Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 6:27 - পবিএ বাইবেল CL Bible (BSI)

27 যে ব্যক্তি সেই মাংস স্পর্শ করবে তাকে পবিত্র বলে গণ্য করা হবে। তার রক্তের ছিটে যদি কোন বস্ত্রে লাগে তাহলে সেই রক্তমাখা বস্ত্র পবিত্র স্থানে নিয়ে গিয়ে ধুয়ে ফেলতে হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 যে কেউ তার গোশ্‌ত স্পর্শ করে, তার পাক-সাফ হওয়া চাই এবং তার রক্তের ছিটা যদি কোন কাপড়ে লাগে তবে তুমি সেই পোশাক পবিত্র স্থানে ধুয়ে নেবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 যে তা স্পর্শ করবে সে পবিত্র হবে; যদি পোশাকে রক্তের দাগ লাগে, তোমাকে এক পবিত্রস্থানে তা ধুয়ে ফেলতে হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 যে কেহ তাহার মাংস স্পর্শ করে, তাহার পবিত্র হওয়া চাই; এবং তাহার রক্তের ছিটা যদি কোন বস্ত্রে লাগে, তবে তুমি, যাহাতে ঐ রক্তের ছিটা লাগে, তাহা পবিত্র স্থানে ধৌত করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 পাপ নৈবেদ্যর মাংস স্পর্শেই একজন মানুষ বা কোন বিষয় পবিত্র হয়ে ওঠে। “যদি ছিটানো রক্তের একটুও কোন মানুষের কাপড়ের ওপর পড়ে তখন অবশ্যই কোন পবিত্র স্থানে যেন সেই কাপড় কাচা হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 যে কেউ তার মাংস ছোবে তার পবিত্র হওয়া চাই এবং তার রক্তের ছিটে যদি কোনো কাপড়ে লাগে, তবে তুমি, যাতে ঐ রক্তের ছিটে লাগে, তা পবিত্র জায়গায় ধোবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 6:27
11 ক্রস রেফারেন্স  

সাতদিন তুমি বেদীর জন্য প্রায়শ্চিত্ত করে সেটিকে পবিত্র করবে। তখন তা হবে মহাপবিত্র বেদী। যা কিছু সেই বেদীর সংস্পর্শ লাভ করবে তা পূর্ত ও পবিত্র বলে গণ্য হবে।


দেখ, ঈশ্বরের দেওয়া দুঃখ বরণ করেছ বলে তোমাদের মনে কি পরিমাণ আগ্রহ, আত্মবিশ্লেষণের প্রেরণা, ক্ষোভ, আশঙ্কা, অনুরাগ উদ্যম ও কঠোর শৃঙ্খলাবোধ সঞ্চারিত হয়েছে! এই বিষয়ে তোমরা সব দিক থেকে তোমাদের নির্দোষিতা প্রতিপন্ন করেছ।


প্রিয় বন্ধুগণ, এই সব প্রতিশ্রুতি স্মরণে রেখেই আমরা দেহ ও আত্মার মালিন্য দূর করে নিজেদের শুচিশুদ্ধ করি এবং ঈশ্বরকে সম্ভ্রম করে পবিত্র ও সার্থক জীবন যাপন করার চেষ্টা করি।


সে ভাবছিল, আমি যদি শুধু তাঁর পোষাক স্পর্শ করি তাহলেই আমি সুস্থ হব।


কেউ যদি পবিত্র মাংস কোঁচড়ে করে নিয়ে যায় এবং রুটি, সিদ্ধ করা শাক-সব্জি, সুরা, তেল বা অন্য কোন খাদ্য বস্তুতে সেই কাপড়ের ছোঁয়া লাগে, তাহলে সেই সব বস্তু কি পবিত্র হবে? এ সম্পর্কে বিধান কি? পুরোহিতেরা বললেন, পবিত্র হবে না।


এগুলির কোন একটির মৃতদেহ কোন আসবাবপত্রের উপরে পড়লে তাও অশুচি হবে। কাঠের কোন আসবাবপত্র, কাপড়চোপড়, চামড়া কিম্বা বস্তা-ব্যবহারযোগ্য যে কোন জিনিস হোক না কেন, তা জলে ধুয়ে ফেলতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত তা অশুচি থাকবে, পরে শুচি হবে।


হারোণ বংশের পুরুষেরাই তা ভোজন করতে পারবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহুতি দেওয়া নৈবেদ্যের এই অংশে বংশপরম্পরায় চিরকাল তোমাদের অধিকার থাকবে। যে তা স্পর্শ করবে, সে অভিশপ্ত হবে।


এইভাবে তুমি এগুলি শুদ্ধ করে, উৎসর্গ করবে। এগুলি হবে মহাপবিত্র বস্তু। এগুলির সঙ্গে কোন কিছুর সংস্পর্শ ঘটলে তা পূত ও পবিত্র বলে গণ্য হবে।


তারা তাঁকে মিনতি জানাল যেন তাঁর বসনপ্রান্তটুকু শুধু স্পর্শ করতে পারে। যত লোক তা স্পর্শ করল, তারা সবাই নিরাময় হল।


কোন অশুচি বস্তুর ছোঁয়া লাগলে সেই মাংস খাওয়া চলবে না, তা পুড়িয়ে ফেলতে হবে। যারা শুচি তারাই শুধু এই মাংস ভক্ষণ করতে পারবে।


বাইরের উঠোনে জনসাধারণের কাছে যাবার আগে তাকে মন্দিরের পোষাক পবিত্র কক্ষে ছেড়ে রেখে যেতে হবে। অন্য পোষাক পরে তাদের লোকদের কাছে যেতে হবে যাতে ঐ পবিত্র পোষাকের জন্য লোকদের কোন ক্ষতি না হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন