Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 7:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 প্রভু পরমেশ্বরের শান্তি স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করার বিধি এই:

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 আর মাবুদের উদ্দেশে কোরবানীর জন্য আনা মঙ্গল-কোরবানীর এই ব্যবস্থা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 “ ‘মঙ্গলার্থক বলিদানের পক্ষে এই নিয়মাবলি, যা যে কোনো ব্যক্তি সদাপ্রভুর উদ্দেশে উপহার দিতে পারে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আর সদাপ্রভুর উদ্দেশে উৎসৃজ্য মঙ্গলার্থক বলির এই ব্যবস্থা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 “প্রভুর কাছে মঙ্গল নৈবেদ্যসমূহ দানের নিয়ম:

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 আর সদাপ্রভুর উদ্দেশ্যে উত্সর্গ করা মঙ্গালার্থক বলির এই ব্যবস্থা।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 7:11
12 ক্রস রেফারেন্স  

তেলের ময়ান দেওয়া অথবা রান্না করা হয় নি এমন অবশিষ্ট ভক্ষ্য নৈবেদ্য হারোণ বংশীয় পুরোহিতদের সকলের সমান অংশে প্রাপ্য হবে।


প্রভু পরমেশ্বরের উপাসনার বেদী তিনি সারিয়ে দিলেন এবং তার উপর স্বস্ত্যয়ন বলি ও কৃতজ্ঞতার বলি উৎসর্গ করলেন। তিনি যিহুদীয়ার প্রজাদের ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আরাধনা করার আদেশ দিলেন।


আমি আজ স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করেছি, পূর্ণ করেছি আমার মানত,


আমার উদ্দেশে তোমরা হোম ও নৈবেদ্যউৎসর্গ করলে আমি সেই হোম নৈবেদ্য গ্রাহ্য করব না, তোমাদের স্বস্ত্যয়ন বলির হৃষ্টপুষ্ট পশুগুলির দিকে আমি ফিরেও তাকাব না।


তুমি ইসরায়েলীদের এই কথা বল, যে ব্যক্তি প্রভুর পরমেশ্বরের উদ্দেশে স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করবে, সে স্বস্ত্যয়ন বলির একাংশ প্রভু পরমেশ্বরের উদ্দেশে পৃথক করে রাখবে।


যে দিন বলি উৎসর্গ করবে সেই দিন এবং তার পরের দিন পর্যন্ত সেই বলির মাংস ভোজন করা চলবে। কিন্তু তৃতীয় দিনে যা অবশিষ্ট থাকবে তা সবই আগুনে পুড়িয়ে ফেলতে হবে।


প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমরা যখন কৃতজ্ঞতা নিবেদনের বলি উৎসর্গ করবে, তখন তা যাতে গ্রাহ্য হয় সেইভাবে উৎসর্গ করবে।


হিষ্কিয় প্রজাদের বললেন, এখন তোমরা আনুষ্ঠানিকভাবে শুদ্ধ হয়েছ। এবার তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে কৃতজ্ঞতার বলি ও নৈবেদ্য উৎসর্গ কর। তারা রাজার আদেশ পালন করল। তাদের মধ্যে কিছু লোক স্বেচ্ছায় হোমবলি উৎসর্গের জন্য বলির পশুও নিয়ে এল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন