Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 5:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তারপর সে পাপমোচনের বলির রক্ত কিছুটা নিয়ে বেদীর গায়ে ছিটিয়ে দেবে এবং বাকী রক্ত সবটুকু বেদীমূলে ঢেলে দেবে। এটি হবে প্রায়শ্চিত্ত বলি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 পরে গুনাহ্‌-কোরবানীর কিঞ্চিৎ রক্ত নিয়ে কোরবানগাহ্‌র শরীরে ছিটাবে এবং অবশিষ্ট রক্ত কোরবানগাহ্‌র গোড়ায় ঢেলে দিতে হবে; এটি হল গুনাহ্‌-কোরবানী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 এবং পাপার্থক বলির কিছুটা রক্ত নিয়ে বেদির গায়ে ছিটাবে এবং অবশিষ্ট রক্ত বেদির মূলে ঢেলে দেবে। এটি পাপার্থক বলি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 পরে পাপার্থক বলির কিঞ্চিৎ রক্ত লইয়া বেদির গাত্রে ছিটাইবে, এবং অবশিষ্ট রক্ত বেদির মূলে ঢালিয়া দেওয়া যাইবে; ইহা পাপার্থক বলি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 যাজক অবশ্যই বেদীর পাশে পাপের জন্য উৎসর্গীকৃত এই নৈবেদ্যর রক্তকে ছিটিয়ে দেবে। তারপর বাকি রক্ত বেদীর তলদেশে ঢেলে দেবে। এই হল কৃত পাপের জন্য নৈবেদ্য।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 পরে পাপের জন্য বলির কিছু রক্ত নিয়ে বেদির গায়ে ছিটাবে এবং বাকি রক্ত বেদির মূলে ঢেলে দেওয়া যাবে; এটা পাপের জন্য বলি।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 5:9
12 ক্রস রেফারেন্স  

তারপর পুরোহিত নিজের আঙুলে সেই প্রয়াশ্চিত্ত বলির কিছুটা রক্ত নিয়ে হোমবেদীর শৃঙ্গে লেপন করবে এবং অবশিষ্ট রক্ত বেদীমূলে ঢেলে দেবে।


তারপর পুরোহিত নিজের আঙুলে কিছুটা রক্ত নিয়ে হোমবেদীর শৃঙ্গে লেপন করবে এবং অবশিষ্ট রক্ত বেদীমূলে ঢেলে দেবে।


সেই রক্তের কিছুটা নিয়ে সে সম্মিলন শিবিরের মধ্যে প্রভু পরমেশ্বরের উদ্দেশে স্থাপিত বেদীর শৃঙ্গে লেপন করবে ও অবশিষ্ট রক্ত সম্মিলন শিবিরের দ্বারে স্থাপিত হোম বেদীর মূলে ঢেলে দেবে।


তারপর পুরোহিত সেই রক্তের কিছুটা নিয়ে সম্মিলন শিবিরের মধ্যে প্রভু পরমেশ্বরের উদ্দেশে স্থাপিত ধূপ বেদীর শৃঙ্গে লেপন করবে। গোবৎসটির অবশিষ্ট রক্ত নিয়ে সে সম্মিলন শিবিরের দ্বারে হোম বেদীর মূলে সেচন করবে।


পরে পুরোহিত নিজের আঙুলে ঐ প্রায়শ্চিত্ত বলির রক্ত কিছুটা নিয়ে হোমবেদীর শৃঙ্গে লেপন করবে এবং অবশিষ্ট রক্ত হোমবেদীর মূলে ঢেলে দেবে।


ঈশ্বরের সঙ্গে নতুন সন্ধিচুক্তি স্থাপনের মধ্যস্থরূপে যীশুর সিঞ্চিত রক্তের সম্মুখীন হয়েছে যা হেবলের রক্তের চেয়ে উৎকৃষ্ট এবং কল্যাণকর বাণী ঘোষণায় সরব।


যাঁর জন্য এবং যাঁর দ্বারা সব কিছু অস্তিত্ব লাভ করেছে সেই ঈশ্বর তাঁর বহু সন্তানকে গৌরবের অংশীদার করার পরিকল্পনাকে পূর্ণতা দান করার জন্য মানুষের পরিত্রাতা যীশুকে দুঃখকষ্টের মধ্যে দিয়ে নিয়ে গেছেন। এই-ই যথার্থ হয়েছে।


প্রভু পরমেশ্বর, ন্যায় প্রতিষ্ঠায় আগ্রহী তাই তিনি তাঁর বিধান ও অনুশাসনকে বসিয়েছেন সর্বোচ্চ স্থানে, করেছেন মহিমান্বিত। তিনি চেয়েছেন যেন তাঁর প্রজাবৃন্দ এগুলিকে যথাযোগ্য মর্যাদা দান করে।


যেখানে হোমবলির পশু হনন করা হয় সেখানেই অপরাধ মোচনের বলির পশু হনন করবে। পুরোহিত বেদীর গায়ে চারিদিকে সেই বলির রক্ত ঢেলে দেবে।


যাজক সেটির মাথা মুচড়ে বেদীর আগুনে আহুতি দেবে এবং রক্ত বেদীর পাশে নিংড়ে ঝরিয়ে দেবে।


পরে সে প্রভু পরমেশ্বরের উদ্দেশে ঐ গোবৎসটি হনন করবে এবং হারোণ বংশের পুরোহিতেরা সেই বলির রক্ত সম্মিলন শিবিরের দ্বারে প্রতিষ্ঠিত বেদীর গায়ে চারদিকে সিঞ্চন করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন