Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 26:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 তোমরা তোমাদের শত্রুদের বিতাড়িত করবে, তোমাদের সঙ্গে যুদ্ধে তারা নিহত হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আর তোমরা তোমাদের দুশমনদেরকে তাড়িয়ে দেবে ও তারা তোমাদের সম্মুখে তলোয়ারের আঘাতে মারা পড়বে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 তোমরা শত্রুদের তাড়া করবে ও তোমাদের সামনে তারা তরোয়াল দ্বারা পতিত হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর তোমরা আপনাদের শত্রুগণকে তাড়াইয়া দিবে, ও তাহারা তোমাদের সম্মুখে খড়েগ পতিত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 “তোমরা তোমাদের শত্রুদের তাড়া করে পরাজিত করবে এবং তরবারি দিয়ে তাদের হত্যা করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 আর তোমরা নিজেদের শত্রুদেরকে তাড়িয়ে দেবে ও তারা তোমাদের সামনেই তলোয়ারের সামনে পড়বে

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 26:7
13 ক্রস রেফারেন্স  

আমি দেশে শান্তি স্থাপন করব, তোমরা নির্ভয়ে নিদ্রা যাবে। তোমাদের দেশ থেকে হিংস্র জ্ন্তুদের আমি বিতাড়িত করব এবং দেশে কোন যুদ্ধবিগ্রহ হবে না।


তোমাদের পাঁচজনই তাদের একশো জনকে তাদের বিতাড়িত করতে পারবে এবং একশো জন দশহাজার লোককে পরাস্ত করবে। তোমরা তোমাদের শত্রুদের যুদ্ধে নিহত করবে।


একজন কি করে পিছু ধাওয়া করে সহস্রজনের, দশসহস্রকে বিতাড়িত করে মাত্র দুজনে? যদি না পরাক্রমী প্রভু পরমেশ্বর স্বয়ং তাদের করতেন সমর্পণ শত্রু হস্তে।


প্রদেশগুলিতেও ইহুদীরা সঙ্ঘবদ্ধ হল আর আত্মরক্ষার ব্যবস্থা করল।


শত্রুদের দেশে তোমাদের মধ্যে যারা অবশিষ্ট থাকবে, তাদের হৃদয়ে আমি এমন ভীরুতা সঞ্চার করব যে বাতাসে গাছের পাতা ঝরে পড়ার শব্দে তারা ভয় পেয়ে পালাবে। তরবারির সম্মুখ থেকে লোকে যেমন পালায় তেমনি ভাবে তারা পালিয়ে যাবে এবং কেউ তাদের আক্রমণ না করলেও তারা পরাস্ত হবে।


যারা তোমাদের বিরোধিতা করবে, প্রভু পরমেশ্বর সেই শত্রুদের পরাস্ত করবেন, তোমরা স্বচক্ষে দেখবে সেই পরাজয়। তারা তোমাদের আক্রমণ করতে এলে দিশেহারা হয়ে চারদিক দিয়ে তাদের পালাতে হবে।


তোমাদের একজনই সহস্র জনকে উৎখাত করে দিতে পারে, কারণ তোমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদের পক্ষে যুদ্ধ করছেন।


বারাক তাঁর রথী ও সৈন্যবাহিনীর পিছনে হারোশেৎ-হাগোয়িম পর্যন্ত ধাওয়া করলেন। সিসেরার সমস্ত সৈন্য যুদ্ধে নিহত হল। একটি লোকও বাকী রইল না।


তখন নপ্তালি, আশের এবং সমগ্র মনঃশি গোষ্ঠীর লোকদের ডাকা হল। তারা একত্র হয়ে মিদিয়নীদের পিছনে তাড়া করে গেল।


সামনে সদ্য ছাড়ানো একটা গাধার চোয়ালের হাড় দেখতে পেয়ে শিমশোন হাত বাড়িয়ে সেটা তুলে নিলেন এবং সেটা দিয়ে এক হাজার লোককে মেরে ফেললেন।


যোনাথন তখন পাহাড়ের গা বেয়ে উপরে উঠে গেলেন, তাঁর অস্ত্রবাকও তাঁকে অনুসরণ করল। যোনাথনের আকস্মিক আক্রমণে ফিলিস্তিনীরা ধরাশয়ী হতে লাগল। তিনি তাদের হত্যা করতে লাগলেন, তাঁর অস্ত্রবাহকও তাঁকে অনুসরণ করে তাদের বধ করতে লাগল।


তাদের পালাতে দেখে আম্মোনীরাও অবিশয়ের ভয়ে নিজেদের নগরে পালিয়ে গেল। যোয়াব তখন ফিরে গেলেন জেরুশালেমে।


প্রভুর বিদ্বেষীরা সভয়ে করবে তাঁর বশ্যতা স্বীকার তাদের দাসত্বের দণ্ড হত চিরস্থায়ী।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন