Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 26:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 তাহলে আমি তোমাদের এই দশা করব: তোমাদের মধ্যে আমি সন্ত্রাস, ক্ষয়রোগ এবং জ্বরের প্রাদুর্ভাব ঘটাব, যার ফলে তোমাদের দৃষ্টি ক্ষীণ হবে এবং জীবনীশক্তি লোপ পাবে। তোমাদের বীজ বপন ব্যর্থ হবে কারণ শত্রু সেই ফসল ভোগ করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 তোমাদের জন্য বিহ্বলতা, যক্ষ্মা ও কম্পজ্বর নিরূপণ করবো, যাতে তোমাদের চোখ ক্ষীণ হয়ে পড়বে ও প্রাণ ব্যথা পাবে এবং তোমাদের বীজ বপন বৃথা হবে, কেননা তোমাদের দুশমনেরা তা ভোজন করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 তাহলে তোমাদের প্রতি আমার হস্তক্ষেপ এই ধরনের হবে, যথা: তোমাদের ওপরে আমি অকস্মাৎ প্রচণ্ড ভীতি আনব, মারাত্মক বিবিধ রোগ ও জ্বর পাঠাব করব, যেগুলির দাপটে তোমরা দৃষ্টিশক্তি হারাবে ও তোমাদের প্রাণনাশ হবে। তোমাদের বীজবপন বৃথা যাবে, কারণ তোমাদের শত্রুরা সমস্ত খাদ্য ভোজন করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 তোমাদের জন্য বিহ্বলতা, যক্ষ্মা ও কম্পজ্বর নিরূপণ করিব, যাহাতে তোমাদের চক্ষু ক্ষীণ হইয়া পড়িবে, ও প্রাণ ব্যথা পাইবে, এবং তোমাদের বীজ বপন বৃথা হইবে, কেননা তোমাদের শত্রুগণ তাহা ভক্ষণ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 যদি তোমরা তা করো, সেক্ষেত্রে আমি ভয়ঙ্কর সব ঘটনা ঘটাবো, আমি তোমাদের মধ্যে ছড়িয়ে দেব রোগ এবং জ্বর। সেগুলি তোমাদের চোখ নষ্ট করবে এবং তোমাদের প্রাণ নেবে। তোমরা বৃথাই বীজ বপন করবে, কারণ তোমাদের শত্রুরা তোমাদের শস্যসমুহ খেয়ে নেবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 তোমাদের জন্য আতঙ্ক, যক্ষ্মা ও কম্পজ্বর নিরূপণ করব, যাতে তোমাদের চক্ষু ক্ষীণ হয়ে পড়বে ও প্রাণে ব্যথা পাবে এবং তোমাদের বীজ বপন বৃথা হবে, কারণ তোমাদের শত্রুরা তা খাবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 26:16
35 ক্রস রেফারেন্স  

তাহলে আমি যা বপন করেছি তা যেন অন্য লোকে ভোগ করে, যেন ধ্বংস হয়ে যায় আমার শস্যভাণ্ডার।


তবে যাজকরূপে আমার সেবার জন্য যদি কাউকে বাঁচিয়ে রাখি তবে সে হবে দৃষ্টিহারা এবং তার জীবন হবে বিষাদময়। তোমার বংশধরেরা সকলেই হবে অক্ষম ও অকালমৃত্যু হবে তাদের।


তোমরা বীজ বুনবে, কিন্তু গোলায় তোলার জন্য কিছুই পাবে না, তোমরা জলপাই পেষাই করবে, কিন্তু ব্যবহারের জন্য একটুও তেল পাবে না, তোমরা দ্রাক্ষা মাড়াই করবে কিন্তু একটুও সুরা পাবে না পানের জন্য।


প্রভু পরমেশ্বর আমাকে বললেন, হে মর্ত্যমানব, ইসরায়েল জাতিকে বল, তোমরা যে অনুযোগ কর–আমরা আমাদের পাপ অপরাধের ভারে জর্জরিত। আমরা শেষ হয়ে যাচ্ছি। বাঁচার পথ কোথায়?


তারা তোমাদের শস্য ও খাদ্য খেয়ে ফেলবে। তোমাদের পুত্রকন্যাদের হত্যা করবে, নিধন করবে তোমাদের পশুপাল। দ্রাক্ষাক্ষেত ও ডুমুর বাগান কেটে তছ্‌নছ্‌ করবে তারা। দূর্গ-প্রাকারে ঘেরা তোমাদের নিরাপদ আশ্রয় ঐ শহর তাদের সৈন্যদল এসে ধ্বংস করে দেবে।


তাই তিনি তাদের জীবনকাল পর্যবসিত করলেন ব্যর্থতায়, পরিণত করলেন বিভীষিকায়।


তারা তোমাদের পালের পশু ও ক্ষেতের ফসল গ্রাস করবে, যতদিন না তোমরা ধ্বংস হয়ে যাও। তারা তোমাদের ফসল, সুরা, তেল, বাথানের গরু বাছুর, পালের ভেড়া কিছুই অবশিষ্ট রাখবে না যতদিন না তোমরা সম্পূর্ণ ধ্বংস হও।


জাগ্রত ঈশ্বরের বিচারের সম্মুখীন হওয়া অত্যন্ত ভয়াবহ।*


যে সব জাতি জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, প্রভু পরমেশ্বর তাদের সকলকে মহামারী দিয়ে আঘাত করবেন। জীবন্ত অবস্থাতেই তাদের দেহে পচন ধরবে, তাদের কোটরগত চোখ গলে যাবে, মুখের ভেতরে জিভ খসে যাবে।


অঢেল বীজ বুনেও যৎসামান্য ফসল তুলেছ? কেন তোমাদের খাওয়া-দাওয়া যথেষ্ট পরিমাণে হয় না, কেন তোমরা প্রয়োজনীয় পোষাকের সংস্থান করতে পার না? তোমাদের উপার্জন যেন শুধু ফুটো পাত্রে জল ঢালা।


প্রভু স্বয়ং বলেছেন, ‘আমি তোমাকে নিজের কাছে এবং তোমার বন্ধুদের কাছে সন্ত্রাসস্বরূপ করব। তুমি দেখবে তারা সকলে শত্রুর হাতে নিহত হয়েছে। সমস্ত যিহুদীয়াকে আমি ব্যাবিলনের রাজার অধীন করতে চলেছি। কিছু লোককে সে বন্দী করে দেশে নিয়ে যাবে এবং বাকিদের হত্যা করবে।


সমুদ্রতীরে বালুকারাশির চেয়েও তোমাদের দেশে আমি বিধবার সংখ্যা বাড়িয়ে দিয়েছি, তোমাদের যুবকেরা যখন যৌবনের চরম শিখরে, তখনই তাদের করেছি নিধন, তাদের জননীদেরও যন্ত্রণায় বিদ্ধ করেছি আমি, নিদারুণ আতঙ্ক ও যন্ত্রণা দিয়ে অকস্মাৎ আঘাত করেছি তাদের।


আমার প্রজারা বুনেছিল গম কিন্তু উৎপন্ন হল কাঁটাঝোপ। কঠোর পরিশ্রম করেছিল তারা কিন্তু পায় নি কিছুই। কারণ আমার ভয়ঙ্কর ক্রোধে সবই হয়ে গেছে নিষ্ফলা।


তোমরা যুদ্ধে নিহত হবে অথবা তোমাদের বন্দী করে নিয়ে যাওয়া হবে। কিন্তু তা সত্ত্বেও প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রশমিত হবে না, শাস্তিদানের জন্য তাঁর হাত উদ্যত হয়েই থাকবে।


সিরিয়া ইসরায়েলের সঙ্গে মিত্রতা স্থাপন করেছে, এই সংবাদ যিহুদীয়ারাজের কাছে পৌঁছালে স্বয়ং তিনি এবং তাঁর প্রজারা দারুণ ভয় পেয়ে ঝড়ের মুখে গাছের পাতার মত কাঁপতে লাগলেন।


ওদের বিরুদ্ধে নিযুক্ত কর এক কপট বিচারক, সেই দুর্জন অভিযুক্ত করুক ওদের।


পলকে ওদের হয় পদস্খলন, ওরা নিঃশেষ হয়ে যায় মহাত্রাসে।


সেই তীর তার দেহ ভেদ করবে, তার ফলা থেকে ঝরবে তাজা রক্ত, আতঙ্ক তাকে গ্রাস করবে,


বিভীষিকা তাকে ঘিরে ধরবে চারিদিক থেকে, পিছু পিছু তাড়া করবে তাকে।


পরে একদিন প্রভুর দূত অবিয়েষারের বংশধর যোয়াশের এলাকা অফ্রার একটি ওক গাছের তলায় এসে বসলেন। যোয়াশের পুত্র গিদিয়োন তখন মিদিয়নীদের ভয়ে লুকিয়ে আঙুর মাড়াই করার কুণ্ডে গম মাড়াই করছিলেন যাতে কেউ তাঁকে দেখতে না পায়।


বাইরে খড়্গাঘাতে, ঘরে মহাত্রাসে জর্জরিত হবে তারা, তরুণ, তরুণী, পতিত হবে মৃত্যুর করাল গ্রাসে দুগ্ধপোষ্য শিশু ও শুক্লকেশ বৃদ্ধ—কেউ পাবে না নিস্তার।


তিনি বললেন, তোমরা যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নির্দেশ সম্পূর্ণভাবে পালন কর, আমার দৃষ্টিতে যা ন্যায়সঙ্গত তা-ই কর, আমার নির্দেশ মেনে চল এবং আমার সমস্ত বিধি পালন কর, তা হলে মিশরীদের যে সব ব্যাধি দিয়ে আমি আঘাত করেছিলাম, সেই সব ব্যাধির আক্রমণ আমি তোমাদের উপর ঘটতে দেব না। আমি, প্রভু পরমেশ্বরই তোমাদের আরোগ্যদাতা।


দেশে যদি দুর্ভিক্ষ হয়, মহামারী দেখা দেয়, কিম্বা ঝড়ে, শিলাবৃষ্টিতে বা পঙ্গপালের দ্বারা বা পোকা-মাকড়ের উপদ্রবে শস্যহানি হয়, যদি শত্রুরা দেশ আক্রমণ করে কিম্বা কোন সংক্রামক ব্যাধি বা অন্য কোন রোগের প্রকোপ দেখা দেয়, তখন তাদের প্রার্থনা শুনো।


দুর্জনের নিবাসের উপরে থাকে প্রভুর অভিশাপ। কিন্তু ধার্মিকের গৃহে তিনি বর্ষণ করেন আশীর্বাদ।


শপথ করেছেন প্রভু পরমেশ্বর, সমগ্র শক্তি দিয়ে পালন করবেন তিনি এ অঙ্গীকার, অন্যথা হবে না কখনও—আর আমি দেব না তুলে তোমাদের মুখের অন্ন শত্রুদের মুখে, দেব না তুলে বিদেশীর হাতে তোমাদের শ্রমলব্ধ সুরা।


আমি, প্রভু পরমেশ্বর, তাদের বিরুদ্ধে চারটি ভয়ঙ্কর সংহারক পাঠাতে মনস্থ করেছি। তারা যুদ্ধে নিহত হবে, কুকুরে তাদের টেনে নিয়ে যাবে, পাখিরা ছিঁড়ে খাবে আর অবশিষ্টদের খেয়ে শেষ করবে বন্য জন্তুরা।


তোমরাও খোলা মাথায় ও খালি পায়ে হাঁটবে না কিম্বা শোকে বিলাপ করবে না বা কাঁদবে না। নিজেদের পাপের কথা স্মরণ করে অনুশোচনায় তোমাদের দেহমন ভেঙ্গে পড়বে, মনোকষ্টে তোমরা গুমরে মরবে।


দেখ, আমি তোমাদের সন্তানদের শান্তি দেব এবং তোমাদেরই বলির পশুর বিষ্ঠাতুল্য করে আমার সামনে থেকে তোমাদের দূর করে দেব।


তোমরা দীন দুঃখীদের পদদলিত করে, তাদের ফসল কেড়ে নিয়ে যে কারুকার্যমণ্ডিত পাষাণ অট্টালিকা নির্মাণ করেছ, সেখানে আমি তোমাদের বাস করতে দেব না। তোমরা রচনা করেছ মনোরম দ্রাক্ষাকুঞ্জ, কিন্তু তার সুরা তোমাদের পান করতেদেব না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন