Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 4:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 এর ক্রিয়াকর্ম প্রায়শ্চিত্ত বলির গোবৎসের ব্যাপারের ক্রিয়াকর্মের অনুরূপ হবে। পুরোহিত এইভাবে জনতার জন্য প্রায়শ্চিত্ত করবে, তাহলে তাদের পাপ ক্ষমা করা হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 সে ঐ গুনাহ্‌-কোরবানীর বাছুরকে যেরকম করে, একেও সেরকম করবে। এভাবে ইমাম তাদের জন্য কাফ্‌ফারা দেবে, তাতে তাদের গুনাহ্‌ মাফ করা হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 এবং পাপার্থক বলিদানে বাছুরটির প্রতি কৃতকর্মের মতো এই বাছুরটির প্রতি আচরণ করবে। এভাবে তাদের জন্য যাজক প্রায়শ্চিত্ত করবে ও তারা ক্ষমা পাবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 সে ঐ পাপার্থক বলির বৎসকে যেরূপ করে, ইহাকেও তদ্রূপ করিবে; এইরূপে যাজক তাহাদের জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহাদের পাপের ক্ষমা হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 যাজক পাপ নৈবেদ্য যেমনভাবে ষাঁড়টিকে উৎসর্গ করেছিল সেইভাবেই এই সমস্ত অংশগুলো উৎসর্গ করবে। এইভাবে যাজক লোকদের শুচি করে তুলবে এবং ঈশ্বর ইস্রায়েলের লোকদের ক্ষমা করবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 সে ঐ পাপের জন্য বলির বলদকে যেরকম করে, একেও সেরকম করবে; এভাবে যাজক তাদের জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তাদের পাপের ক্ষমা হবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 4:20
28 ক্রস রেফারেন্স  

সমগ্র ইসরায়েলী সমাজের পক্ষে পুরোহিত যখন প্রায়শ্চিত্ত করবে,তখন তাদের ক্ষমা করা হবে, কারণ ভুলবশতঃ এই ঘটনা ঘটেছিল এবং অনিচ্ছাকৃত এই অপরাধের জন্য তারা প্রভু পরমেশ্বরের উদ্দেশে তাদের হোম-নৈবেদ্য ও প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করেছে।


যদি কোন নারী মেষশাবক উৎসর্গ করতে না পারে তাহলে তাকে দুটি ঘুঘু কিম্বা দুটি পায়রা এনে একটি হোমবলির জন্য এবং অন্যটি প্রায়শ্চিত্তের জন্য নিবেদন করতে হবে। পুরোহিত তার জন্য প্রায়শ্চিত্ত করলে সে শুচি হবে।


এবং ‘বিশ্বস্ত সাক্ষী, ‘মৃতলোক থেকে প্রথমজাত’ ও ‘পৃথিবীর রাজাধিরাজ’ যীশুখ্রীষ্টের কাছ থেকে,অনুগ্রহ ও শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক।যিনি আমাদের ভালবাসেন এবং নিজের রক্ত সিঞ্চন করে আমাদের পাপমুক্ত করেছেন


তিনিই আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন, কেবল আমাদের নয় সারা জগতের পাপের প্রায়শ্চিত্ত করেচেন। তাঁরই মাধ্যমে আমরা পাপের ক্ষমা পাই।


তিনি যেমন জ্যোতির মাঝে বিরাজ করেন তেমনি আমরা যদি জ্যোতির মাঝে বিচরণ করি, তাহলে আমরা পরস্পর সংযুক্ত থাকি। তাঁর পুত্র যীশুর রক্ত সর্ব পাপ থেকে আমাদের শুচিশুদ্ধ করে।


তাহলে যিনি চিরজীবী আত্মার সাহায্যে নিজেকে নিষ্কলঙ্ক বলিরূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছেন, সেই খ্রীষ্টেরর রক্ত কত না অধিক প রিমাণে জাগ্রত ঈশ্বরের আরাধনার জন্য আমাদের বিবেককে শুচি করে প্রাণহীন ক্রিয়াকলাপ থেকে নিবৃত্ত করতে পারে।


সেইজন্যই সর্বতোভাবে ভ্রাতাদের সদৃশ হওয়া তাঁর পক্ষে আবশ্যক হয়এছিল যেন মানব জাতির পাপের প্রায়শ্চিত্তের জন্য ঈশ্বরের সমক্ষে তিনি দরদী ও বিশ্বস্ত প্রদান পুরোহিত হতে পারেন।


তিনিই ঈশ্বরের মহিমার কিরণ। ঈশ্বরের স্বরূপও তাঁর মাঝে অবিকলভাবে মুদ্রিত। সমগ্র সৃষ্টি তিনি ধারণ করে আছেন তাঁর তেজোময় বাক্যের মহাপরাক্রমে। পাপস্খালনের ব্যবস্থা করার পর তিনি দ্যুলোকে মহামহিম ঈশ্বরের দক্ষিণে আসন গ্রহণ করেছেন।


শাস্ত্রে আছে, কাষ্ঠদণ্ডে যাকে ঝোলানো হবে সে অভিশপ্ত। আমাদের প্রাপ্য অভিশাপ নিজে গ্রহণ করে খ্রীষ্ট বিধানের অভিশাপ থেকে আমাদের মুক্ত করেছেন।


শুধু তাই নয়, যাঁর দ্বারা ঈশ্বরের সঙ্গে এখন আমাদের পুনর্মিলন হয়েছে, সেই প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে আমরা ঈশ্বরের জন্য উল্লসিত হয়েছি।


তোমার স্বজাতিকে ও পবিত্র নগরকে পাপ ও দুষ্কর্ম থেকে মুক্ত করার জন্য ঈশ্বর সত্তর সপ্তাহ সময় দিয়েছেন। এই সময় পাপ ক্ষমা করা হবে। অন্যায়, অবিচার দূর করা হবে চিরতরে। প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার। যে দিব্য দর্শন তুমি দেখেছ ও যে ভাববাণী শুনেছ সেগুলি সত্য হবে। পবিত্র স্থান আবার উৎসর্গিত হবে প্রভুর উদ্দেশে।


পুরোহিত সেই ব্যক্তির ভুলক্রমে অনুষ্ঠিত পাপের জন্য প্রভু পরমেশ্বরের সাক্ষাতে প্রায়শ্চিত্ত করবে, তাহলে সে ক্ষমা লাভ করবে।


পরে পুরোহিত তার হাতের অবশিষ্ট তেল ঐ ব্যক্তির মাথায় ঢেলে দেবে এবং প্রভু পরমেশ্বরের সাক্ষাতে ঐ ব্যক্তির জন্য প্রায়শ্চিত্ত করবে।


পুরোহিত তার পাপের জন্য প্রায়শ্চিত্তের বলি উৎসর্গ করবে। তাহলে সে পাপের ক্ষমা পাবে।


পাপ কাজের জন্য তাকে নিজের পশুপাল থেকে একটি মেষী বা ছাগী এনে প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলির জন্য আনতে হবে। তার পাপের জন্য পুরোহিত তার পক্ষে এই বলি উৎসর্গ করবে।


স্বস্ত্যয়ন বলির মেদের মত এটিরও সমস্ত মেদ বেদীর আগুনে আহুতি দেবে। পুরোহিত এইভাবে সমাজপতির পাপ স্খালনের জন্য প্রায়শ্চিত্ত করবে, তাহলে তার পাপ ক্ষমা করা হবে।


তারপর হোমের জন্য নির্দিষ্ট বলির পশুর মাথায় সে হাত রাখবে, তাহলে সেই বলি তার পক্ষে প্রায়শ্চিত্তস্বরূপ গ্রাহ্য হবে।


পরের দিন মোশি ইসরায়েলীদের বললেন, তোমরা মহাপাপ করেছ। তবে আমি এখন প্রভু পরমেশ্বরের কাছে যাব এবং হয়তো তোমাদের পাপের ক্ষমা চেযে নিতে পারব।


প্রায়শ্চিত্ত বলিস্বরূপ সেই গোবৎসের সমস্ত মেদ, পাকস্থলীর আবরক মেদ, অন্ত্রের সঙ্গে জড়িত সমস্ত মেদ,


সে গোবৎসটিকে শিবির এলাকার বাইরে নিয়ে গিয়ে প্রথম গোবৎসটিকে যে ভাবে পোড়ানো হয়েছিল সেইভাবে এটিকেও পোড়াবে। এই বলিদান সমগ্র সমাজের প্রায়শ্চিত্তের জন্য।


পরে স্বস্ত্যয়ন বলির মেষশাবকের মেদ যে ভাবে পৃথক করা হয় সেইভাবে পুরোহিত সেটির সমস্ত মেদ পৃথক করে নিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত ভক্ষ্য নৈবেদ্যের উপরে রেখে হোমানলে আহুতি দেবে। পুরোহিত এইভাবে তার পাপের প্রায়শ্চিত্ত করলে তার পাপ ক্ষমা করা হবে।


পরে সে বিধি অনুযায়ী দ্বিতীয়টি হেমবলিরূপে উৎসর্গ করবে। তাহলে তার পাপ মোচন হবে।


উল্লিখিত উপকরণগুলির মধ্যে যে কোন একটির দ্বারা পুরোহিত সেই ব্যক্তির পাপের প্রায়শ্চিত্ত করবে। তাহলে তার পাপ মোচন করা হবে। অবশিষ্ট অংশ ভক্ষ্য নৈবেদ্যের মত পুরোহিতের প্রাপ্য হবে।


পবিত্র দ্রব্যাদির জন্য সে তার দেয় পরিশোধ করবে এবং তার সঙ্গে এক পঞ্চমাংশ বেশি দেবে। পুরোহিতের কাছে সে তা নিয়ে এলে পুরোহিত সেই প্রায়শ্চিত্তের মেষবলির দ্বারা তার পাপের প্রায়শ্চিত্ত করবে, তাহলে তার পাপমোচন হবে।


তুমি যে মূল্য ধার্য করে দেবে সে তা দিয়ে পশু পাল থেকে নিখুঁত একটি মেষ সংগ্রহ করে প্রায়শ্চিত্তের বলিস্বরূপ পুরোহিতের কাছে নিয়ে যাবে। সে অজ্ঞতাবশতঃ যে দোষ করেছে পুরোহিত তার প্রায়শ্চিত্ত করবে, তাহলে সে পাপের ক্ষমা পাবে।


পুরোহিত সেগুলির একটি প্রায়শ্চিত্ত বলি এবং অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করবে। এইভাবে পুরোহিত সেই ব্যক্তির প্রমেহ রোগের জন্য প্রভু পরমেশ্বরের সাক্ষাতে প্রায়শ্চিত্ত করবে।


পুরোহিত প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সেই প্রায়শ্চিত্ত বলির মেষ দ্বারা তার পাপের প্রায়শ্চিত্ত করবে, তাহলে তার পাপ ক্ষমা করা হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন