Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 5:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 সে যদি মেষী বা ছাগী আনতে সমর্থ না হয় তাহলে পাপের জন্য তাকে এক জোড়া ঘুঘু কিম্বা এক জোড়া পায়রা প্রায়শ্চিত্ত বলির জন্য প্রভু পরমেশ্বরের সম্মুখে উপস্থিত করতে হবে। এর একটি প্রায়শ্চিত্ত বলিরূপে এবং অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করতে হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আর সে যদি ভেড়ীর বাচ্চা আনতে অসমর্থ হয় তবে তার গুনাহ্‌র জন্য দু’টি ঘুঘু কিংবা দু’টি কবুতরের বাচ্চা, এই দোষ-কোরবানী মাবুদের কাছে আনবে; তার একটি গুনাহ্‌র জন্য এবং অন্যটি পোড়ানো-কোরবানীর জন্য।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 “ ‘সে যদি মেষবৎসা আনতে অসমর্থ হয়, তাহলে তার কৃত পাপের জন্য দুটি ঘুঘু অথবা দুটি কপোতশাবক এক দোষার্থক-নৈবেদ্যরূপে সদাপ্রভুর কাছে আনবে—একটি পাপার্থক ও অন্যটি হোমবলি হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর সে যদি মেষবৎসা আনিতে অসমর্থ হয়, তবে আপনার কৃত পাপের জন্য দুই ঘুঘু কিম্বা দুই কপোতশাবক, এই দোষার্থক বলি সদাপ্রভুর নিকটে আনিবে; তাহার একটী পাপার্থ, অন্যটী হোমার্থ হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 “যদি লোকটি মেষশাবক দিতে সমর্থ না হয় তবে সে অবশ্যই দুটি ঘুঘু পাখী বা দুটি পায়রা ঈশ্বরের কাছে আনবে। এগুলো হল তার কৃত পাপের জন্য নৈবেদ্য। একটি পাখী হবে অবশ্যই তার পাপের নৈবেদ্য এবং অপরটি হবে হোমের নৈবেদ্য।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 আর সে যদি ভেড়ীর মেয়ে বাচ্চা আনতে না পারে তবে নিজের করা পাপের জন্য দুটো ঘুঘু কিংবা দুটো পায়রার বাচ্চা, এই দোষের জন্য বলিস্বরূপ সদাপ্রভুর কাছে আনবে; তার একটা পাপের জন্য, অন্যটি হোমের জন্য হবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 5:7
24 ক্রস রেফারেন্স  

যদি কোন নারী মেষশাবক উৎসর্গ করতে না পারে তাহলে তাকে দুটি ঘুঘু কিম্বা দুটি পায়রা এনে একটি হোমবলির জন্য এবং অন্যটি প্রায়শ্চিত্তের জন্য নিবেদন করতে হবে। পুরোহিত তার জন্য প্রায়শ্চিত্ত করলে সে শুচি হবে।


দেখ, নেকড়ের পালের মধ্যে মেষের মতই আমি তোমাদের প্রেরণ করছি। কাজেই তোমাদের হতে হবে, সাপের মত চতুর, আর কপোতের মত নিরীহ।


দেওয়ার আগ্রহ যদি থাকে তাহলে মানুষ তার সামর্থ্য অনুযায়ী দান করে তাতেই ঈশ্বর সন্তুষ্ট হন, যা নেই ঈশ্বর তারর কাছে তা চান না।


বাপ্তিষ্মের পর যীশু জল থেকে উঠে এলেন। সঙ্গে সঙ্গে আকাশ উন্মুক্ত হয়ে গেল এবং তিনি দেখলেন ঈশ্বরের আত্মা কপোতের মত নেমে এসে তাঁর উপরে অধিষ্ঠিত হলেন।


অর্থাৎ তার সঙ্গতি অনুযায়ী ভক্ষ্য নৈবেদ্যের সঙ্গে একটি প্রায়শ্চিত্ত বলিরূপে এবং অন্যটি হোম বলিরূপে এবং অন্যটি হোম বলিরূপে উৎসর্গ করবে এবং পুরোহিত তার জন্য প্রভু পরমেশ্বরের সম্মুখে প্রায়শ্চিত্ত করবে।


সেই সঙ্গে বিধান অনুযায়ী ‘এক জোড়া ঘুঘু অথবা এক জোড়া কপোত শাবক’ বলিরূপে উৎসর্গ করার জন্য সেখানে নিয়ে গেলেন।


পরে সে ইসরায়েলী জনমণ্ডলীর কাছে প্রায়শ্চিত্ত বলির উদ্দেশ্যে দুটি ছাগ এবং হোম বলির জন্য একটি মেষ নিয়ে আসবে।


পুরোহিত তাদের একটি প্রায়শ্চিত্ত বলি এবং অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করবে এবং সেই নারীর রক্তস্রাবজনিত অশৌচের জন্য পুরোহিত প্রার্য়শ্চিত্ত করবে।


তারপর ইসরায়েলীদের বল যেন তারা প্রায়শ্চিত্ত বলির জন্য একটি ছাগ, এক বছর বয়সের একটি গোবৎস এবং হোমবলির জন্য এক বছর বয়সের নিখুঁত একটি মেষশাবক ও


আর সে যদি ঘুঘু কিম্বা পায়রাও আনতে সমর্থ না হয় তাহলে সে তার পাপের জন্য এক ঐফার দশ ভাগের এক ভাগ পরিমাণ ময়দা প্রায়শ্চিত্তের নৈবেদ্য রূপে উৎসর্গ করবে। তাতে সে তেল ঢালবে না বা কোন সুগন্ধি মেশাবে না, কারণ এটি প্রায়শ্চিত্ত নৈবেদ্য।


যীশু মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরের মধ্যে যারা বেচাকেনা করছিল তিনি তাদের সকলকে তাড়িয়ে দিলেন। তিনি পোদ্দারদের টেবিল ও ঘুঘু ব্যাপারীদের আসন উলটিয়ে ফেলে দিলেন।


অপরাধ মোচনের বলি সংক্রান্ত বিধি এই: এই বলি মহাপবিত্র।


পরে পুত্র কিম্বা কন্যা প্রসব হেতু অশৌচের কাল গত হলে সে হোমবলির জন্য এক বছর বয়সের একটি মেষশাবক এবং প্রায়শ্চিত্ত বলির জন্য একটি পায়রা কিংবা ঘুঘু সম্মিলন শিবিরের সম্মুখে পুরোহিতের কাছে উপস্থিত করবে।


পরে তার সঙ্গতি অনুযায়ী দেওয়া দুটি ঘুঘু কিম্বা দুটি পায়রার একটি উৎসর্গ করবে।


তুমি ইসরায়েলীদের বল, পুরুষ বা নারী কেউ যদি কারও প্রতি অন্যায় আচরণ করে, প্রভু পরমেশ্বরের কাছে অবিশ্বস্ত হয়, তাহলে তার অপরাধ দণ্ডযোগ্য হবে।


অষ্টম দিনে সে দুটি ঘুঘু কিংবা দুটি পায়রা সম্মিলন শিবিরের দ্বারে পুরোহিতের কাছে নিয়ে যাবে।


পুরোহিত তার একটিকে প্রায়শ্চিত্ত বলিরূপে এবং অন্যটিকে হোমবলিরূপে উৎসর্গ করে তার মৃতদেহের সংস্পর্শজনিত দোষের জন্য প্রায়শ্চিত্ত করবে। সেই দিন সে আবার তার মাথার চুল উৎসর্গ করবে।


দারিদ্র্যের জন্য যদি কেউ নির্ধারিত মূল্য দিতে অক্ষম হয় তবে তাকে পুরোহিতের কাছে নিয়ে আসতে হবে এবং পুরোহিত তার মূল্য নির্ধারণ করবে। মানতকারীর সামর্থ্য অনুযায়ী পুরোহিত তার মূল্য স্থির করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন