Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 7:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 কিন্তু বলি যদি মানত শোধনের জন্য হয় কিম্বা স্বতঃপ্রণোদিত হয় তাহলে উৎসর্গের দিনে তা ভোজন করতে হবে এবং পরের দিনও তার অবশিষ্টাংশ ভোজন করা চলবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 কিন্তু তার কোরবানী যদি মানত অথবা স্বেচ্ছাকৃত উপহার হয় তবে কোরবানীর দিনে তা ভোজন করতে হবে এবং পরদিনেও তার অবশিষ্ট অংশ ভোজন করা যাবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 “ ‘যাইহোক, যদি, তার উপহার কোনো মানত কিংবা স্বেচ্ছাকৃত দানের পরিণতি হয়, তাহলে উৎসর্গীকরণের দিনে ওই বলি ভোজন করতে হবে, তবে অবশিষ্ট যে কোনো ভক্ষ্য পরের দিন ভোজন করতে পারে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 কিন্তু তাহার উপহারের বলি যদি মানত অথবা স্বেচ্ছাকৃত উপহার হয়, তবে বলি উৎসর্গের দিনে তাহা ভোজন করিতে হইবে, এবং পরদিনেও তাহার অবশিষ্ট অংশ ভোজন করা যাইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 “কোন মানুষ মঙ্গল নৈবেদ্য আনতে পারে কারণ সে হয়ত ঈশ্বরকে উপহার দিতে চায় অথবা সে হয়ত ঈশ্বরের কাছে বিশেষ মানত করেছিল। যদি এটা সত্য হয় তাহলে যেদিন সে নৈবেদ্য দেয়, সেই দিনেই প্রদত্ত নৈবেদ্য খেয়ে নিতে হবে। যদি কিছু পড়ে থাকে তা পরের দিন অবশ্যই খেতে হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 কিন্তু তার উপহারের বলি যদি মানত অথবা স্বেচ্ছায় দেওয়া উপহার হয়, তবে বলি উৎসর্গের দিনের তা খেতে হবে এবং পরদিনের ও তার বাকি অংশ খাওয়া যাবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 7:16
17 ক্রস রেফারেন্স  

সেখানেই তোমরা তোমাদের হোম-নৈবেদ্য, বলি, সম্পদের দশমাংশ, আরতি সহকারে নিবেদনের অর্ঘ্য, মানতের নৈবেদ্য, স্বেচ্ছাপ্রদত্ত অর্ঘ্য এবং গো মেষাদি প্রথম জাত শাবকগুলি নিয়ে যাবে।


ঐ দেখ, শান্তির দূত আসছেন, গিরিপর্বত পার হয়ে আসছেন শান্তির বাণী ঘোষণা করতে। হে যিহুদীয়া, তুমি তোমার পর্বসকল পালন কর, পূর্ণ কর তোমার মানত, কারণ দুর্জনেরা আর কখনও তোমার বিরুদ্ধে অভিযান করবে না, তারা সমূলে উচ্ছিন্ন হয়েছে।


শাসনকর্তা যদি স্বেচ্ছায় প্রভু পরমেশ্বরের কাছে হোমবলি বা স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করতে চায় তখন তার জন্য অন্দর প্রাঙ্গণের পূর্ব দেউড়ি খুলে দেওয়া হবে। সাব্বাথে যেভাবে বলি উৎসর্গ করে, এইসব বলি সেইভাবেই উৎসর্গ করতে হবে। সে বাইরে বেরিয়ে গেলে দেউড়ি বন্ধ হয়ে যাবে।


আমি প্রভু পরমেশ্বরের উদ্দেশে তাঁর প্রজাবৃন্দের সাক্ষাতে করব পূর্ণ আমার সকল মানত


আমি প্রভু পরমেশ্বরের উদ্দেশে তাঁর প্রজাবৃন্দের সাক্ষাতে পূর্ণ করব আমার সকল মানত।


হোমবলির অর্ঘ্য নিয়ে আমি যাব তোমার মন্দিরে, পূর্ণ করব আমার সকল মানত তোমারই চরণে।


প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত সমস্ত বস্তু এবং মানতের সমস্ত দ্রব্য নিয়ে তোমরা প্রভু পরমেশ্বরের মনোনীত স্থানে যাবে।


তোমাদের শস্য, দ্রাক্ষারস, ও তেলের দশমাংশ, গো-মেষাদির প্রথম শাবক, মানতের বস্তু, স্বেচ্ছাদত্ত নৈবেদ্য, আরতি সহকারে নিবেদনের অর্ঘ্য-এইগুলি তোমরা নিজেদের নগরে বসে ভোজন করতে পারবে না।


তখন তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য যে স্থান মনোনীত করবেন সেই স্থানে তোমরা আমার নির্দেশিত সমস্ত হোম-নৈবেদ্য, বলি, সম্পদের দশমাংশ, আরতি সহকারে নিবেদনের অর্ঘ্য এবং প্রভুর কাছে মানত করা সমস্ত উৎকৃষ্ট দ্রব্য নিয়ে যাবে।


এই নৈবেদ্য তোমাদের কোন মানত পূরণ কিম্বা স্বেচ্ছাপ্রদত্ত নৈবেদ্য, অথবা কোন পর্বের নির্দিষ্ট হোম কিম্বা বলি হতে পারে।


প্রভু পরমেশ্বরের নির্দেশিত বিশ্রাম দিবসের এবং তোমাদের নিজেদের জন্য নির্দিষ্ট মানত শোধের নৈবেদ্য এবং স্বেচ্ছাদত্ত নৈবেদ্য ছাড়াও উল্লিখিত অর্ঘ্যসমূহ তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে।


প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমরা যখন কৃতজ্ঞতা নিবেদনের বলি উৎসর্গ করবে, তখন তা যাতে গ্রাহ্য হয় সেইভাবে উৎসর্গ করবে।


অস্বাভাবিক অঙ্গপ্রত্যঙ্গ বিশিষ্ট কোন বৃষ বা মেষ তোমরা স্বেচ্ছাপ্রদত্ত অর্ঘ্যস্বরূপ উৎসর্গ করতে পার কিন্তু মানত শোধের জন্য তা গ্রাহ্য হবে না।


প্রভু পরমেশ্বর মোশিকে যে সব কাজ করার নির্দেশ দিয়েছিলেন, তা সম্পন্ন করার জন্য প্রত্যেকটি ইসরায়েলী নারী ও পুরুষ স্বেচ্ছায় তাদের উপহারসামগ্রী প্রভু পরমেশ্বরের উদ্দেশে দান করল।


আমি আজ স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করেছি, পূর্ণ করেছি আমার মানত,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন