Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 3:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 তারপর সে স্বস্ত্যয়নের জন্য প্রদত্ত বলির একাংশ হোমানলে আহুতি দেবে। সে ঐ বলির পাকস্থলীর আবরক মেদ, অন্ত্রের সঙ্গে জড়িত সমস্ত মেদ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 পরে সে মাবুদের উদ্দেশে সেই মঙ্গল-কোরবানী সম্বন্ধীয় অগ্নিকৃত উপহার কোরবানী করবে। তার পাকস্থলীর উপরি-ভাগের চর্বি ও অন্ত্রগুলোর উপরিভাগের সমস্ত চর্বি,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 মঙ্গলার্থক বলিদান থেকে সে এক অর্ঘ্য আনবে, যা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার, ভিতরের অঙ্গ এবং সমস্ত মেদ তার সঙ্গে যুক্ত,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 পরে সে সদাপ্রভুর উদ্দেশে সেই মঙ্গলার্থক বলি সম্বন্ধীয় অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে, তাহার আঁতড়িঢাকা মেদ ও অন্ত্রোপরিস্থিত সমস্ত মেদ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 মঙ্গল নৈবেদ্য হল প্রভুর প্রতি আগুনে প্রস্তুত এক নৈবেদ্য। প্রাণীটির দেহের ভিতরে ও বাইরে যে চর্বি আছে, যাজকরা তা অবশ্যই উৎসর্গ করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 পরে সে সদাপ্রভুর উদ্দেশ্যে সেই মঙ্গলের জন্য বলি বিষয়ক আগুনের তৈরী উপহার উৎসর্গ করবে, তার ঢাকা মেদ ও অন্ত্রের সঙ্গে সংযুক্ত

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 3:3
25 ক্রস রেফারেন্স  

তারপর তুমি অন্ত্র ও যকৃতের উপরের সমস্ত মেদসমেত বৃক্ক দুটি নিয়ে বেদীর উপর হোমানলে উৎসর্গ করবে।


এ জাতি মুখেই আমার সম্মান করে, কিন্তু আমার কাছ থেকে এদের মন রয়েছে বহুদূরে।


মেষটির সমস্ত মেদ, মেদ সমেত লেজটি, অন্ত্রাবরক মেদ, যকৃত ও মেদ সমেত বৃক্ক দুটি এবং ডান পাটি তুমি নেবে কারণ এটি হচ্ছে অভিষেক অনুষ্ঠানের মেষ।


আমরা জানি, আমাদের পুরাতন সত্তা তাঁর সঙ্গেই ক্রুশে আরোপিত হয়েছে যাতে আমাদের পাপ কলুষিত সত্তা বিলুপ্ত হয়, যেন পাপের দাসত্ব আর আমরা না করি।


এই প্রত্যাশা নিরর্থক নয়, কারণ ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেছেন, সেই পবিত্র আত্মাই আমাদের হৃদয়কে ঐশ্বরিক প্রেমে প্লাবিত করেছেন।


কিন্তু তোমরা কত ভাগ্যবান! তোমরা চোকে দেখতে পাও, কানেও শুনতে পাও,


আমি তোমাদের দান করব এক নতুন হৃদয় ও মন। তোমাদের পাষাণ কঠিন হৃদয় আমি অপসারিত করব এবং তার পরিবর্তে দান করবে এক নমনীয়, বাধ্য হৃদয়।


তারপর তিনি আমাকে বললেন, এইসব জাতির মানুষের মন ও বুদ্ধি স্থূল করে দাও, বধির করে দাও কর্ণ ওদের, নয়ন ওদের অন্ধ করে দাও, যাতে ওরা দেখতে না পায়, শুনতে না পায় অথবা বুঝতেও না পারে কিছুই। যদি তারা দেখতে, শুনতে ও বুঝতে পারে, তাহলে তারা আমার কাছে ফিরে আসবে এবং আরোগ্য লাভ করবে।


বৎস, মনোযোগ দিয়ে শোন, আমার জীবনই হোক তোমার আদর্শ।


অনুভূতিহীন হৃদয় ওদের, স্থূলবুদ্ধি ওরা, কিন্তু তোমার বিধান পালনে আমি লাভ করি আনন্দ।


তোমরা যাতে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে সমগ্র মন-প্রাণ দিয়ে ভালবেসে জীবন লাভ করতে পার তার জন্য তিনি তোমাদের ও তোমাদের বংশধরদের হৃদয়ের সংস্কার সাধন করবেন।


পুরোহিত বেদীর আগুনে আহুতি দেবে, তখন সেটি হবে হোমানলে উৎসর্গিত ভক্ষ্য নৈবেদ্য। এর সৌরভ তাঁর প্রীতিজনক। সমস্ত মেদ প্রভু পরমেশ্বরের প্রাপ্য।


তারপর তারা সেই আগুনে মুণ্ড ও মেদসহ মাংসখণ্ড গুলি আহুতি দেবে।


তারপর সে ঐ পশুটিকে খণ্ড খণ্ড করে কাটবে এবং যাজক সেটির মুণ্ড ও মেদসহ সেই খণ্ডগুলি বেদীর আগুনে আহুতি দেবে।


সে বলির পশু মাথায় হাত রেখে সম্মিলন শিবিরের দ্বারে সেটিকে হনন করবে। পরে হারোণ বংশীয় পুরোহিতদের একজন সেই বলির রক্ত নিয়ে বেদীর গায়ে চারিদিকে ঢেলে দেবে।


বৃক্ক দুটি এবং তার উপরে ওআশেপাশের সমস্ত মেদ ও বৃক্ক সমেত যকৃতের উপরের অংশ পৃথক করে নেবে।


ইসরায়েলের যত লোক শীলোতে আসত তাদের সকলের সঙ্গেই তারা এরকম ব্যবহার করত, এমন কি মেদ অগ্নিসাৎ হওয়ার আগেই পুরোহিতের ভৃত্য এসে বসি উৎসর্গকারীকে বলত, শল্য পাকের জন্য পুরোহিতের প্রাপ্য মাংস দাও, তিনি তোমার কাছ থেকে সিদ্ধ মাংস নেবেন না, কাঁচা মাংসই চান।


স্বস্ত্যয়ন বলির গোবৎসের মেদ যে ভাবে পৃথক করে নিতে হয়, সেই ভাবে এটিরও পৃথক করবে এবং সেগুলি হোমবেদীর আগুনে আহুতি দেবে।


পুরোহিত এগুলি হোমের নৈবেদ্যস্বরূপ বেদীর আগুনে আহুতি দেবে। এটি হবে অপরাধ মোচনের বলি।


প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করার জন্য হোম নৈবেদ্য সে নিজে বয়ে আনবে। সে বলির পশুর পাঁজর ও মেদ আনবে এবং প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে।


তিনি সেই প্রায়শ্চিত্ত বলির মেদ, বৃক্ক এবং যকৃতের ঊর্ধ্বাংশ বেদীর আগুনে আহুতি দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশই দিয়েছিলেন।


প্রায়শ্চিত্ত বলির মেদ সে বেদীর উপরে আহুতি দেবে।


সর্বাধিপতি প্রভু বলেন, ইসরায়েল জাতির অবশিষ্ট লোকেরা যেদিন আমাকে পরিত্যাগ করে চলে গিয়েছিল, সেদিন কিন্তু লেবী গোষ্ঠীর সাদোক বংশের পুরোহিতেরা আমাকে ত্যাগ করেনি। তারা আমার মন্দিরে নিষ্ঠাভরে আমার সেবার কাজ অব্যাহত রেখেছিল। সুতরাং একমাত্র তারাই প্রত্যক্ষভাবে আমার সেবা করবে, আমার কাছে এসে বলির শোণিত ও মেদ আমার সামনে উৎসর্গ করার অধিকার একমাত্র তাদেরই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন