Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 7:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)

21 যদি কেউ অশুচি কোন দ্রব্য, মানুষের কোন অশুচি বস্তু কিম্বা অশুচি পশু বা অশুচি ও ঘৃণ্য কোন কিছু স্পর্শ করার পর প্রভু পরমেশ্বরের উৎসর্গিত স্বস্ত্যয়ন বলির মাংস ভোজন করে, তাহলে সে সমাজচ্যুত হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 আর যদি কেউ কোন নাপাক বস্তু, অর্থাৎ মানুষের নাপাক বস্তু কিংবা নাপাক পশু কিংবা কোন নাপাক ঘৃণার বস্তু স্পর্শ করে মাবুদ সম্বন্ধীয় মঙ্গল-কোরবানীর গোশ্‌ত ভোজন করে তবে সেই ব্যক্তি নিজের লোকদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 যদি কেউ কোনো অশুচি বস্তু স্পর্শ করে, কোনো অশুচি মানুষ অথবা এক অশুচি পশু, কিংবা ভূমিতে বিচরণকারী কোনো অশুচি ঘৃণার্হ বস্তু, এবং পরে সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত মঙ্গলার্থক বলিদানের মাংস ভক্ষণ করে, তাহলে সে নিজের লোকদের মধ্য থেকে অবশ্যই উচ্ছিন্ন হবে।’ ”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 আর যদি কেহ কোন অশুচি বস্তু, অর্থাৎ মনুষ্যের অশুটি বস্তু কিম্বা অশুচি পশু কিম্বা কোন অশুচি ঘৃণার্হ বস্তু স্পর্শ করিয়া সদাপ্রভু সম্বন্ধীয় মঙ্গলার্থক বলির মাংস ভোজন করে, তবে সেই প্রাণী আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 “যদি কোন ব্যক্তি কোন অশুচি জিনিস, যা মানুষের শরীরের দ্বারা অশুচি হয়েছে বা কোন অশুচি জন্তু বা প্রভু নিষেধ করেছেন এমন কোন জিনিস স্পর্শ করে, তাহলে সেই ব্যক্তি অশুচি হবে। এবং যদি সে মঙ্গল নৈবেদ্যর মাংস খায়, তাহলে তাকে অবশ্যই তার লোকদের থেকে আলাদা করতে হবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 আর যদি কেউ কোনো অশুচি বস্তু, অর্থাৎ মানুষের অশুচি জিনিস কিংবা অশুচি পশু কিংবা কোনো অশুচি ঘৃণার জিনিস স্পর্শ করে সদাপ্রভু বিষয়ে মঙ্গলের জন্য বলির মাংস খায়, তবে সেই লোক নিজের লোকদের মধ্যে থেকে উচ্ছেদ হবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 7:21
31 ক্রস রেফারেন্স  

আমি তখন বললাম: হে প্রভু পরমেশ্বর, এভাবে আমি নিজেকে অশুচি করতে পারব না। শিশুকাল থেকে আমি কখনও মরা জন্তু বা অন্য পশুর মারা জন্তুর মাংস খাইনি। অশুচি কোন খাবার আমি কোনদিন খাইনি।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,


যে সব পতঙ্গ চারপায়ে হাঁটে সেগুলি তোমাদের পক্ষে ঘৃর্ণাহ।


কিন্তু যেগুলির পাখ্‌না ও আঁশ নেই সেগুলি তোমরা খাবে না, সেগুলি হবে তোমাদের কাছে অশুচি।


তোমরা কোন ঘৃণ্য বস্তু ভোজন করবে না। গরু, ভেড়া, ছাগল,


হারোণের বংশধরদের মধ্যে কেউ যদি কুষ্ঠ বা প্রমেহ রোগাক্রান্ত হয়, তাহলে সে শুচি না হওয়া পর্যন্ত প্রসাদ গ্রহণ করতে পারবে না। মৃতদেহ সংশ্লিষ্ট কোন বস্তুর সংস্পর্শে যে অশুচি হয়েছে বা যার বীর্যস্খলন হয়েছে,


ঐ সব জঘন্য কার্যকলাপের কোন একটিতেও যে লিপ্ত হবে, সে সমাজচ্যুত হবে।


কেননা প্রত্যেক জীবের প্রাণ তার রক্তের মধ্যে নিহিত, রক্তই তার প্রাণস্বরূপ। এই জন্যই আমি ইসরায়েলীদের নির্দেশ দিচ্ছি, তোমরা কোন প্রাণীর রক্ত পান করবে না, কেননা রক্তই প্রত্যেক প্রাণীর প্রাণ স্বরূপ। যে তা পান করবে সে সমাজচ্যুত হবে।


ইসরায়েলকূলজাত কোন লোক কিম্বা তাদের মধ্যে প্রবাসী কোন লোক যদি কোন কিছুর রক্ত পান করে, তাহলে আমি সেই রক্তখাদকের প্রতি বিমুখ হব এবং তাকে তার সমাজের মধ্য থেকে উচ্ছেদ করব।


কোনও প্রকার রক্ত যে পান করবে সে সমাজচ্যুত হবে।


প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহুতি দেওয়া পশুর মেদ যে ভক্ষণ করবে সেই ব্যক্তি স্বজাতিচ্যুত হবে।


অশুচি অবস্থায় যদি কেউ প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গিত স্বস্ত্যয়ন বলির মাংস ভক্ষণ করে তবে সে সমাজচ্যুত হবে।


এই সাতদিন তোমরা ঘরে কোন খামির রাখবে না। এই সময়ে কেউ যদি খামিরযুক্ত কিছু খায়, তাহলে বিদেশী বা স্বজাতি, যেই হোক না কেন ইসরায়েলী সমাজে সে হবে পতিত।


সাত দিন তোমরা খামিরবিহীন রুটি খাবে। প্রথম দিনেই বাড়ি থেকে সমস্ত খামির সরিয়ে ফেলবে। প্রথম দিন থেকে সপ্তম দিনের মধ্যে যদি কেউ খামিরযুক্ত রুটি খায় তাহলে সে ইসরায়েলী সমাজ থেকে বিচ্যুত হবে।


লিঙ্গাগ্রচর্ম ছেদন করা হয়নি এমন কোন পুরুষ স্বজাতিচ্যুত হবে, কারণ সে আমার সন্ধিচুক্তির শর্ত লঙ্ঘন করেছে।


প্রভু পরমেশ্বর মোশিকে আরও বললেন,


তুমি তাদের বল, পুরুষানুক্রমে তাদের বংশের কেউ যদি অশুচি অবস্থায় ইসরায়েলী সমাজ কর্তৃক প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গিত পবিত্র বস্তুর সান্নিধ্যে যায়, তাহলে সেই ব্যক্তি আমার সম্মুখ থেকে উচ্ছিন্ন হবে। আমি প্রভু পরমেশ্বর।


অশুচি ব্যক্তি যা কিছু স্পর্শ করবে তা-ও হবে অশুচি এবং তা যে স্পর্শ করবে সেও হবে অশুচি। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে।


শৌল সেদিন কিছুই বললেন না, তিনি ভাবলেন, হয়তো দাউদের কিছু হয়েছে, তার নিশ্চয় অশৌচচলছে।


এবং ভোক্তা তার কৃত অপরাধের জন্য দায়ী হবে, কারণ সে প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গিত পবিত্র বস্তু অশুচি করেছে। সেই ব্যক্তি সমাজচ্যুত হবে।


আর আমিও সেই ব্যক্তির প্রতি বিমুখ হয়ে তার স্বজাতীয়দের মধ্য থেকে তাকে উচ্ছেদ করব, কারণ মোলেক দেবতার উদ্দেশে সে তার সন্তান উৎসর্গ করে আমার পীঠস্থান অশুচি করেছে এবং আমার পবিত্র নাম কলঙ্কিত করেছে।


সেদিন যে উপবাস না করবে, সে সমাজচ্যুত হবে।


তাদের বল, আমি, সর্বাধিপতি প্রভু বলছি: তোমরা রক্ত সমেত মাংস খেয়ে থাক, তোমরা অলীক মূর্তি পূজা কর, নরহত্যা কর। তারপরেও তোমরা কি করে ভাব যে এ দেশের উপরে তোমাদের অধিকার?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন