Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 26:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 তোমরা গোলায় সঞ্চিত শস্য ভোজন করবে এবং নতুন ফসল রাখার জন্য গোলা খালি করে পুরাতন শস্য বার করে আনবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 আর তোমরা সঞ্চিত পুরানো শস্য ভোজন করবে ও নতুনের সম্মুখ থেকে পুরানো শস্য বের করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 বিগত বছরে সংগৃহীত শস্য থেকে তখনও তোমরা ভোজন করবে, যখন পুরোনো খাদ্যশস্য সরিয়ে রাখবে, যেন নতুন শস্য রাখার স্থান প্রস্তুত থাকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 আর তোমরা সঞ্চিত পুরাতন শস্য ভোজন করিবে, ও নূতনের সম্মুখ হইতে পুরাতন শস্য বাহির করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 এক বছরের বেশী সময় ধরে তোমরা তোমাদের জমা করা শস্য খাবে। তোমরা নতুন শস্যাদি ছেদন করবে, তারপর নতুন শস্যগুলি রাখার মত জায়গার জন্য পুরানো শস্যগুলিকে ফেলে দেবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 আর তোমরা জমানো পুরানো শস্য খাবে ও নূতনের সামনে থেকে পুরানো শস্য বের করবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 26:10
5 ক্রস রেফারেন্স  

অষ্টম বছরে তোমরা আবার বীজ বপন করবে এবং নবম বছর পর্যন্ত তোমরা পুরানো ফসল ভোগ করবে। নতুন ফসল না হওয়া অবধি তোমরা পুরানো শস্য ভোগ করবে।


তখন সে ভাবতে লাগল, ‘সমস্ত ফসল রাখবার মত জায়গা তো আমার নেই, কি করি?’


তারপর নবী যিশাইয় রাজা হিষ্কিয়কে বললেন, তুমি এ বছর ও আগামী বছর বনের ফলমূল ও বুনো শস্য খেয়ে কাটাবে। তৃতীয় বছরে তুমি বীজ বুনবে, ফসল তুলবে, দ্রাক্ষাচারা লাগাবে, ফলভোগ করবে।


তারণোৎসবের পরের দিন তারা সেই দেশে উৎপন্ন শস্যের তৈরী খামিরবিহীন রুটি ও ভাজা শস্য ভোজন করল।


এবার খামারগুলি শস্যে পরিপূর্ণ হবে দ্রাক্ষারস ও তেলের পাত্রগুলি উপচে পড়বে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন