Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 26:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 তোমাদেরই মাঝে চলবে আমার আসা যাওয়া।আমি হব তোমাদের ঈশ্বর আর তোমরা হবে আমার প্রজা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 আর আমি তোমাদের মধ্যে গমনাগমন করবো ও তোমাদের আল্লাহ্‌ হব এবং তোমরা আমার লোক হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 তোমাদের মাঝে আমি গমনাগমন করব, আমি তোমাদের ঈশ্বর হব এবং তোমরা আমার প্রজা হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 আর আমি তোমাদের মধ্যে গমনাগমন করিব, ও তোমাদের ঈশ্বর হইব, এবং তোমরা আমার প্রজা হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 আমি তোমাদের সঙ্গে ওঠা বসা করব, তোমাদের ঈশ্বর হবো এবং তোমরা হবে আমার লোকজন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 আর আমি তোমাদের মধ্যে গমনাগমন করব ও তোমাদের ঈশ্বর হব এবং তোমরা আমার প্রজা হবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 26:12
33 ক্রস রেফারেন্স  

ঈশ্বরের মন্দিরের সঙ্গে প্রতিমার সম্পর্ক কি? আমরাই সদাজাগ্রত ঈশ্বরের মন্দির, ঈশ্বর বলেছেনঃ আমি তাদের মাঝে করব অধিষ্ঠান, তাদেরই সঙ্গে চলবে আমার নিত্য আসা যাওয়া। আমি হব তাদের ঈশ্বর, আর তারা হবে আমার প্রজা।


তারা হবে আমার প্রজা, আর আমি হব তাদের ঈশ্বর, আমি, প্রভু পরমেশ্বর, এ কথা বললাম।


তাদের আদেশ দিয়েছিলাম শুধু আমার বাধ্য হয়ে থাকতে, যাতে আমি তাদের ঈশ্বর হতে পারি এবং তারা আমার প্রজা হতে পারে। আমি তাদের বলেছিলাম আমার অনুশাসন অনুযাযী জীবন-যাপন করতে, যাতে মঙ্গল সাধিত হয় তাদের জীবনে।


আমি তোমাদের নিজস্ব প্রজারূপে গ্রহণ করব, আমি হব তোমাদের ঈশ্বর। আর তোমরা জানবে যে আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর, আমিই তোমাদের মিশরের কঠোর নির্যাতন থেকে নিষ্কৃতি দিয়েছি।


কিন্তু তাঁরা তার চেয়েও সুন্দর এক দেশ অর্থাৎ স্বর্গলোকে যাওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন, তাই ঈশ্বর তাঁদের আরাধ্য ঈশ্বর বলে পরিচিত হতে লজ্জিত হননি। তিনিই তাঁদের জন্য এক নগর প্রতিষ্ঠা করেছেন।


তখন হে ইসরায়েলী,তোমরা জানবে যে আমি তোমাদের মাঝে আছি এবং আমি প্রভু পরমেশ্বরই তোমাদের ঈশ্বর আর কেউ নয়, আমার প্রজারা আর কখনও হতমান হবে না।


তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের রক্ষণাবেক্ষণ ও তোমাদের হাতে শত্রুদের সমর্পণ করার জন্য শিবিরের মধ্যে গমনাগমন করেন, সেই জন্য তোমাদের শিবিরকে শুচি রাখতে হবে, তোমাদের কোন অশুচিতা, যেন তিনি দর্শন না করেন তাহলে তোমাদের প্রতি তিনি বিরূপ হবেন।


সেই এক-তৃতীয়াংশকে আমি অগ্নিশুদ্ধ করব, রূপোর মত আমি তাদের শোধন করব, সোনার মত যাচাই করব। তারা আমায় ডাকবে, আমি সাড়া দেব তাদের ডাকে। আমি বলব, এরা আমার প্রজা, ওরা বলবে, প্রভু পরমেশ্বরই আমাদের আরাধ্য ঈশ্বর।


যে জয়ী হবে, এ সব কিছুই হবে তার। আমি হব তার ঈশ্বর, সে হবে আমার সন্তান।


তখন তারা আমার বিধি-বিধান মেনে চলবে এবং বিশ্বস্তভাবে পালন করবে আমার সমস্ত অনুশাসন। তারা হবে আমার প্রজা এবং আমি হব তাদের ঈশ্বর।


ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি! আমি তোমার ঈশ্বর, হতাশ হয়ো না তুমি! আমি তোমায় শক্তিমান করব সাহায্য করব তোমায়, আমি তোমার রক্ষা করব, উদ্ধার করব তোমায়!


তোমার সঙ্গে এবং পুরুষানুক্রমে তোমার বংশধরদের সঙ্গে আমি যে সন্ধির চুক্তিতে আবদ্ধ হব, তা হবে চিরস্থায়ী। আমি তোমার ঈশ্বর এবং তোমার বংশধরদেরও ঈশ্বর হব।


তখন তারা হবে আমার প্রজা এবং আমি হব তাদের ঈশ্বর।


এবার আমি ইসরায়েলীদের সঙ্গে যে নতুন সন্ধিচুক্তি স্থাপন করব, তা হল এই: তাদের অন্তরে আমি সঞ্চারিত করব আমার ধর্মানুশাসন, লিখে দেব বিধান তাদের হৃদয়-ফলকে,আমি হব তাদের ঈশ্বর, তারা হবে আমার প্রজা।


হে আমার প্রজাবৃন্দ, আমার কথা শোন, হে ইসরায়েলকুল, তোমার বিরুদ্ধে আমি অভিযোগ আনব। আমি ঈশ্বর–তোমাদের আরাধ্য ঈশ্বর।


উৎসবে বলিদানের জন্য জেরুশালেম যেমন মেষপালে পরিপূর্ণ হয়ে যায়, সেইরকম জনমানবে পরিপূর্ণ হয়ে যাবে সেই সমস্ত নগরী যেগুলি আজ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। তখনই তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।


হে ঈশ্বর, আমার পরিত্রাতা, আমার ভরসা তুমিই আমি হব না ভীত, বিচলিত। প্রভু পরমেশ্বর তুমিই আমার শক্তি, আমার পরিত্রাণের উৎস তুমিই।


তিনি আর‍ও বললেন, আমি তোমার পূর্বপুরুষ অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের আরাধ্য ঈশ্বর। তখন মোশি মুখ ঢেকে ফেললেন, কারণ ঈশ্বরের দিকে তাকাবার সাহস তাঁর হল না।


সেদিন সন্ধ্যায় প্রভু পরমেশ্বর উদ্যানে ভ্রমণ করছিলেন। তাঁর সাড়া পেয়ে তাঁরা গাছপালার আড়ালে লুকিয়ে পড়লেন।


তিনি বলেছেন, ‘আমি অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর’। এর অর্থ হল যে তিনি মৃতদের ঈশ্বর নন, তিনি জীবিতদের ঈশ্বর।


ইফিসাস মণ্ডলীর দূতকে লেখঃ “যিনি দক্ষিণ হাতে সপ্ত নক্ষত্র ধারণ করে আছেন, যিনি সপ্ত স্বর্ণ-দীপাধারের মাঝে ভ্রমণ করেন,


নোহের কাহিনীঃ নোহ তখনকার লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধপুরুষ ছিলেন। তিনি ঈশ্বরের সান্নিধ্যে জীবন যাপন করতেন।


হনোক তাঁর জীবনের তিনশো পঁয়ষট্টি বছর পরে লোকচক্ষুর অন্তরালে চলে যান। কারণ ঈশ্বর তাঁকে আপন আশ্রয়ে নিয়ে গিয়েছিলেন।


মেথুশেলার জন্মের পর হনোক তিনশো বছর ঈশ্বরের নিবিড় সান্নিধ্যে জীবন যাপন করছিলেন।


তুমি যে দেশে প্রবাস করছ, সেই সমগ্র কনান দেশের সত্ত্বাধিকার তোমাকে এবং তোমার বংশধরদের চিরকালের জন্য দান করব, আর আমিই হব তোমার ঈশ্বর।


ইসরায়েলীদের মাঝে আমি বসতি করব এবং আমিই হব তাদের ঈশ্বর।


তোমরা নারী পুরুষ নির্বিশেষে এদের সকলকেই ছাউনি থেকে বার করে দেবে। যেখানে আমার আবাস, তারা যেন তোমাদের সেই ছাউনি অশুচি না করে।


ইসরায়েলের সঙ্গে সমস্ত যাত্রাপথে নেতারূপে আমার নিযুক্ত কোন গোষ্ঠীপতিকে কখনও কি আমি বলেছি, আমার জন্য দেবদারু কাঠের ঘর কেন তৈরী করে দাও নি?


তারা জানবে, আমি প্রভু পরমেশ্বর তাদের আরাধ্য ঈশ্বর, আমিই তাদের মিশর থেকে উদ্ধার করে এনেছি। আমি স্বয়ং প্রভু পরমেশ্বর, তাদের আরাধ্য ঈশ্বর।


কোন ক্রীতদাস যদি তার মনিবের কাছ থেকে পালিয়ে এসে তোমাদের কাছে আশ্রয় নেয় তাহলে তোমরা তাকে তার মনিবের কাছে ধরিয়ে দেবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন