Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 26:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 আমি তোমাদের ক্ষমতার দর্প চূর্ণ করব, তোমাদের আকাশ লোহার মত এবং মাটি পিতলের মত করব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 আমি তোমাদের শক্তির গর্ব চূর্ণ করবো ও তোমাদের আসমান লোহার মত ও তোমাদের ভূমি ব্রোঞ্জের মত করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 তোমাদের একগুঁয়ে গর্ব আমি ভেঙে দেব, ঊর্ধ্বস্থ আকাশ লোহার মতো ও নিম্নস্থ ভূমি পিতলের মতো করব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 আমি তোমাদের বলের গর্ব্ব চূর্ণ করিব, ও তোমাদের আকাশ লৌহের মত ও তোমাদের ভূমি পিত্তলের মত করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 এবং যা তোমাদের গর্বিত করে সেই শহরগুলিকেও আমি ধ্বংস করে দেবো। আকাশ বৃষ্টি দেবে না এবং মাটিতেও শস্য জন্মাবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 আমি তোমাদের শক্তির গর্ব চূর্ণ করব ও তোমাদের আকাশ লোহার মত ও তোমাদের জমি পিতলের মত করব।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 26:19
20 ক্রস রেফারেন্স  

তোমাদের মাথার উপরে আকাশ হবে তাম্রবর্ণ এবং নীচে পায়ের তলার মাটি হবে লোহার মত কঠিন।


গিলিয়দ প্রদেশের তিশবী নিবাসী নবী এলিয় রাজা আহাবকে বললেন, ইসরায়েলীদের আরাধ্য যে ঈশ্বরের সেবক আমি, সেই জাগ্রত প্রভু পরমেশ্বরের নামে বলছি, আমি না বলা পর্যন্ত আগামী কয়েক বছর দেশে বৃষ্টি বা শিশির কিছুই পড়বে না।


আমার এ কথা সত্য যে, এলিয়ের সময়ে সাড়ে তিন বৎসর অনাবৃষ্টির ফলে সমস্ত দেশ জুড়ে যখন ভীষণ দুর্ভিক্ষ হয়েছিল, তখন ইসরায়েলের মধ্যে অনেক বিধবা ছিল।


অতীতে তুমি আমার বিরুদ্ধে যা কিছু অপরাধ করেছ, তার জন্য সেদিন তোমায় আমি আর লজ্জা দেব না, তোমাদের মধ্যে যারা উদ্ধত ও অহঙ্কারী তাদের দূর করে দেব। আমার পবিত্র শৈলে তোমরা আর ঔদ্ধত্য প্রকাশ করবে না, তোমরা হবে নত-নম্র।


অতএব আমি নেবুকাডনেজার স্বর্গের অধিপতি ঈশ্বরের মহিমা, প্রশস্তি ও গুণকীর্তন করি। তাঁর প্রতিটি কাজ ধর্মসঙ্গত ও সঠিক। উদ্ধত, অহঙ্কারী মানুষের দর্পতিনি চূর্ণ করতে পারেন।


সর্বাধিপতি প্রভু বলেন, উত্তরে মিগদোল থেকে দক্ষিণে আসুয়ান পর্যন্ত মিশরের সমস্ত সেনানী যুদ্ধে নিহত হবে। মিশরের শক্তির গর্ব খর্ব হবে। আমি, সর্বাধিপতি প্রভু এই কথা বললাম।


এইভাবে আমি যিহুদীয়ার দর্প চূর্ণ করব, চূর্ণ করব জেরুশালেমের দম্ভ।


তারা তার মধ্যে সাঁতার কাটার মত হাত-পা ছুড়বে কিন্তু প্রভু পরমেশ্বর তাদের গর্ব খর্ব করবেন, তাদের হাত দুখানি শিথিল হয়ে যাবে, অসহায় হয়ে পড়বে তারা।


ঘোরতর হত্যাকাণ্ড সংঘটিত হল এবং ইসরায়েল বাহিনীর ত্রিশ হাজার পদাতিক সৈন্য নিহত হল।


দুর্ধর্ষ বর্বর এক জাতিকে এখানে আমি নিয়ে আসব, ইসরায়েলীদের বাসস্থান তারা দখল করবে। তারা যখন ইসরায়েলীদের পীঠস্থান অশুচি করবে, তখন ক্ষমতার দম্ভে মত্ত ব্যক্তিরও তাদের বাধা দেবার মত শক্তি বা মনোবল কিছুই থাকবে না।


তিনি অবনত করেছেন গর্বিতকে , বিধ্বস্ত করেছেন তাদের বাসভূমি সুদৃঢ় নগরীকে মিশিয়ে দিয়েছেন ধূলায় প্রাকার সমূহ।


সেইদিন যারা ক্ষমতাবান, যারা গর্বোদ্ধত, অতিশয় আত্মাভিমানী, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাদের প্রত্যেককে অবনত করবেন।


সৈন্যেরা শিবিরে ফিরে এলে ইসরায়েলের নেতৃবৃন্দ বললেন, প্রভু পরমেশ্বর কেন আজ ফিলিস্তিনীদের কাছে আমাদের পরাজিত হতে দিলেন? চল, শীলো থেকে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি আমরা নিয়ে আসি, তাহলে তিনি আমাদের মধ্যে এসে শত্রুদের হাত থেকে আমাদের উদ্ধার করবেন।


তাদের পাপের জন্য যদি তুমি বর্ষা রোধ কর এবং তখন যদি তারা অনুতপ্ত হয়ে এই মন্দিরে এসে তোমার কাছে প্রার্থনা করে


ইসরায়েল রাজ্যের উপরে দণ্ড নেমে এল। মত্ত নেতাদের মাথায় ফুলের মুকুটের মত এর সমস্ত গৌরব ম্লান হয়ে আসছে। তাদের গর্বিত নেতাদের সুবাসিত দেহ মাতাল হয়ে সেখানেই লুটিয়ে পড়বে, ঢলে পড়বে প্রচণ্ড মত্ততার কোলে।


সেইজন্য বর্ষা রুদ্ধ হয়েছে, বসন্তে আর বৃষ্টি নামে না। তোমাকে এখন ব্যভিচারিণীর মতই দেখায়, কোন লাজ-লজ্জা নেই তোমার।


ইসরায়েলীদের এই কথা বলতে বলেছেনঃ তোমাদের শক্তির উৎস এই মন্দিরের জন্য তোমরা গর্বিত। এই মন্দিরকে দুচোখ ভরে দেখতে তোমরা ভালবাস, সেখানে যাওয়াতে তোমাদের পরম আনন্দ। কিন্তু প্রভু এই মন্দির অশুচি করবেন। তোমাদের যে বংশধরদের জেরুশালেমে রেখে এসেছ, তারা যুদ্ধে নিহত হবে।


তাহলে তোমাদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের কোপানল প্রজ্বলিত হবে এবং তিনি আকাশ রুদ্ধ করে দেবেন, ফলে বৃষ্টি হবে না, তোমাদের ক্ষেতে ফসল উৎপন্ন হবে না এবং প্রভু যে দেশ তোমাদের দিয়েছেন সেই সমৃদ্ধ দেশ থেকে তোমরা অচিরেই উৎখাত হয়ে যাবে।


এ দেশ আমি ধ্বংস করব, এদেশ হবে জন-মানবশূন্য পরিত্যক্ত ভূমি। তাদের শক্তির দম্ভ চূর্ণ হবে। ইসরায়েলের পাহাড়ী এলাকা হিংস্র বন্য জন্তুর আবাস হয়ে উঠবে, সেখান দিয়ে কেউ চলাফেরা করতে পারবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন