Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 7:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 প্রায়শ্চিত্ত বলির মতই অপরাধ মোচনের বলি। উভয়ের জন্যই এক বিধি। যে পুরোহিত এই বলি দ্বারা প্রায়শ্চিত্ত করবে, এটি তারই প্রাপ্য হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 গুনাহ্‌-কোরবানী যেরকম, দোষ-কোরবানীও সেরকম; উভয়েরই এক ব্যবস্থা; যে ইমাম তা দ্বারা কাফ্‌ফারা করে তা তারই হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 “ ‘পাপার্থক বলি ও দোষার্থক-নৈবেদ্য উভয় ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে; সবই যাজক নেবে, যার দ্বারা সকলের জন্য প্রায়শ্চিত্ত সাধিত হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 পাপার্থক বলি যেরূপ, দোষার্থক বলিও সেইরূপ; উভয়েরই এক ব্যবস্থা; যে যাজক তাহা দ্বারা প্রায়শ্চিত্ত করে, তাহা তাহারই হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 দোষ মোচনের নৈবেদ্য পাপ মোচনের নৈবেদ্যরই মতো। এই দুই নৈবেদ্যর জন্য এক নিয়ম। যে যাজক বলির ব্যবস্থা করবে সে খাদ্য হিসেবে মাংস পাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 পাপের বলি যেমন, অপরাধের বলিও সেরকম; উভয়েরই এক ব্যবস্থা; যে যাজক তার মাধ্যমে প্রায়শ্চিত্ত করে, তা তারই হবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 7:7
11 ক্রস রেফারেন্স  

তোমরা কি জান না, যারা মন্দিরের সেবায়েত তারা মন্দির থেকেই প্রসাদ পায়? যারা বেদীর হোতা তারা বলির অংশ পায়?


যেখানে প্রায়শ্চিত্তের বলি ও হোমের বলির পশু হনন করা হয় সেই পবিত্রস্থানে পুরোহিত ঐ মেষশাবকটি হনন করবে, কেননা অপরাধ মোচনের ও প্রায়শ্চিত্ত বলির মতই তা পুরোহিতের প্রাপ্য। সেই বলি মহাপবিত্র।


ইসরায়েল জাতির কথাই বিবেচনা কর, তাদের মধ্যে যারা বলির মাংস ভোজন করে তারা কি বেদীর যাজন কর্মে অংশ গ্রহণ করে না?


এই ভক্ষ্য নৈবেদ্য খামির মিশিয়ে রন্ধন করা চলবে না। আমার উদ্দেশে আহুতি দেওয়া নৈবেদ্য থেকে আমি তাদের প্রাপ্য অংশ হিসাবে তা দিলাম। অপরাধ মোচনের প্রায়শ্চিত্ত বলির মতই এই নৈবেদ্যও মহাপবিত্র।


যে পুরোহিত কারও পক্ষে হোমবলি উৎসর্গ করবে, উৎসর্গিত হোমবলির পশুর চামড়া তার প্রাপ্য হবে।


প্রায়শ্চিত্ত এবং পাপস্খালক বলি বাবদ যে অর্থ সংগৃহীত হত, তা সিন্দুকে জমা পড়ত না। এ অর্থ ছিল পুরোহিতের প্রাপ্য দক্ষিণা।


এই নৈবেদ্যের অবশিষ্টাংশ হারোণ ও তার সন্তানদের প্রাপ্য হবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহুতি দেওয়া নৈবেদ্যের অংশ হিসাবে এই নৈবেদ্য মহাপবিত্র বলে গণ্য হবে।


নৈবেদ্যের অবশিষ্টাংশ হারোণ ও তার সন্তানদের প্রাপ্য হবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহুতি দেওয়া নৈবেদ্যের অংশ হিসাবে এই নৈবেদ্য মহাপবিত্র বলে গণ্য হবে।


যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তির অবর্তমানে ক্ষতিপূরণ গ্রহণ করার মত কোন নিকট আত্মীয় না থাকে, তাহলে ক্ষতিপূরণের অর্থ প্রভু পরমেশ্বরের প্রাপ্য হবে এবং পুরোহিত সেই অর্থ গ্রহণ করবে। এছাড়াও প্রায়শ্চিত্তের জন্য তাকে একটি মেষ দিতে হবে, পুরোহিত সেটি দিয়ে তার প্রায়শ্চিত্ত করবে।


সেই সময় সিরিয়ারাজ হসায়েল গাৎ নগর আক্রমণ করে অধিকার করেন। তারপর তিনি জেরুশালেম আক্রমণ করতে উদ্যত হলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন