Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 24:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 নিখাদ সোনায় তৈরী দীপাধারের উপরে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সর্বদা সে ঐ প্রদীপগুলি সাজিয়ে রাখবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 সে খাঁটি সোনার প্রদীপ-আসনের উপরে মাবুদের সম্মুখে নিয়মিতভাবে ঐ প্রদীপগুলো সাজিয়ে রাখবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 সদাপ্রভুর সামনে নির্মল সোনার দীপাধারগুলিতে ওই প্রদীপগুলি সারাক্ষণ জ্বলবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 সে নির্ম্মল দীপবৃক্ষের উপরে সদাপ্রভুর সম্মুখে নিয়ত ঐ প্রদীপ সকল সাজাইয়া রাখিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 প্রভুর সামনে খাঁটি সোনার বাতিস্তম্ভের ওপর রাখা বাতিগুলিকে হারোণ নিয়মিত জ্বালিয়ে রাখবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 সে নির্ম্মল দীপবৃক্ষের উপরে সদাপ্রভুর সামনে নিয়ত ঐ প্রদীপ সব সাজিয়ে রাখবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 24:4
19 ক্রস রেফারেন্স  

টেবিল ও তার সব আসবাবপত্র, পবিত্র দীপাধার ও তার সরঞ্জাম, ধূপ বেদী,


নিখাদ সোনার তৈরী দীপাধার ও তার প্রদীপসমূহ, সারিবদ্ধভাবে জ্বালাবার প্রদীপমালা ও সেগুলির যাবতীয় সরঞ্জাম, প্রদীপের তেল,


এঁরা হচ্ছেন শাস্ত্রে উল্লিখিত সমগ্র পৃথিবীর অধীশ্বরের সম্মুখে দণ্ডায়মান দুই জলপাই বৃক্ষ, দুই দীপাধার।


ভেবে দেখ, কোথা থেকে কোথায় তোমার পতন হয়েছে। মন পরিবর্তন কর এবং তুমি প্রথমে যে সব কাজ করতে তা-ই কর। যদি না কর এবং মন পরিবর্তন না কর তাহলে আমি তেমার কাছে যাব এবং তোমার দীপাধার অপসারিত করব।


আমার ডান হাতে যে সাতটি তারা দেখলেল তার এবং ঐ সাতটি সোনার দীপাধারের নিগূঢ় তত্ত্ব হচ্ছে এই, ঐ সাতটি তারা সাতটি মণ্ডলীর দূত এবং সাতটি দীপাধার হচ্ছে সাতটি মণ্ডলী।


একটি শিবির নির্মিত হয়েছিল যার সম্মুখ ভাগে ছিল একটি দীপাধার এবং রুটি রাখার জন্য সাজানো থাকত একটি টেবিল। এই অংশটিকে বলা হত পবিত্র স্থান।


সোনা-রূপার সমস্ত জিনিস, এমন কি ছোট ছোট বাটি, জ্বলন্ত কয়লা নেবার জন্য সোনার ছোট ছোট পাত্র, বলিদানের রক্ত নেবার পাত্র, পিলসূজ, ছাইদানী, ধূপদানী, সুরা উৎসর্গের জন্য ব্যবহৃত গামলা সবই তারা নিয়ে গেল।


প্রত্যেকটি প্রদীপ ও তার জন্য পিলসুজ,


মহাপবিত্র স্থানে রাখান জন্য দশটি সোনার পিলশূজ। এগুলির পাঁচটি রাখা হয়েছিল দক্ষিণে এবং পাঁচটি উত্তরে। সোনার ফুল, প্রদীপ ও চিম্‌টা।


এক খণ্ড নীল কাপড় দিয়ে তারা দীপাধার, দীপ ও তার চিমটা, ছাইদান এবং দীপ জ্বালানোর জন্য তেল রাখার পাত্রগুলি ঢেকে দেবে।


চুক্তি সিন্দুক, টেবিল, দীপাধার, দুটি বেদী, পবিত্র স্থানের পরিচর্যার জন্য প্রয়োজনীয় সমস্ত পাত্র, পর্দা, —এগুলির দেখাশুনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল এদের উপর।


সম্মিলন শিবিরের মধ্যে চুক্তি সিন্দুক আড়াল করে রাখা পর্দার সামনে হারোণ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সর্বক্ষণ প্রদীপ জ্বালিয়ে রাখবে। এই নিয়ম পুরুষানুক্রমে চিরকাল পালন করবে।


তুমি হারোণকে এই কথা বল: তুমি দীপগুলি এমন ভাবে সাজাবে যেন দীপাধারের সস্মুখে সাতটি দীপ আলো দেয়।


বন্ধ করে দিলেন মন্দিরদ্বার, নিভে গেল দীপ, বন্ধ হল ধূপ জ্বালা, ইসরায়েলের ঈশ্বরের কাছে হোমবলি নিবেদন বন্ধ হয়ে গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন