Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 25:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তুমি ইসরায়েলীদের বল, আমি তোমাদের যে দেশ দেব, সেই দেশে তোমরা যাওয়ার পর সেখানকার ভূমিকে প্রভু পরমেশ্বরের সম্মানে বিরতি দিতে হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 তুমি বনি-ইসরাইলকে বল, আমি তোমাদেরকে যে দেশ দেব, তোমরা সেই দেশে প্রবেশ করলে পর দেখো, মাবুদের উদ্দেশে ভূমি যেন বিশ্রাম ভোগ করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 “ইস্রায়েলীদের সঙ্গে তুমি কথা বলো, তাদের জানাও, ‘আমি যে দেশ তাদের দিতে যাচ্ছি, যখন তারা সেই দেশে প্রবেশ করবে, তখন সদাপ্রভুর উদ্দেশে যেন ভূমি বিশ্রাম ভোগ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তুমি ইস্রায়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে বল, আমি তোমাদিগকে যে দেশ দিব, তোমরা সেই দেশে প্রবেশ করিলে সদাপ্রভুর উদ্দেশে ভূমি বিশ্রাম ভোগ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 “ইস্রায়েলের লোকদের বলো: আমি যে দেশ তোমাদের দিচ্ছি, সেখানে প্রবেশ করলে তোমরা জমিটিকে বিশ্রামের সময় দেবে। প্রভুকে সম্মান দেওয়ার জন্য এই বিশ্রামের সময় বিশেষ সময়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তুমি ইস্রায়েল-সন্তানদেরকে বল, তাদেরকে বল, আমি তোমাদিগকে যে দেশ দেব, তোমরা সেই দেশে প্রবেশ করলে সদাপ্রভুর উদ্দেশ্যে জমি বিশ্রাম ভোগ করবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 25:2
14 ক্রস রেফারেন্স  

নবী যিরমিয়ের মাধ্যমে প্রভু পরমেশ্বর যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, এইভাবে তা পূর্ণ হল। তিনি বলেছিলেনঃ দেশে সাব্বাথ দিনের বিশ্রাম যতদিন প্রতিপালিত হয়নি, সেই বিশ্রাম ততদিন ভোগ করার জন্য দেশ সত্তর বছর উৎসন্ন অবস্থায় পড়ে থাকল।


ছয় বছর তোমরা তোমাদের জমিজমা চাষবাস করবে এবং উৎপন্ন ফসল সংগ্রহ করবে।


বন্যার বেগে তারা যিহুদীয়াকে ভাসিয়ে নিয়ে যাবে, দুরন্ত ঢেউ তার কাঁধ ছাপিয়ে যাবে, ডুবিয়ে দেবে সব। কিন্তু, ইন্মানুয়েল! আমাদের সঙ্গে ঈশ্বর বর্তমান, তিনি দুই পক্ষ বিস্তার করে দেশকে রক্ষা করবেন।


প্রভু পরমেশ্বর তাঁকে বললেন, অব্রাহম, ইস্‌হাক ও যাকোবের কাছে শপথ করে তাদের বংশধরদের যে দেশ দেওয়ার শপথ আমি করেছিলাম, এই সেই দেশ। সেই দেশ আমি তোমাকে দেখতে দিলাম মাত্র কিন্তু সেখানে তুমি প্রবেশের অধিকার পাবে না।


তুমি অবারিম পাহাড়ে অর্থাৎ যিরিহোর পূর্বদিকে মোয়াব দেশের নবো পাহাড়ে আরোহণ কর এবং সেখান থেকে ইসরায়েলীদের যে দেশ আমি দিতে মনস্থ করেছি, সেই কনান দেশ দর্শন কর।


পরাৎপর ঈশ্বর যখন জাতিবৃন্দের উত্তরাধিকার স্বরূপ ভূমি বন্টন করলেন, মানব সন্তানদের যখন পৃথক করলেন তিনিতখন ঈশ্বরের সন্তানদের সংখ্যানুপাতে তিনি প্রত্যেক জাতির দেশের সীমানা করলেন নির্দিষ্ট।


সেদিন হবে তোমাদের পবিত্র বিশ্রাম দিবস। সেদিন তোমরা উপবাস করবে। মাসের নবম দিনের সন্ধ্যা থেকে পরের দিনের সন্ধ্যা পর্যন্ত তোমরা এই বিশ্রাম দিবস পালন করবে।


তোমাদের স্বত্বাধিকারের জন্য যে দেশ আমি দেব, সেই কনান দেশে প্রবেশ করার পর যদি তোমাদের অধিকৃত দেশের কোন গৃহ ছত্রাকে আক্রান্ত হয়,


আমার মহাশক্তি ও পরাক্রমে আমি এই পৃথিবী, মানবজাতি এবং এই পৃথিবীর বুকে সমস্ত প্রাণীকে সৃষ্টি করেছি। আমি যাকে ইচ্ছা তাকে এসব দিতে পারি।


স্বর্গ একমাত্র প্রভু পরমেশ্বরেরই আবাস, কিন্তু মানবসন্তানদের তিনি দিলেন এই পৃথিবীর অধিকার।


প্রভু পরমেশ্বর সিনাই পর্বতে মোশিকে বললেন,


ছয় বছর তোমরা নিজেদের জমিতে বীজ বপন করবে এবং আঙুর লতা ছাঁটবে ও তার ফল সংগ্রহ করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন