Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 26:40 - পবিএ বাইবেল CL Bible (BSI)

40 তাদের স্বীকার করতে হবে যে আমার সঙ্গে স্থাপিত সন্ধির চুক্তি লঙ্ঘন এবং আমার বিরুদ্ধাচরণ করে তারা ও তাদের পিতৃপুরুষেরা অপরাধ করেছে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

40 আর তাদেরকে স্বীকার করতে হবে যে, আমার বিরুদ্ধে সত্য লঙ্ঘন এবং আমার বিরুদ্ধাচরণ করাতে তাদের অপরাধ ও তাদের পূর্বপুরুষদের অপরাধ হয়েছে,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

40 “ ‘কিন্তু তারা যদি তাদের পাপ ও তাদের পূর্বপুরুষদের পাপস্বীকার করে, এই স্বীকারোক্তিতে যদি আমার বিপক্ষে তাদের বিশ্বাসঘাতকতা ও আমার প্রতি তাদের শত্রুতার উল্লেখ থাকে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

40 আর তাহাদিগকে স্বীকার করিতে হইবে যে, আমার বিরুদ্ধে সত্যলঙ্ঘন এবং আমার বিপরীত আচরণ করাতে তাহাদের অপরাধ ও তাহাদের পিতৃপুরুষদের অপরাধ হইয়াছে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

40 “কিন্তু হতে পারে লোকরা তাদের পাপসমুহ স্বীকার করবে এবং হয়তো তারা তাদের পূর্বপুরুষদের পাপসমুহকে স্বীকার করবে। তারা হয়তো স্বীকার করবে যে তারা আমার প্রতি অবিশ্বস্ত হয়েছিল এবং আমার বিরুদ্ধাচারী হয়ে পাপ করেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

40 আর নিজেদের পিতৃপুরুষদেরও অপরাধে তাদের সঙ্গে ক্ষয় হবে। আর তাদেরকে স্বীকার করতে হবে যে, আমার বিরুদ্ধে সত্য অমান্য ও আমার বিপরীত আচরণ করার জন্য তাদের অপরাধ ও তাদের পিতৃপুরুষদের অপরাধ হয়েছে,

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 26:40
30 ক্রস রেফারেন্স  

যে নিজের পাপ গোপন করে সে কখনও প্রতিষ্ঠা লাভ করতে পারে না, কিন্তু যে পাপ স্বীকার করে পরমেশ্বর তারপ্রতি কৃপা করেন।


তারা যখন নিজেদের অপরাধ স্বীকার করে নিয়ে আমার শ্রীমুখের অন্বেষণ করবে,যখন সঙ্কটের মাঝে একান্তভাবে আমার অনুসন্ধান করবে, তখনই আমায় ফিরে পাবে তারা।


সে তার অপরাধ স্বীকার করবে এবং তার অপরাধের জন্য ক্ষতিপূরণ দেবে। এ ছাড়াও সে ক্ষতির পরিমাণের এক পঞ্চমাংশ বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দেবে।


তোমরা তোমাদের অসৎ আচরণ এবং ভ্রান্তির কথা স্মরণ করে নিজেদের ধিক্কার দেবে।


তোমার কাছে আমি তখন স্বীকার করলাম আমার পাপ গোপন করিনি কোন অপরাধ। আমি মনস্থ করলাম, প্রভু পরমেশ্বরের কাছে স্বীকার করব আমার অপরাধ। তখন তুমি হে প্রভু পরমেশ্বর, রক্ষা করবে আমায় আমার পাপের দণ্ড থেকে। সেলা


যিহোশূয় তখন আখনকে বললন, বৎস, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মর্যাদা রাখ, আমার কাছে স্বীকার কর, তুমি কি করেছ, কিছুই গোপন করো না।


তাহলে আমিও তোমাদের বিরুদ্ধে যাব এবং তোমাদের পাপের জন্য আমি স্বয়ং তোমাদের সাতগুণ দণ্ড দেব।


তবুও যদি তোমরা আমার বিরুদ্ধাচরণ কর, আমার কথা না শোন, তাহলে আমি তোমাদের পাপাচরণের শাস্তি সাতগুণ বেশী দেব।


কোন ব্যক্তি এই ধরণের পাপ করলে তাকে সেই পাপের কথা স্বীকার করতে হবে।


এখন তোমরা তোমাদের পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে পাপস্বীকার কর এবং তাঁর প্রীতিজনক কাজ কর। যে সমস্ত বিদেশী আমাদের দেশে আছে তাদের কাছ থেকে নিজেদের পৃথক করে রাখ এবং বিদেশী স্ত্রীদের পরিত্যাগ কর।


আমরা পাপ করেছি হে প্রভু পরমেশ্বর, নিজেদের পাপ আমরা স্বীকার করছি, স্বীকার করছি পূর্বপুরুষদের পাপও।


তাঁরা গিলিয়দ প্রদেশে রূবেণ, গাদ ও মনঃশির অর্ধ গোষ্ঠীর লোকদের কাছে গিয়ে বললেন,


শত্রুদের দেশে থেকে তারা যদি মনে প্রাণে অনুতাপ করে এবং তাদের পিতৃপুরুষদের দেশ ও তোমার মনোনীত এই নগরী এবং আমার নির্মিত এই মন্দিরের দিকে মুখ করে দাঁড়িয়ে তোমার কাছে প্রার্থনা করে তাহলে


বললাম, হে ঈশ্বর আমি এত লজ্জিত যে তোমার সামনে মাথা তুলতে পারছি না। আমাদের পাপ জমে জমে স্তূপাকার হয়ে গেছে, আমাদের মাথা ছাড়িয়ে আকাশ স্পর্শ করেছে।


হে ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর, তুমি ধর্মময়! তাই তুমি আমাদের লুপ্ত হয়ে যেতে দাওনি। আমরা তোমার কাছে অপরাধ স্বীকার করেছি। তোমার সামনে দাঁড়াবার যোগ্যতা আমাদের নেই।


দৃষ্টিপাত কর আমার প্রতি, হে প্রভু পরমেশ্বর, চেয়ে দেখ দুঃসহ বেদনা আমার, দেহমনের সীমাহীন যন্ত্রণা! কারণ, আমি ছিলাম দুর্দান্ত এক বিদ্রোহিনী তোমার বিরুদ্ধাচারী বাইরে, প্রকাশ্য পথে চলেছে নিষ্ঠুর হত্যালীলা, রুদ্ধদ্বার গৃহেও ফিরেছে মৃত্যুর ছায়া।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন