায়ে কটিবন্ধ জড়িয়ে দিল। তারপর তাদের মাথায় ফেট্টি বাঁধল। প্রভুর আজ্ঞামতই মোশি এসব করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 মোশি হারোণের ছেলেদেরকে কাছে এনে তাদেরকেও পরিচ্ছদ পরালেন, কোমরবন্ধনে বাঁধলেন ও তাদের মাথায় মাথার আবরণ বেঁধে দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 8:13
15 ক্রস রেফারেন্স  

আমাদের আরাধ্য ঈশ্বরের জন্য তুমি তাদের নিয়ে গঠন করেছ এক রাজ্য, এক যাজক-সমাজ তারাই রাজত্ব করবে এই পৃথিবীতে।


ও আমাদের সকলকে এক রাজ্যের অন্তর্ভুক্ত করে তাঁর ঈশ্বর ও পিতার পুরোহিত রৃপে নিযুক্ত করেছেন, গৌরব ও মহিমা যুগে যুগে তাঁরই হোক - আমেন।


কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজক শ্রেণী, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজা। তিনিই তোমাদের অন্ধকার থেকে তাঁর বিস্ময়কর জ্যোতির মাঝে আহ্বান করে এনেছেন যেন তোমরা তাঁর গুণগান করতে পার।


তাঁর কাছে এসে তোমরাও জীবন্ত শিলা হয়ে আধ্যাত্মিক মন্দির গঠনের কাজে নিজেদের নিবেদন কর, যেখানে তোমরা পবিত্র পৌরোহিত্যের ব্রত গ্রহণ করে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের উদ্দেশে গ্রহণযোগ্য আত্মিক বলি উৎসর্গ করবে।


জেরুশালেম উল্লসিত মহা আনন্দে, পরিয়েছেন তাকে প্রভু পরমেশ্বর মহার্ঘ বসন, বিবাহ বাসরে বরের মত, বিবাহের সাজে সজ্জিত বধূর মত ভূষিত করেছেন তাকে পরিত্রাণ ও বিজয়ের অমূল্য ভূষণে।


আর তোমরা পরিচিত হবে প্রভু পরমেশ্বরের পুরোহিত রূপে, আমাদের আরাধ্য ঈশ্বরের সেবক তোমরা—এই হবে তোমাদের পরিচয়। ভোগ করবে তোমার বহুজাতির ঐশ্বর্য এবং সেই ঐশ্বর্য হবে তোমাদের গৌরবের ধন।


তোমার পুরোহিতকুল বিভূষিত হোক ধার্মিকতায়, তোমার ভক্তবৃন্দ করুক পরম উল্লাস।


তারপর হারোণকে পবিত্র বসনগুলি পরিয়ে দেবে এবং আমার পৌরোহিত্য করার জন্য তাকে অভিষিক্ত করে পবিত্র করবে।


তারা তখন কাছে গিয়ে মোশির নির্দেশমত পরিচ্ছদ সমেত দেহগুলি তুলে নিয়ে শিবিরের বাইরে চলে গেল।


মন্দিরের মধ্যে থাকাকালে কোন পুরোহিতের বাইরে যাওয়ার দরকার হলে যে শুদ্ধ কাপড় পরে তারা প্রভু পরমেশ্বরের সেবা করে, সেই কাপড় ছেড়ে এই ঘরগুলিতে রেখে বাইরে যায়। সাধারণ জনতার চৌহদ্দির মধ্যে যেতে হলে তাদের অন্য কাপড় পরে যেতে হত।


মোশি প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী সব কাজ যথাযথভাবে করলেন।


তারপর সেটির নাড়িভুঁড়ি ও পা গুলি জলে ধুয়ে ফেললেন এবং গোটা মেষটি বেদীর উপরে আহুতি দিলেন। এটি ছিল প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত হোমবলি। এর সৌরভ তাঁর প্রীতিজনক। প্রভু পরমেশ্বর মোশিকে এই রকম নির্দেশই দিয়েছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন