Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 4:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 এবং সেই রক্তে আঙুলে ডুবিয়ে পবিত্র স্থানের পর্দার সামনে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সাতবার ছিটিয়ে দেবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 আর ইমাম সেই রক্তে তার আঙ্গুল ডুবিয়ে পবিত্র স্থানের পর্দার অগ্রভাগে মাবুদের সম্মুখে সাত বার তার কিঞ্চিৎ রক্ত ছিটিয়ে দেবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 সে রক্তের মধ্যে আঙুল ডুবিয়ে পবিত্রস্থানের সামনের দিকে গিয়ে সদাপ্রভুর সামনে সেই রক্তের কিছুটা ছিটিয়ে দেবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 আর যাজক সেই রক্তে আপন অঙ্গুলি ডুবাইয়া পবিত্র স্থানের তিরস্করিণীর অগ্রভাগে সদাপ্রভুর সম্মুখে সাত বার তাহার কিঞ্চিৎ রক্ত ছিটাইয়া দিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 পরে তার আঙুল রক্তের মধ্যে ডোবাবে এবং পবিত্রতম জায়গার আচ্ছাদনের সামনে প্রভুর সামনে সাতবার সেই রক্ত ছেটাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 আর যাজক সেই রক্তে নিজের আঙুল ডুবিয়ে পবিত্র জায়গায় পর্দার সামনের অংশে সদাপ্রভুর সামনে সাত বার তার কিছু রক্ত ছিটিয়ে দেবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 4:6
22 ক্রস রেফারেন্স  

যিহোশূয় জনতাকে নির্দেশ দেওয়ার পর সাতজন যাজক সাতটি তুরী বাজাতে বাজাতে প্রভুর চুক্তি সিন্দুকের পুরোভাগে চলল, প্রভুর সম্বন্ধের প্রতীক চুক্তি সিন্দুক তাদের পিছনে চলল।


চুক্তি সিন্দুকের সামনে সাতজন যাজক মেষের শিঙের তৈরী সাতটি তুরী বয়ে নিয়ে চলবে। কিন্তু সপ্তম দিনে তোমরা সাতবার নগরটি প্রদক্ষিণ করবে এবং যাজকেরা সেই তুরী বাজাবে।


তাহলে আমিও সক্রোধে তোমাদের বিরুদ্ধাচরণ করব। তোমাদের পাপের জন্য আমি তোমাদের সাতগুণ দণ্ড দেব।


তাহলে আমিও তোমাদের বিরুদ্ধে যাব এবং তোমাদের পাপের জন্য আমি স্বয়ং তোমাদের সাতগুণ দণ্ড দেব।


এর পরেও যদি তোমরা আমার বাক্যে কর্ণপাত না কর তাহলে আমি তোমাদের পাপাচরণের জন্য সাতগুণ বেশী শাস্তি বিধান করব।


সেই রক্তের কিছুটা সে আঙুলে করে বেদীর উপরে সাতবার ছিটিয়ে দিয়ে ইসরায়েলীদের অশৌচ দোষ থেকে সেটিকে মুক্ত করবে।


তারপর সে ঐ গোবৎসের রক্ত কিছুটা আঙুলে নিয়ে আবরণের সম্মুখে সাতবার ছিটিয়ে দেবে।


পরে পুরোহিত তার হাতের অবশিষ্ট তেল ঐ ব্যক্তির মাথায় ঢেলে দেবে এবং প্রভু পরমেশ্বরের সাক্ষাতে ঐ ব্যক্তির জন্য প্রায়শ্চিত্ত করবে।


ডান হাতের আঙুল দিয়ে সেই তেলের কিছুটা প্রভু পরমেশ্বরের সম্মুখে সাতবার ছিটিয়ে দেবে।


তারপর সে তার বাম হাতে ধরা তেলে ডান হাতের আঙুল ডুবিয়ে সেই তেলের কিছু অংশ প্রভু পরমেশ্বরের উদ্দেশে সাতবার ছিটিয়ে দেবে।


হারোণের পুত্রেরা সেই বলির রক্ত তাঁর কাছে আনলেন, হারোণ সেই রক্তে নিজের আঙুল ডুবিয়ে বেদীর শৃঙ্গে লাগিয়ে দিলেন এবং অবশিষ্ট রক্ত বেদীমূলে ঢেলে দিলেন।


মোশি সেটিকে হনন করলেন ও তার রক্ত আঙুলে নিয়ে বেদীর চারিদিকে ও বেদীর শৃঙ্গে লাগিয়ে বেদীকে শুদ্ধ করলেন এবং বেদীমূলে অবশিষ্ট রক্ত ঢেলে দিলেন। এইভাবে প্রায়শ্চিত্ত করে তিনি সেটিকে শুদ্ধ করলেন।


তারপর পুরোহিত নিজের আঙুলে সেই প্রয়াশ্চিত্ত বলির কিছুটা রক্ত নিয়ে হোমবেদীর শৃঙ্গে লেপন করবে এবং অবশিষ্ট রক্ত বেদীমূলে ঢেলে দেবে।


তারপর পুরোহিত নিজের আঙুলে কিছুটা রক্ত নিয়ে হোমবেদীর শৃঙ্গে লেপন করবে এবং অবশিষ্ট রক্ত বেদীমূলে ঢেলে দেবে।


পরে পুরোহিত নিজের আঙুলে ঐ প্রায়শ্চিত্ত বলির রক্ত কিছুটা নিয়ে হোমবেদীর শৃঙ্গে লেপন করবে এবং অবশিষ্ট রক্ত হোমবেদীর মূলে ঢেলে দেবে।


এবং সেই রক্তে আঙুল ডুবিয়ে পর্দার সম্মুখে প্রভুর উদ্দেশে সাতবার ছিটিয়ে দেবে।


পুরোহিত ইলিয়াসর নিজের আঙুলে তার রক্ত কিছুটা নিয়ে সম্মিলন শিবিরের সামনে সাতবার ছিটিয়ে দেবে।


তোমরা সাতটি বিরতির বর্ষ, অর্থাৎ সাতগুণ সাত বছর গণনা করবে। তোমাদের হিসাব মত সাতগুণ সাতটি বিরতির বর্ষে উনপঞ্চাশ বছর হবে।


তারপর তিনি সিন্দুকটি শিবিরের মধ্যে নিয়ে গেলেন এবং পর্দা টাঙ্গিয়ে তার আড়ালে সেটি স্থাপন করলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশই দিয়েছিলেন।


তারপর তিনি সম্মিলন শিবিরে পর্দার সামনে সোনার বেদীটি স্থাপন করলেন এবং


অভিষেকের তেল কিছুটা নিয়ে তিনি বেদীর উপরে সাতবার ছিটিয়ে দিলেন এবং বেদী ও তৎসংশ্লিষ্ট সমস্ত পাত্র, প্রক্ষালন পাত্র ও তার পায়াগুলি উৎসর্গ করার জন্য অভিষিক্ত করলেন।


এবং রোগমুক্ত ব্যক্তির দেহে ঐ রক্ত সাতবার ছিটিয়ে দেবে, তারপর তাকে শুচি বলে ঘোষণা করবে। পরে সে জীবিত পাখিটিকে খোলা মাঠে ছেড়ে দেবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন