Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 6:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 কিম্বা হারানো জিনিস পেয়ে সে সম্পর্কে মিথ্যা কথা বলে, বা মিথ্যা শপথ করে-এই সব অপরাধের কোন একটির জন্য কেউ যদি দোষী সাব্যস্ত হয়,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 কিংবা স্বজাতির কোন লোকের প্রতি অন্যায় করে, কিংবা হারানো জিনিস পেয়ে সেই বিষয়ে মিথ্যা কথা বলে ও মিথ্যা কসম খেয়ে, এর যে কোন কাজ দ্বারা কোন ব্যক্তি সেই বিষয়ে গুনাহ্‌ করে,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 অথবা হারানো সম্পত্তি খুঁজে পায়, অথচ মিথ্যা কথা বলে, কিংবা মিথ্যা শপথ করে, কিংবা তার কৃত পাপের মতো অন্য কেউ একই পাপ করে এভাবে যখন সে পাপ করে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 কিম্বা সজাতীয়ের প্রতি অন্যায় করে, কিম্বা হারাণ দ্রব্য পাইয়া তদ্বিষয়ে মিথ্যা কথা কহে ও মিথ্যা দিব্য করে, ইহার যে কোন কর্ম্ম দ্বারা কোন ব্যক্তি তদ্বিষয়ে পাপ করে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 অন্যের হারিয়ে যাওয়া জিনিস পেয়ে মিথ্যে বলতে পারে, অথবা তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ নাও করতে পারে। অথবা কোন মানুষ অন্য কোন রকমের অন্যায় করতে পারে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 কিংবা প্রতিবেশীদের প্রতি অন্যায় করে, কিংবা হারানো জিনিস পেয়ে সেই বিষয়ে মিথ্যা কথা বলে ও মিথ্যা দিব্যি করে, এটার যে কোনো কাজ দ্বারা কোনো লোক সে বিষয়ে পাপ করে,

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 6:3
14 ক্রস রেফারেন্স  

আমার নামে মিথ্যা শপথ করে তোমরা তোমাদের ঈশ্বরের নাম কলঙ্কিত করবে না। আমি প্রভু পরমেশ্বর।


শত্রুর গরু কিম্বা গাধাকে পথ ভুলে অন্যদিকে যেতে দেখলে তোমরা সেটিকে তার কাছে ফিরিয়ে এনে দেবে।


আমি তখন বিচারকরূপে তোমাদের সামনে উপস্থিত হব। যারা মায়াবী জাদুকর, ব্যাভিচারী, মিথ্যাশপথকারী এবং যারা দিনমজুর, বিধবা, অনাথ ও শিশুদের নির্যাতন করে, যারা প্রবাসীদের উপর দুর্ব্যবহার করে, যারা আমাকে মান্য করে না, তাদের সব কুকর্ম প্রকাশ করে দেব।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, আমি এই অভিশাপ পাঠাচ্ছি, সে এই সব চোরের ঘরে এবং আমার নামে যারা মিথ্যা শপথ করে তাদের ঘরে ঢুকবে এবং কাঠ ও পাথর সমেত গোটা বাড়িই ধ্বংস করবে।


তোমরা চুরি, নরহত্যা ও ব্যভিচার কর, শপথ করে মিথ্যা কথা বল। বেল দেবতার কাছে বলি উৎসর্গ কর এবং যাদের তোমরা আগে জানতে না সেইসব দেবতার উপাসনা কর।


তোমরা নিজেদের প্রভু পরমেশ্বরের ভক্ত বলে শপথ কর, জেনো, তোমাদের এ মিথ্যা শপথ।


কারণ তার চেয়ে বেশী পেলে আমি হয়তো বলব, পরমেশ্বর আবার কে? আর আমার যদি অভাব থাকে তাহলে হয়তো আমি চুরি করব, আমার আরাধ্য ঈশ্বরের নাম করব কলঙ্কিত।


তোমার প্রতিবেশীর বিরুদ্ধে অকারণে সাক্ষ্য দিও না, অপযশ করো না তার।


তুমি তাদের দেহ আচ্ছাদনের জন্য কোমর থেকে হাঁটু পর্যন্ত লম্বা সাদা কাপড়ের পায়জামা তৈরী করিয়ে দেবে।


পরে সে পাখিটির মল ও পালকগুলি তুলে বেদীর পূর্ব দিকে ছাইয়ের গাদায় ফেলে দেবে।


তার পরিধানে থাকবে রেশমী বস্ত্রের পোষাক পায়জামা, কোমরবন্ধ ও সূতী বস্ত্রের উষ্ণীষ। এইগুলি সবই পবিত্র বস্ত্র। সে স্নান করে এই সব পোষাক পরবে।


বাইরের উঠোনে জনসাধারণের কাছে যাবার আগে তাকে মন্দিরের পোষাক পবিত্র কক্ষে ছেড়ে রেখে যেতে হবে। অন্য পোষাক পরে তাদের লোকদের কাছে যেতে হবে যাতে ঐ পবিত্র পোষাকের জন্য লোকদের কোন ক্ষতি না হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন