Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 3:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)

15 বৃক্ক দুটি এবং তার উপরের ও আশেপাশের মেদ ও বৃক্ক সহ যকৃতের উপরের অংশ পৃথক করে নেবে এবং সেগুলি

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 এবং দু’টি বৃক্ক, তার উপরিভাগের চর্বি ও কলিজার উপরিভাগের অংশগুলো বৃক্কের সঙ্গে ছাড়িয়ে নেবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 কোমরের কাছাকাছি মেদসহ দুটো কিডনি ও যকৃতের পর্দা সে সরিয়ে দেবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 তাহার উপরিস্থিত পার্শ্বস্থ মেদ, ও যকৃতের উপরিস্থিত অন্ত্রাপ্লাবক মেটিয়ার সহিত ছাড়াইয়া লইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 তারা নীচের পিছনের দিকের মাংসপেশীর কাছাকছি দুটি বৃক্ক ও তাদের চর্বির আচ্ছাদন অবশ্যই উৎসর্গ করবে। তারা যকৃতের চর্বির অংশও দেবে। তারা অবশ্যই এটাকে বৃক্কসহ সরিয়ে দেবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 তার সঙ্গে অবস্থিত পার্শ্বস্থ মেদ ও যকৃতের উপরে অবস্থিত ফুসফুস কিডনির সঙ্গে বাদ দেবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 3:15
8 ক্রস রেফারেন্স  

তারপর তুমি অন্ত্র ও যকৃতের উপরের সমস্ত মেদসমেত বৃক্ক দুটি নিয়ে বেদীর উপর হোমানলে উৎসর্গ করবে।


বৃক্ক দুটি এবং তার উপরে ওআশেপাশের সমস্ত মেদ ও বৃক্ক সমেত যকৃতের উপরের অংশ পৃথক করে নেবে।


বৃক্ক দুটি এবং তার উপরের ও আশেপাশের মেদ এবং বৃক্ক সহ যকৃতের উপরের অংশ সে পৃথক করে নেবে।


তারপর সে ঐ বলির একাংশ নিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহুতি দেবে, অর্থাৎ তার পাকস্থলীর আবরক মেদ, অন্ত্রের সঙ্গে জড়িত সমস্ত মেদ,


বৃক্ক দুটি এবং তার উপরের ও আশেপাশের মেদ এবং বৃক্কদুটির সঙ্গে যকৃতের উপরের অংশ পৃথক করে নিতে হবে।


সে স্বস্ত্যয়ন বলির মেদের মত তার সমস্ত মেদ পৃথক করে নেবে। পরে পুরোহিত প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্যরূপে সেগুলি আগুনে আহুতি দেবে। পুরোহিত এইভাবে তার জন্য প্রায়শ্চিত্ত করবে, তাহলে সে পাপের ক্ষমা লাভ করবে।


বলির সমস্ত মেদ উৎসর্গ করতে হবে। মেদপুষ্ট লেজ, অন্ত্রাবরক মেদ,


উপরন্তু যে বলির মাংস লোকদের আহারের জন দেওয়া হয়েছিল সেই স্বস্ত্যয়ন বলির ক্ষেত্রে প্রত্যেকটি বলির মেদ সম্পূর্ণভাবে হোমের আগুনে দাহ করা এবং বলির সঙ্গে নিবেদিত সুরা হোমে ঢেলে দেওয়ার দায়িত্বও ছিল পুরোহিতদের উপরে ন্যস্ত। মন্দিরে আবার উপাসানা আরম্ভ হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন