Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 7:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 অপরাধ মোচনের বলি সংক্রান্ত বিধি এই: এই বলি মহাপবিত্র।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 আর দোষ-কোরবানীর এই ব্যবস্থা; তা অতি পবিত্র।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 “ ‘দোষার্থক-নৈবেদ্যদানের পক্ষে এই নিয়মাবলি, যা অত্যন্ত পবিত্র:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 আর দোষার্থক বলির এই ব্যবস্থা; তাহা অতি পবিত্র।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 “দোষ মোচনের বলি উৎসর্গের এগুলি হল নিয়ম: এ অত্যন্ত পবিত্র।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 অপরাধের বলির এই ব্যবস্থা; তা অতি পবিত্র।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 7:1
17 ক্রস রেফারেন্স  

তুমি হারোণ ও তার পুত্রদের বল যে প্রায়শ্চিত্ত বলি উৎসর্গের বিধি এই: যেখানে হোমবলির পশু হনন করা হয় সেখানে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে প্রায়শ্চিত্ত বলির পশুও হনন করতে হবে, কারণ এই বলি মহাপবিত্র।


এই ভক্ষ্য নৈবেদ্য খামির মিশিয়ে রন্ধন করা চলবে না। আমার উদ্দেশে আহুতি দেওয়া নৈবেদ্য থেকে আমি তাদের প্রাপ্য অংশ হিসাবে তা দিলাম। অপরাধ মোচনের প্রায়শ্চিত্ত বলির মতই এই নৈবেদ্যও মহাপবিত্র।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,


তিনি বললেন, এইস্থানে পুরোহিতেরা প্রায়শ্চিত্তের বলি অথবা মানত পূরণের বলির মাংস পাক করে এবং উৎসর্গীত ময়দা দিয়ে পিঠে তৈরী করে, যেন এই সমস্ত পবিত্র বস্তু বাইরের প্রাঙ্গণে নিয়ে যাবার প্রয়োজন না হয় এবং এই পবিত্র বস্তুর সংস্পর্শে মানুষের কোন ক্ষতিও না হয়।


শস্য নৈবেদ্য, পাপস্খালক ও প্রায়শ্চিত্তের নৈবেদ্য এবং মানত পূরণের নৈবেদ্য হবে পুরোহিতদের আহার্য এবং ইসরায়েলের মধ্যে যা কিছু আমার উদ্দেশ্যে পৃথক করে সরিয়ে রাখা হবে, সব কিছুই হবে তাদের প্রাপ্য


এই বড় ঘরটিতে চারটি টেবিল ছিল। ঘরের ভিতরে রাখা দুদিকে দুটো করে টেবিলে হোমবলি, পাপাস্খলন বলি ও মানত পূরণের বলির পশু বধ করা হত।


প্রভু পরমেশ্বরের উদ্দেশে ব্রত পালনের জন্য সে আবার নিজেকে উৎসর্গ করবে। প্রায়শ্চিত্ত বলির জন্য তাকে একটি এক বছর বয়সের মেষশাবক উৎসর্গ করতে হবে। এভাবে অশুচি হওয়ার দরুণ তার আগেকার ব্রত পালনের দিনগুলি বিফল হবে।


কিন্তু সে তার ঈশ্বরের উদ্দেশে নিবেদিত ভোগ্য বস্তু, পবিত্র এবং মহাপবিত্র প্রসাদ ভক্ষণ করতে পারবে।


আর সে যদি ঘুঘু কিম্বা পায়রাও আনতে সমর্থ না হয় তাহলে সে তার পাপের জন্য এক ঐফার দশ ভাগের এক ভাগ পরিমাণ ময়দা প্রায়শ্চিত্তের নৈবেদ্য রূপে উৎসর্গ করবে। তাতে সে তেল ঢালবে না বা কোন সুগন্ধি মেশাবে না, কারণ এটি প্রায়শ্চিত্ত নৈবেদ্য।


এগুলি সে পুরোহিতের কাছে নিয়ে যাবে। পুরোহিত প্রথমে পাপ মোচনের বলি উৎসর্গ করে সেটির ঘাড় মুচড়ে দেবে কিন্তু ছিঁড়ে ফেলবে না।


সে যদি মেষী বা ছাগী আনতে সমর্থ না হয় তাহলে পাপের জন্য তাকে এক জোড়া ঘুঘু কিম্বা এক জোড়া পায়রা প্রায়শ্চিত্ত বলির জন্য প্রভু পরমেশ্বরের সম্মুখে উপস্থিত করতে হবে। এর একটি প্রায়শ্চিত্ত বলিরূপে এবং অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করতে হবে।


প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করে আলাদা করে রাখা নৈবেদ্য ও উপহার সংক্রান্ত বিধি অজ্ঞতাবশতঃ যদি কেউ লঙ্ঘন করে পাপ করে, তাহলে সে পাপমোচনের জন্য পবিত্র পীঠস্থানের শেকেলের নির্ধারিত মাপ অনুযায়ী তুমি যা ধার্য করে দেবে, সেই পরিমাণ রূপোর বিনিময়ে তার পশুপাল থেকে নিখুঁত একটি মেষ প্রায়শ্চিত্তের বলিরূপে উৎসর্গ করবে


যিম্নাহর পুত্র কোরি নামে একজন লেবীয়কে মন্দিরের পূর্বদিকের প্রবেশদ্বারের দ্বারপাল নিযুক্ত করা হল। প্রভু পরমেশ্বরের কাছে নিবেদিত উপহার গ্রহণ করে সেগুলি বিতরণ করার দায়িত্ব তাঁদের উপরে দেওয়া হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন